নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ভাঙ্গাঘরে,তুমি এলেই ভালোবাসা বৃষ্টিহয়ে ঝরে

ঈশান মাহমুদ

আমি অগোছালো মানুষ এক। মেয়ে অন্বেষা ও ছেলে রিশাদের প্রিয় বাবা এবং প্রিয়তমা স্ত্রীর ’অপদার্থ’ স্বামী। ;)

ঈশান মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

এমন বিষণ্ণ বিপণ্ণ বৈশাখ আর কখনো দেখিনি।

১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৯


সদ্য বিগত হয়ে যাওয়া বসন্তে কি এবার ফুল ফোটেনি?
হয়তো ফুঁটেছে, গৃহে অন্তরীন শহুরে নাগরিক তার সুবাস পায়নি,
রঙ লাগেনি মনে।
চৈত্রের বাউড়ি বাতাসে কি এবার বৃক্ষের পাতা ঝরেনি?
হয়তো ঝরেছে, আতঙ্কিত নাগরিক মন তার নিক্কণ শুনেনি।

এবারের বৈশাখও যেন হুট করেই এলো ।
কোন মঙ্গল শোভাযাত্রা হয়নি।
বাঁশি কিংবা ভুভুজেলার কানফাঁটানোর আওয়াজে শ্রবণ শক্তি বিধ্বস্ত হয়নি।
তরুনরা পাঞ্জাবি পরেনি। তরুনীরা শাড়ি পরেনি।
খোঁপায় গুঁজেনি গাজরার ফুল।

লক ডাউনের বেড়াজাল ভেঙ্গে কেউ ঘরের বাইর হয়নি।
এমন বিষণ্ণ বিপণ্ণ বৈশাখ আর কখনো দেখিনি।
বুকের ভিতরটা হুহু করে কেঁদে উঠলো।
করোনা এসে থামিয়ে দিয়েছে জীবনের সকল মুখরতা, প্রাণের কোলাহল।
বাঙালি জাতি তথা গোটা মানবজাতির জীবনে এমন দুঃসময় আগে কখনো আসেনি।

বৈশাখের এই কাঠফাটা খরতাপ আর গুমোট বাতাসে এখন একটু বৃষ্টি চাই,
করোনা উপদ্রুত নগরে এখন চাই অবিরাম করুণাধারা।
তাই বৃষ্টির প্রার্থনায় অবনত মন।
ঝুম বৃষ্টির পর ধরিত্রীর বুকে হবে নতুন বীজের উদগীরণ।
বৃক্ষে গজাবে নতুন কিশলয়, বাতাসে দুলবে সজীব কচিপাতা। প্রকৃতিতে হবে নতুন প্রাণের সঞ্চার।

তাই এখন একটু শুধু বৃষ্টি চাই, প্রশান্তির বৃষ্টি।
আতঙ্কে কুঁকড়ে যাওয়া গৃহবন্দী মানুষ গুলো একটু স্বস্তি পাক।
ভবিষ্যতের আশায় বাঁচুক। জানি শেষ পর্যন্ত জয় হবে মানুষেরই।
আর্নেস্ট হেমিংওয়ের ‘দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’ উপন্যাসের একটি সংলাপ ‘মানুষ ধ্বংস হতে পারে, কিন্তু পরাজিত হয় না’।
তাই...
জানি কেটে যাবে করোনা কাল,
আসবেই একদিন নতুন সকাল//

সব বন্ধুকে নববর্ষের শুভেচ্ছা। :)

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৩

বিজন রয় বলেছেন: চিরদিন কাহারো সমান নাহি যায়।

নতুন বছরের শুভকামনা রইল।

১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৭

ঈশান মাহমুদ বলেছেন: আপনার প্রতিও শুভেচ্ছা এবং শুভ কামনা রইলো দাদা। :)

২| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৪

বিজন রয় বলেছেন: আপনি কি ব্লগে প্রতি বছর একটি করে লেখা পোস্ট করেন?

ব্লগে আপনি ৯ বছর, এই ৯ বছরে পোস্ট করেছেন ৯টি, তাই এই কথা বললাম।

১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৩

ঈশান মাহমুদ বলেছেন: ব্লগে আমি নিয়মিতই আছি। তবে পোস্ট খুব একটা দেই না। কিন্তু গত এক মাসে তিন-চারটি পোস্ট দিয়ে ফেলেছি।
ভাবছি এখন থেকে নিয়মিত লিখবো। যদিও বাংলা ব্লগ এখন পড়তির দিকে। অনেক 'জনপ্রিয়' 'সেরা' ব্লগারই এখন আর ব্লগে আসেন না। কারণ ব্লগিং করে যা পাওয়ার, হয়তো তারা সেটা পেয়ে গেছেন। ধন্যবাদ আপনাকে। :)

৩| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৫

বিজন রয় বলেছেন: ভাবছি এখন থেকে নিয়মিত লিখবো....... সুখবর! খুব খুশি হলাম। নিয়মিত হন কথা হবে।

কারণ ব্লগিং করে যা পাওয়ার, হয়তো তারা সেটা পেয়ে গেছেন........ একদন ঠিক বলেছেন।

১৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০০

ঈশান মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ। :)

৪| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: ৈশাখ নিয়ে ভাবছি। কিভাবে বেচে থাকব তাই নিয়েই ভাবছি।

১৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

ঈশান মাহমুদ বলেছেন: কোন অবস্থাই জীবন থেমে থাকেনা। জীবন বয়ে যায় জীবনের নিয়মে। একদিন কেটে যাবে অমাবস্যার ঘোর। আলো আসবেই।

৫| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:১৪

নেওয়াজ আলি বলেছেন: ভালোবাসা ও শুভ কামনা আপনার জন্য।

১৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

ঈশান মাহমুদ বলেছেন: ভালোবাসা পেয়ে ধন্য হলাম ভাই। আপনার জন্যও শুভ কামনা রইলো। :)

৬| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১০:১৬

চাঁদগাজী বলেছেন:


আপনার ব্লগিং'এর ১০ম বছরের অগ্রিম অভিনন্দন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.