![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অগোছালো মানুষ এক। মেয়ে অন্বেষা ও ছেলে রিশাদের প্রিয় বাবা এবং প্রিয়তমা স্ত্রীর ’অপদার্থ’ স্বামী। ;)
মেয়ে, আমার ওপর ক্রাশ খেলে মানা করবো না
কিন্তু যেচে গিয়ে আমি তোমার, প্রেমে পড়বো না
নিবিড় হয়ে ফার্স্টফুডে বসে ফ্রায়েড চিকেন খাবো
বিলটা না হয় আমিই দিবো, বিনিময়ে কি পাবো?
আমার শার্টের বোতাম ছিঁড়লে টেনশন নিও না
কার সঙ্গে ছিলাম, জানতে চেয়ে পেইন দিও না
আমার ফোনে কল দিয়ে ব্যালেন্স চাওয়া বারন
ফোনটি রাতে বিজি পেলে খুঁজো না তার কারণ
বুকে ধরে রাখবো যে তোমায়, রাখবো ফেসবুকে
ফ্রেন্ড রিকোয়েস্ট দিবো না তোমার মেয়ে বন্ধুকে
আমার কোন মেয়েবন্ধুকে আমি হাইড করবো না
ছেলেবন্ধু থাকলেও তোমার মাইন্ড করবো না
দেখা হলেই হাগ করবো, ভাঙ্গবো তোমার লাজ
নিপুণ হাতে খুলবো তোমার যৌবন রেখার ভাঁজ
নিজেকে তুমি মেলে দিলে, আমিও দিব আরো
না পোষালে ব্রেকাপ নিয়ে কেটে পড়তে পারো
এইসব শর্তে রাজী হলেই করতে পারি প্রেম
নইলে মেয়ে রাস্তা মাপো, নেই কোন প্রবলেম//
২০ শে নভেম্বর, ২০২১ রাত ১২:১৯
ঈশান মাহমুদ বলেছেন: হা হা হা। ঠিক 'বিজ্ঞপ্তি' নয়, এটা আধুনিক প্রেমের সমীকরণ।
২| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৪৩
মরুভূমির জলদস্যু বলেছেন: দুই একটা নাউজুবিল্লাহ মন্তব্য পড়তে পারে।
২০ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৪৭
ঈশান মাহমুদ বলেছেন: আপনার মন্তব্যে পোস্ট লেখক ব্যাপক চিন্তিত।
৩| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ১:০০
রাজীব নুর বলেছেন: ভাই আজকাল আমার কোনো কিছুতেই হাসি আসে না।
২০ শে নভেম্বর, ২০২১ রাত ১:০৫
ঈশান মাহমুদ বলেছেন: আপনি তাহলে ভীষণ সিরিয়াস টাইপের মানুষ।
৪| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ২:৪৯
নেওয়াজ আলি বলেছেন: কীসের চোখে চোখ পড়লে হবেই প্রেম
২০ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:১৭
ঈশান মাহমুদ বলেছেন: কিসের চোখে ভাই! তাড়াতাড়ি বলেন। হা হা হা ।
৫| ২০ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৩১
মেহেদি_হাসান. বলেছেন: এই শর্ত বাংলাদেশীদের জন্য না
২০ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৩৭
ঈশান মাহমুদ বলেছেন: বর্তমানে বাংলাদেশে এটাই আল্ট্রা মডার্ন প্রেমের চালচিত্র।
৬| ২০ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:০৭
জুল ভার্ন বলেছেন: খুব দুক্কের কবিতা
২০ শে নভেম্বর, ২০২১ রাত ১১:২৬
ঈশান মাহমুদ বলেছেন: কঙ্কি বড়ো ভাই ! আপনার মুখে তো হাসি।
৭| ২০ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:০৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: এটার নাম প্রেম না লালসা। প্রেম কে সস্তা বানিয়ে ফেলা ঠিক না।
২০ শে নভেম্বর, ২০২১ রাত ১১:২৫
ঈশান মাহমুদ বলেছেন: আমি সস্তা বানাইনি ভাই। আধুনিক প্রেমের বাস্তব চালচিত্র তুলে ধরেছি মাত্র।
৮| ২১ শে নভেম্বর, ২০২১ রাত ৮:১৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার কথা বলিনি। আপনি বর্তমান সমাজের প্রেমের অবস্থার কথা বলেছেন এবং এটি একটি রম্য কবিতা।
২১ শে নভেম্বর, ২০২১ রাত ৮:৩৮
ঈশান মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ এবং শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০২১ রাত ১২:১৭
চাঁদগাজী বলেছেন:
এটাকে বিজ্ঞপ্তি হিসেবে দিলে, লাইন পড়ে যাবে।