নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমৃন্ধ বাংলাদেশের প্রত্যাশায়

আমি মসনদবিহীন নেতা

বাংলার নেতা

ভাল লেখতে চাই!

বাংলার নেতা › বিস্তারিত পোস্টঃ

বর্তমান বাংলাদেশ

১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৭

ঘরের বাইরে যাই না আমি, ডর করে
গুলি কিংবা বোমা যদি, মাথায় পরে!

একোন দেশে বাস আমার, বুঝি না রে
খুনাখুনি আর মানুষ মরে, দিন দুপুরে!!

রক্ত মাখা লাল জামা, গায়ে পরে
বাড়ির বাইরে কে যেন, কান্না করে!!!



মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৪

গরম কফি বলেছেন: ঘরের বাহির যাইনা আমি, বোমা গুলির ভয়ে
হাজার মানুষ দূর্ভোগেতে, চলছে গায়ে সয়ে ।।

একোন অজব দেশ হলরে, হিসাব মিলেনা রে
কখন জানি গুলি বোমা, কার উপরে পরে ।।




১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৮

বাংলার নেতা বলেছেন: দারুন!

২| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৮

গরম কফি বলেছেন: আপনার ছড়া লেখার চেস্টা খুব ভালো লাগলো, অনেক দিন পর আপনাকে দেখে তাই নিজে দুলাইন দিয়ে দিলাম ... হি হি ...আরেক টু সময় নিয়ে লিখলে আরও ভাল করবেন । চালিয়ে যান শুভ কামনা থাকলো ।

১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩০

বাংলার নেতা বলেছেন: আমার মনে হয়, আমার লাইন গুলোর চেয়ে আপনার লাইন গুলো অনেক ভাল হয়েছে! এটা সবাই বলবে!

আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা জানাই!

ভাল থাকবেন!

শুভকামনা রইল!!

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৬

নিলু বলেছেন: ইরাক , আফগান তো , দীর্ঘ দিন ধরেই চলছে , আমরাও না হয় কিছুদিন চলে দেখিনা কেমন লাগে ?

১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৬

বাংলার নেতা বলেছেন: দেখে কি হবে বলুন, ভুক্তভুগি তো সাধারণ মানুষ ই...!

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫২

নিলু বলেছেন: সাধারন মানুষের চিন্তা করলে তো দেশের এই অবস্থা হতোনা , আসুন না সত্যি কথা বলি , কোন দল সাধারন মানুষের জন্য কল্যাণ বয়ে এনেছে , বি এন পি , না জামাত , না জাতীয় পার্টি , না আওয়ামীলীগ ?

১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৯

বাংলার নেতা বলেছেন: কেউ ই তো পারে নাই! তবে রাজনৈতিক দল ছাড়া কোন পথ তো খোলা নাই, বাংলাদেশের প্রেক্ষাপটে। আপনি কি বলেন?

৫| ১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৩

নিলু বলেছেন: সুতারাং , কথামালার রাজনীতির কথা , শুনতেই হবে যে ,

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

বাংলার নেতা বলেছেন: নিরুপায় নিলু, নিরুপায় বাংলার নেতা!
.......হে, হে হে.......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.