![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বয়েছে কত খুন, লোহিত হয়েছে কত নদী
লাখো বাঙ্গালীর রক্তে রঞ্জিত
সবুজ জমিনের এই প্রান্তর
কত শত ত্যাগে
অর্জিত এই স্বাধীনতা!
আজ বিজয়ের দিনে
শপথ করি, এই বাংলাদেশ
এই পবিত্র ভুমি রাখবো
নিরাপদ, এগিয়ে নেব এদেশকে
বিশ্বে উন্তত হবে শীর।
©somewhere in net ltd.