নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমৃন্ধ বাংলাদেশের প্রত্যাশায়

আমি মসনদবিহীন নেতা

বাংলার নেতা

ভাল লেখতে চাই!

বাংলার নেতা › বিস্তারিত পোস্টঃ

শরৎ এর কবিতা

২৭ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৪৬

নদীর চরে এখন পূর্ণবয়স্ক কাশ বনের বাগান
কয়েক দিনে হয়তো ফুল ফুটবে
সাদা শুভ্র ফুল
বাতাসে দোল খাবে
তার মধ্যে দু একটি ফুল
হয়তো বাতাসের সাথে মিতালী করে
অনেক দুর চলে যাবে
হয়তো কোন অচেনা মানুষের কাছে
অথবা অচেনা কোন গ্রামে
বা কোন মাঝির নৌকায়
শরৎ এর সাদা ফুল খুব সুন্দর
কবির মনে দোলা দেয়
কবি স্থির থাকতে পারে না
লিখবেই কিছু না কিছু
হয়তো নজরুল নয় বা ফররুখ
অথবা জসীমউদ্দিন
কাশফুল মনে সাদা শিহরন জাগায়
মন বলে কত সুন্দর প্রকৃতি
স্রষ্ট্রার কি অপার সৃষ্টি।

শরৎ এর আর এক রুপ
আকাশে সাদা মেঘের ভেলা
শান্ত ঠান্ডা বাতাস
বাবরী চুল উডিয়ে নিয়ে যায়
বাতাসে দোল খায়
সাদা মেঘ গুলো
মনে জাগরণ জাগায়
শরীরে কেমন জানি শিহরণ জাগায়
সাদা মেঘ গুলো
আকাশে উড়ে যায়
এপাশ থেকে ওপাশ
শিল্পীরা ছবি আকে
শরৎ এর আকাশ কাশবনের
হয়তো শিল্পী জয়নুল
অথবা হামিদুল ইসলাম
ছবি আঁকে আপন মনে
ছবি আঁকে বাংলাদেশের
আমার প্রিয় মাতৃভুমির।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.