![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
থোকায় থোকায় আম ধরেছে গাঁয়ের বাড়ির ধারে
মাসুম খোকন লাঠি নিয়ে কাঁচা আম পাড়ে
কাসুন্দি আর লবন দিয়ে ভর্তা বানায় তারা
আমার মুখে জল এসেছে আমি দিশেহারা
বৈশাখ মাসের দারুন গরম ঘামে সারা গা
আম পাড়তে গিয়ে তার পিছলে গেল পা
না হয় পেলাম একটু ব্যাথা আম পেড়েছি যে
খাব এবার মজা করে আম সি বানিয়ে
এত গরম হায়রে হায় বাইরে যাওয়া দায়
মাটি ফেটে চৌচির হল গরম বয়ে ধায়
হায়রে গরম ছটফটিয়ে হাফ উঠেছে হায়
ঠান্ডা বরফ আমি এখন পাই যে কোথায় পাই
২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৯
বাংলার নেতা বলেছেন: থ্যাংকস...
২| ২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৮
বাংলার নেতা বলেছেন: যে গরম পড়েছে ভাই...ভাল থাকা দায়...
৩| ২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৪২
কালনী নদী বলেছেন: ভাই মিষ্ঠি আমের কথা মনে করিয়ে দিলেন এবার আমায় ফজলি আম খাওয়ান!
২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৪
বাংলার নেতা বলেছেন: ফজলী আমের সময় হোক...দাওয়াত রইল!
৪| ২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২০
কালনী নদী বলেছেন: দাওয়াত সাদরে গ্রহন করিলাম ভাইযা। আমের বুল মনে হয় ফুটেছে।
২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৩
বাংলার নেতা বলেছেন: কিতা কইবার লাগছুইন, আমের বুল ফুটে বড় বড় কাচা আম বাংলার গ্রাম জুরে, আর কইতাছুন মনে হয় ফুটছে! আম হইয়া গেছে!!!
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৭
তারেক ভূঁঞা বলেছেন: ভালো লাগলো