![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফোনের ওপার থেকে বলছে বউ
রাতে কি রান্না করবা তুমি?
বললাম আমি,সবে মাত্র ভিজেয়েছি
ডিপ ফ্রিজে রাখা মাছ,
এর পর বসব সবজী কাটতে,
বললাম আমি, আরও কাজ আছে,
চাউল ধুইলাম, এবার ভাত বসাব?
ওপার থেকে আওয়াজ,
তুমি একটু বেশিই অলস,
ধীরে বললাম আমি,
বউ ছাড়া রান্না ভাল লাগে না,
যাই হোক, কাটলাম সবজী, মাছ ধু্ইলাম,
এর পর রান্না বসাব।
এই তো আমি বিবাহিত ব্যাচেলার।
©somewhere in net ltd.