নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমৃন্ধ বাংলাদেশের প্রত্যাশায়

আমি মসনদবিহীন নেতা

বাংলার নেতা

ভাল লেখতে চাই!

বাংলার নেতা › বিস্তারিত পোস্টঃ

অনুভুতি

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

আমি হেঁটেছি গাঁয়ের ধুলোমাখা
মেঠো পথে,খালি পায়ে
কার্তিকের হিমশীতল বাতাসে
সবুজ ঘাসে পা দুটো মাড়িয়ে,
সাঁঝের বেলায় কোন গৃহিনীর
উনুনের ধুয়ায় বাঁশঝাড় কাপিয়ে,
দুরন্ত কে জানি আসে ঐ, মিশে
নীড়ে ফেরা পাখিদের দলে।

বুড়ো বুড়ির ছনের ঘরের জানালা দিয়ে
কেরসিনের কুপির আলো
জানালার ফাঁক দিয়ে জ্বল জ্বল করে,
দুর হতে দেখি তাই আপন মনে
ভাবি, হয়তো আমারও জীবন প্রদীপ
এভাবেই নিভে যাবে কভু
আসবে না ফিরে আর,
যাবে, না ফেরা মানুষদের দলে।






মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৮:১২

অন্ধবিন্দু বলেছেন:
বড়ই মূল্যবান অনুভূতি। পাঠে তৃপ্তি পেলুম, ধন্যবাদ।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৮:১৪

বাংলার নেতা বলেছেন: তৃপ্তি পাওয়ার জন্য ধন্যবাদ। পাশাপাশি থাইকেন.......

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৮:১৪

অপূর্ণ রায়হান বলেছেন: ভালোই লিখেছেন ।

শুভেচ্ছা :)

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৮:১৬

বাংলার নেতা বলেছেন: ধন্যবাদ ব্রাদার।

আসেল গ্রাম কে অনেক মিস করি। কারণ গ্রামে কেটেছে শৈশব, এরপর আর গ্রামে যাওয়া হয়নি, গেলেও খুব কম। সত্যিই আমার দেশ, আমার গ্রাম, আমার প্রকৃতি খুবই সুন্দর।

ভাল থাকবেন।

৩| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৩

কলমের কালি শেষ বলেছেন: প্রকৃতিক অনুভূতি । বেশ । ++

০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৫

বাংলার নেতা বলেছেন: প্রকৃতির মাঝে কেন জানি খুব সুখ খুজে পাই, তাই তো ফুরসৎ পেলেই চলে যাই প্রকৃতির কাছে.......যেখানে আমগাছের সারি, জমিনের সবুজ দুবলা ঘাস, আর চারিদিকে সবুজ শশ্যের ক্ষেত, আমায় কাছে টানে.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.