নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকু‍ম!

www.alkawsar.com

ইসানুর রহমান

ইসলামিক ব্লগ! মুসলমানদের জন্য।ব্লগ অর্কাইভঃ islamicjibon.blogspot.com

ইসানুর রহমান › বিস্তারিত পোস্টঃ

প্রচলিত ভুলঃ বিদায়ের সময় 'খোদা হাফেজ' বলা কি ঠিক? বিদায়ের সময়ের সুন্নত আমল কী?

০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ৭:৪১

আমাদের দেশে অনেককেই দেখা যায় তারা বিদায়ের সময় বা চলে যাওয়ার সময় খোদা হাফেজ বা আল্লাহ হাফেজ বলে থাকেন। বিদায়ের সময় এটা বলা কি ঠিক? বিদায়ের সময়ের সুন্নত আমল কী?



-সাক্ষাতের সময় যেমন সালাম দেয়া সুন্নত, তেমনি বিদায়ের সময়েও সালাম দিয়ে বিদায় নেওয়া সুন্নত। এ সম্পর্কে একাধিক হাদীস আছে। যেমন হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- ''যখন তোমাদের কেউ কোন মজলিসে পৌছবে, তখন সালাম দিবে। যদি অনুমতি পাওয়া যায়, তবে বসে পড়বে। এরপর যখন মজলিস ত্যাগ করবে তখনও সালাম দিবে। কারণ প্রথম সালাম দ্বিতীয় সালম অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ নয়। অর্থাৎ উভয়টির গুরুত্ব সমান।”''

-জামে তিরমিযী ২/১০০



সুতরাং বিদায়ের সময়ও ইসলামের আদর্শ এবং সুন্নত হল সালাম দেয়া। তাই সালামের স্হলে বা এর বিকল্প হিসাবে 'খোদা হাফেজ বা আল্লাহ হাফেজ' বা এ জাতীয় কোন কিছু বলা যাবে না। অবশ্য সালামের আগে পৃথক ভাবে দুআ হিসাবে 'খোদা হাফেজ বা আল্লাহ হাফেজ' বলা দোষের কিছু নয়।



আরও দেখা যেতে পারে শুআবুল ঈমান ৬/৪৪৮; সুনানে আবু দাউদ ১৩/৭০৭; মিন আদাবিল ইসলাম, শায়খ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রহঃ ১৩; ইমদাদুল ফাতওয়া ৪/৪৯১; মাসিক আলকাউসার , মার্চ-২০০৫ পৃষ্ঠা-২৮।

মন্তব্য ১২ টি রেটিং +১০/-১

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ৭:৪৭

মাহমুদ ফয়সাল বলেছেন: জ়ানতে পারলাম...
ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইর

০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ৭:৪৯

ইসানুর রহমান বলেছেন: ‌আপনাকেও ধন্যবাদ।

জাযাকাল্লাহু খাইর।

২| ০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ৮:১৮

নীল-দর্পণ বলেছেন: এরকমত কখনও চিন্তা করে দেখিনাই। চেষ্টা করব মানার জন্য। ধন্যবাদ সুন্দর পোষ্টের জন্য

০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ৮:২১

ইসানুর রহমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩| ০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ৮:৩৬

আমড়া কাঠের ঢেকি বলেছেন: জানলাম!

০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ৮:৩৯

ইসানুর রহমান বলেছেন: ধন্যবাদ।

৪| ০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ১১:১৭

নামহীনা বলেছেন: আর আমরা যারা প্রথমবারে সালাম তো দেইইনা বরং যাবার সময় ভাব বজায় রাখার জন্য খোদা হাফেজ বলি তাদের জন্য কি প্রযোজ্য হবে?

০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ১১:৩৬

ইসানুর রহমান বলেছেন: আপনিই বুঝে নেন।:)

৫| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৯:৫২

আমি মরতুজা বলেছেন: দৈনন্দিন জীবনের এরকম সহহী সংস্কারমুলক লেখা চালিয়ে জান আর বসে বসে সাদকায়ে জারিয়ার সওয়াব নিজের একাউন্টে ভরেন;) ++

০২ রা জানুয়ারি, ২০১০ সকাল ৮:৫২

ইসানুর রহমান বলেছেন: ধন্যবাদ। :)

৬| ০২ রা জানুয়ারি, ২০১০ সকাল ১০:১৫

মো: মোফাচ্ছির হোসেন বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

০২ রা জানুয়ারি, ২০১০ সকাল ১০:১৮

ইসানুর রহমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.