![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গ্রামের বাঁশঝাড়ের পেছন দিয়ে বয়ে চলে আঁকাবাঁকা নদী
বর্ষায় এই নদী ভরা যৌবন পায়, স্রোত বাড়ে, নানা রকম জাল নিয়ে
গ্রামের মানুষজন মাছ ধরার প্রস্তুতি নেয়, সে এক অন্যরকম দৃশ্য
চৈত্রের চড়া রোদে মেঠো পথের পাশে এক ছাগি নিজ মনে ঘাস খায়,
মাঝ বয়সের সফেদ দাড়ি ওয়ালা এক চাচা নিজ গ্রামের আপন জনের
সাথে নারকেল গাছের নিচে দাড়িয়ে কিছু কথা কয়,
অথবা রোদের তেজে গাছের ছায়ায় হালকা জুড়িয়ে নেয়, তারপর
রওয়না দেয় তার নিজ গন্তব্যে, গ্রামের সবুজ প্রকৃতি নজর কাড়ে
সাথে নীল আকাশে উড়ে যায় এক ঝাঁক ডানামেলা পাখি,
আমি হারিয়ে যাই বাংলার রুপ দর্শনে, তাই,
আমি ভালবাসি আমার গ্রাম আমার দেশ, প্রিয় বাংলাদেশ।
৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৫
বাংলার নেতা বলেছেন: ধন্যবাদ ভাইয়া..!
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৭
প্রামানিক বলেছেন: চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২১
বাংলার নেতা বলেছেন: এক অসাধারণ মন্তব্যের জন্য আপনাকে জানাই লাল গোলাপ এর সংগ্রামী শুভেচ্ছা...!!!...!!!.!!!
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৪
কল্লোল পথিক বলেছেন: আমি হারিয়ে যাই বাংলার রুপ দর্শনে, তাই,
আমি ভালবাসি আমার গ্রাম আমার দেশ, প্রিয় বাংলাদেশ।
ধন্যবাদ।শুভ কামনা জানবেন।