![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও ন্যায়ের শক্তি কতো জানো কি?
ভাঙ্গে অন্যায়ের মসনদ, ছন্নছাড়া করে দেয়
মিথ্যার উপর দাড়ানো প্রাসাদ,
পুড়িয়ে দেয় সব পাপের রাজ্য,
নতুন করে গড়ে সমাজ!
মজলুমের হাহাকারের ধ্বনির জোর কোত জানো কি?
মজলুম নির্যাতিত হতে হতে,
দেয়ালে পিঠ ঠেকে গেলে,
পরোয়া করে না জীবনের মায়া
তছনছ করে দেয় সব, মহুর্ত্যেই!
সত্য ও সুন্দর এর কিরণ কত প্রখর জানো কি?
আমাবশ্যার অন্ধকার ভেদ করে
পাপের গড়া রাজ্য ছিড়ে,
উদ্ভাসিত হয় নিজের আলোকে
গড়ে সুখ ও শান্তিময় সমাজ!
মিথ্যার প্রাসাদ কতো দুর্বল জানো কি?
ওটা তো বালির বাঁধ,
আজ আছে তো কাল নেই,
ক্ষমতার বড়াই, আর অর্থের শক্তি
জোয়ার-ভাটার ন্যায় ক্ষণস্থায়ী!
তাই তো বলি, মানুষের কিসে এত অহংকার?
যেখানে তার জীবনের নাই গ্যারন্টি,
এক সেকেন্ড, অথবা এক পলক
তবে কেন এত বাহাদুরী
গবীর, নীচ, অক্ষম কে হারায়ে???
*** ০৫/১১/২০১৪***///
০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৯
বাংলার নেতা বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ, কমেন্টস করার জন্য! ভাল থাকুন, সুস্থ থাকুন, থাকুন শান্তিতে.....
২| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৪১
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর ।
শুভকামনা @নেতা
০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ২:২৫
বাংলার নেতা বলেছেন: ধন্যবাদ @ রায়হান!
৩| ০৭ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৩
খেলাঘর বলেছেন:
"মজলুমের হাহাকারের ধ্বনির জোর কোত জানো কি?
মজলুম নির্যাতিত হতে হতে,
দেয়ালে পিঠ ঠেকে গেলে,
পরোয়া করে না জীবনের মায়া
তছনছ করে দেয় সব, মহুর্ত্যেই! "
-প্রতি বিপ্লবীরা এ অংশটুকু ঠেকায়ে দিচ্ছে !
০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:১৫
বাংলার নেতা বলেছেন: হয়তো........
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৮
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা । ++