![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বললে তুমি ভোদাই আমি
কোন বুদ্ধি নাই
তোমার কাছে আমি যে এক
আবাল মানুষ তাই,
বললে তুমি আমার কাছে
পয়সা কড়ি নাই
গরিব আমি হত দরিদ্র
টাকা কোথায় পাই,
বললে তুমি আমি নাকি
ভাল না বাসি তোমায়
এই অপবাদ মাথায় নিয়ে
ঘুরি আমি সদাই,
বললে তুমি বলদ আমি
কাজের বেলায় নাই
তোমার কাছে আমার মত
হীন মানুষ আর নাই,
বললে তুমি ফাঁস লাগাও
কচু গাছের সাথে
আমি নাকি ভীতু অনেক
হৃদয় মোর গাথে।
৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০৪
বাংলার নেতা বলেছেন: ধন্যবাদ দাদা!
২| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৯
সুমন কর বলেছেন: মজার।
৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪০
বাংলার নেতা বলেছেন: আমিও মজা পাইছি!
৩| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১০
নেয়ামুল নাহিদ বলেছেন: ভাল লেগেছে যথেষ্ট।
৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪০
বাংলার নেতা বলেছেন: যতেষ্ট ভাল লাগার জন্য ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫৩
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ছড়া ছন্দ বেশ ভালোই হয়েছে।