![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিনের আলোয় মিটিয়ে গেল সকল আধার কালো
নতুন দিনের শুরু যেন হয় গো তোমার ভালো।
গগন জুরে সূর্য হাসে ডানা মেলে পাখি
কি অপরুপ রুপ দেখো গো খুলে দুটি আখি!
তোমার রুপের ঝলক দেখে পাগল আমর মন
ঐ রুপের মাধুরী দিয়ে কাপাও কাহার ভুবন!
সেই ভূবনের রানী তুমি, রাজা হয়তো কেউ
কেন তোলো হাজার মনে ভালবাসার ঢেউ?
ভালবাসা দিবে না তো বলে দিলেই সারা
এত বাহানা কেন কর? আমি দিশে হারা।
বাহানা কর যতই তুমি, আমার মনের রানী
মনের বীনায় বাজে শুধুই, তোমার প্রেমের বাণী।
২| ১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১২
খেলাঘর বলেছেন:
আসলেই সুন্দর হয়েছে লাইনগুলো
১৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৪
বাংলার নেতা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:০২
বাংলার নেতা বলেছেন: সুন্দর