![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টি পেলে সবুজ হতাম বলল লাল ঘাস
একটু পানি দাও গো আমায় আমি বট গাছ।
সারা জীবন ছায়া দিলাম, দিলাম কত কাঠ
সাক্ষি আছে বটের মুকুল, সাক্ষি সারা মাঠ।
বনের মাঝে আছে কত, হরেক রকম গাছ
দিল কত অক্সিজেন আর দিল সুনিমল বাতাস।
বট বলে লাগাও আরও শত শত গাছ,
পাবে অনেক অক্সিজেন আর পাবে সুখ নিঃশ্বাস।
২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২১
বাংলার নেতা বলেছেন: অনেক নদী মরে গেছে,চর জেগেছে কত
কালনী নদী বেচে আছে, হয়ে আমার মত!
ধন্যবাদ কালনী নদী!
২| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৭
আরাফআহনাফ বলেছেন: ভালো।
২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২১
বাংলার নেতা বলেছেন: থ্যাংকু!
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৯
কালনী নদী বলেছেন: বনের মাঝে আছে কত, হরেক রকম গাছ
দিল কত অক্সিজেন আর দিল সুনিমল বাতাস। সুন্দর ++++