![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অগোছালো মানুষ এক। মেয়ে অন্বেষা ও ছেলে রিশাদের প্রিয় বাবা এবং প্রিয়তমা স্ত্রীর ’অপদার্থ’ স্বামী। ;)
১.
মা বলে বউয়ের ভেড়া
বউ বলে বলদ
জানিনি কোথায় গলদ//
২.
আমার বউ
আমায় পেয়ে অভিভূত
আমি তার বশীভূত//
৩.
বউ আছে স্বর্গে
আমি তার সংগে থেকেও
আছি যেন মর্গে//
৪.
বউকে বলি-
আমি বাঁশি হই
তুমি সুর হও,
বউ বলে¬- দূর হও//
৫.
হায়রে আমার বরাত
বউয়ের মুখ যেন
স’মিলের করাত//
৬.
বউ আমার নাইস
কখনো হট
কখনো আইস//
৭.
বউকে বলি-
কম খাও হইও না আর মোটা
বউ বলে-
দিওনাতো ভাতের খোটা//
৮.
বউকে নিয়ে যাই চাইনিজে
আমাকে দেয় স্যুপের বাটি
ফ্রায়েড চিকেন খায় নিজে//
৯.
বউ আমার লক্ষী
আস্তে বকে
জানে না কাকপক্ষী
১০.
তবুও আছি বেশ
শুধু পাকছে মাথার কেশ//
পূনশ্চ: উল্লেখিত পংক্তি গুলো লেখকের অলস মস্তিষ্কপ্রসূত কাল্পনিক অনুভব মাত্র । কেউ নিজের দাম্পত্য জীবনের বাস্তবতার সঙ্গে এর মিল খুঁজে পেলে সে দায় একান্তই তার নিজের ।
১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১১:০৯
ঈশান মাহমুদ বলেছেন: মন্তব্যে প্রীত হলাম। অনেক ধন্যবাদ।
২| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
অনেক ভালো হইছে।
১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১১:১০
ঈশান মাহমুদ বলেছেন: অনেক ভালো হইছে। অনেক অনেক ধন্যবাদ এবং শুভ কামনা্।
৩| ১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৫৪
চাঁদগাজী বলেছেন:
বউ না'থাকলে হৃদয়ে থাকে না আনন্দ, কলমে আসে না ছন্দ।
১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১:৩৮
ঈশান মাহমুদ বলেছেন: ঠিক বলেছেন। বউ আছে বলেই কলমে ছন্দ এসেছে। হৃদয়ে কাব্য লেখার আনন্দ এসেছে। হা হা হা।
৪| ১৮ ই নভেম্বর, ২০২১ রাত ৩:৪১
নেওয়াজ আলি বলেছেন: কম খেলে খরচ কম হইবো বউও চিকন রইবো
১৮ ই নভেম্বর, ২০২১ সকাল ৭:৫৪
ঈশান মাহমুদ বলেছেন: হা হা হা। কেমন আছেন মহি ভাই?
৫| ১৮ ই নভেম্বর, ২০২১ সকাল ৮:১৪
এম এ কাশেম বলেছেন: বউ ভাল, জামাই ভাল
ভাল ভালবাসা
জামাইর লিখা বউ-কাব্য
হইছে কিন্তু খাসা।
১৮ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৩৯
ঈশান মাহমুদ বলেছেন: "বউ কাব্য" ভালো লেগেছে জেনে প্রীত হলাম। অনেক ধন্যবাদ।
৬| ১৮ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:৪৬
জগতারন বলেছেন:
বউ ছাড়া পুরুষোত্তম অর্থহীন (!)
১৮ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:২৭
ঈশান মাহমুদ বলেছেন: হা হা হা। ঠিক বলেছেন, বউ ছাড়া জীবন সত্যি ছন্নছাড়া।
৭| ১৮ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৫৪
জুল ভার্ন বলেছেন: খুব, খুব সুন্দর হয়েছে! +
১৮ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৩২
ঈশান মাহমুদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং শুভ কামনা ভাইয়া।
৮| ১৮ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো বউ কাব্য
১৮ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৩৭
ঈশান মাহমুদ বলেছেন: মন্তব্যে প্রীত হলেম। অনেক ধন্যবাদ।
৯| ১৮ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:০৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: ১০০% খাঁটি কথা।
১৮ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৪১
ঈশান মাহমুদ বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা।
১০| ১৮ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৮
হাসান জাকির ৭১৭১ বলেছেন: বাহ।
১৮ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৪২
ঈশান মাহমুদ বলেছেন: ♥️♥️♥️
১১| ১৮ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:১৮
ফুয়াদের বাপ বলেছেন: হাহা হিহি হাজার ইমুজি।
বউয়ের ভেড়া সব পাগলে,
বোকা বউ ভাবে-বলদ,
ভাবটা কিন্তু পুরষ চালাকী,
বাস্তবে পুরোটাই-গলদ।
বউ নিয়ে অনুকাব্যগুলো মজারু হয়েছে -
১৮ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৪৫
ঈশান মাহমুদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা।
১২| ১৮ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৫৭
নীল আকাশ বলেছেন: লেখা অনেক ভালো হয়েছে। প্রথমটা পড়েই লগইন করতে বাধ্য হলাম।
৫ এবং ৬ ফাটাফাটি।
১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১০:১৯
ঈশান মাহমুদ বলেছেন: মন্তব্যে প্রাণিত হলেম। অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা।
১৩| ১৯ শে নভেম্বর, ২০২১ রাত ১২:১৮
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে?
১৯ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৪৬
ঈশান মাহমুদ বলেছেন: আপনি একজন সিরিয়াস ব্লগার। সামু ব্লগে আপনার সক্রিয় পদচারণা সত্যি অনুকরণযোগ্য।
১৪| ১৯ শে নভেম্বর, ২০২১ রাত ১২:১৯
শায়মা বলেছেন: ভাইয়া ভাবীজিকে নিয়ে দেখি ঘোরেই আছো !
১৯ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৫৩
ঈশান মাহমুদ বলেছেন: হা হা হা, আমার একটি কবিতার লাইন আছে, 'তোমাকে দেখতে দেখতে ভোর হয়ে যায়, তবু ঘোর কাটে না।'
১৫| ১৯ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৫৭
শায়মা বলেছেন: ভোর আর ঘোর!
ভাইয়া ভাবিজী তো কদিন পরে মাইর দেবে তোমাকে।
বলবে ভোর হলো দোর খোলো
ঘোর কাটিয়ে বাজারে যাও, অফিস যাও...
১৯ শে নভেম্বর, ২০২১ রাত ১:২১
ঈশান মাহমুদ বলেছেন: অতঃপর... ভোর আর ঘোর নিয়ে আরো একটি স্বরচিত রম্য কবিতা।
দিবা স্বপ্ন//
সকালের রোদ গায়ে শুয়েছিলাম, আহা কি সুখ
’সুপ্রভাত’ বললো এসে এক রমণীয় মুখ
বাসি মুখে তার হাসি মুখ দেখে হলেম পাগলপরা
স্বর্গ থেকে নেমে এলো বুঝি এক অপূর্ব অপ্সরা
আমি স্বপ্নের মাঝে তাকে দেখে হয়ে গেলাম ফিদা
একটু ছুঁয়ে দেখবো কিনা করছিলাম দ্বিধা
হঠাৎ কনুইর এক গুঁতো এসে লাগলো পাঁজরে
চোখ মেলে রোজ দেখা মুখখানি দেখি আজও রে
বললেন তিনি, বেলা হয়েছে বাজারে কি যাবে না
দেরি করে বাজারে গেলে ভালো কিছুতো পাবে না
সহসা বাজারে যাওয়ার জন্য করি শয্যা ত্যাগ
হায় কোন শালা বানিয়েছে এই বাজারের ব্যাগ?
১৬| ১৯ শে নভেম্বর, ২০২১ রাত ২:০৮
শায়মা বলেছেন: হা হা ভাইয়া
ঠিকই বুঝতে পেরেছিলাম ঘোরে ছুটাই দেবেই দেবে ভাবিজী তোমার।
০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:১১
ঈশান মাহমুদ বলেছেন: ঘোরে-বেঘোরেই চলে যাচ্ছে দিন
তবু তার কাছে আমার অনেক ঋণ....হা হা হা।
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৪৯
রাজীব নুর বলেছেন: বউ কাব্য সুন্দর হয়েছে।