![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেনিয়া, জিম্বাবুয়ে, নেদারলেন্ড
বাংলার দামাল ছেলেরা হারিয়েছে ওদের,
একবার নয় বহুবার!
শুনেছে তারা অনেক আগেই
বাঘের হুঙ্কার!
পাকিস্তান,ভারত, নিউজিল্যান্ড
ক্রিকেট বিশ্বের গডফাদার
তাদেরকেউ হারিয়েছে বাংলার টাইগার!
শুনেছে তারা নতুন করে
শুনেছে বাঘের হুঙ্কার!
অষ্ট্রেলিয়া,ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা
আসছে বাঘের মোকাবিলায়
আসছে এবার!
থামাতে পারবে কি তারা
টাইগারদের হুঙ্কার???
০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১৭
বাংলার নেতা বলেছেন: ধন্যবাদ @ Click This Link
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৭
ছাসা ডোনার বলেছেন: আমাদের দেশটা টাইগারদের গর্জনে আর সফলতায় আনন্দময় হয়ে থাকুক সারা জীবন।