নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ভাঙ্গাঘরে,তুমি এলেই ভালোবাসা বৃষ্টিহয়ে ঝরে

ঈশান মাহমুদ

আমি অগোছালো মানুষ এক। মেয়ে অন্বেষা ও ছেলে রিশাদের প্রিয় বাবা এবং প্রিয়তমা স্ত্রীর ’অপদার্থ’ স্বামী। ;)

ঈশান মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

কিছু \'অনু-কবিতা\'

২১ শে নভেম্বর, ২০২১ রাত ৮:৪৩


১.
আমার জীবনে তোমার ভূমিকা খুবই অল্প
তুমি উপন্যাস হতে পারতে হলে ছোট গল্প//
২.
আমার পথের শেষে দাঁড়িয়ে আছ তুমি
তোমার পরে কেউ নেই শুধু মরুভূমি//
৩.
আমাকে ছুঁতে কেন এতো জ্বালাতন
ছুঁয়ে দেখ পারো যদি ছুঁয়ে দেখ মন//
৪.
এতো যদি ভয় করিস তুই নিন্দুকে
ভালোবাসা জমিয়ে রাখিস সিন্দুকে//
৫.
বন্ধু যদি নাই বা হলে প্রিয় শত্রু হইও
চক্ষুশূল হয়ে না হয় চোখের মাঝে রই//
৬.
আনমনে হাঁটি আমি উদাস পথের বাঁকে
মনে হয় কেউ যেন নাম ধরে ডাকে//
৭.
আমার ভিতর চুপি চুপি কতো কিছু ঘটে
তুমি যখন কাছেই থাকো থাকো দৃশ্যপটে//
৮.
সম্পর্ক নিবিড় হোক হোক অনুরাগ
প্রেম দিয়ে মুছে দিবো কষ্টের দাগ//
৯.
আসতে চাইলে এসো দরজা খোলা আছে
তোমার জন্য কিছু ভালোবাসা তোলা আছে//
১০.
হারিয়ে গেছ তুমি সহস্র মানুষের ভিড়ে
আমি স্বপ্ন ভাঙ্গার শব্দ শুনি বুকের গভীরে//


মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৩১

নেয়ামুল নাহিদ বলেছেন: প্রথম দুইটা অতুলনীয়।

২১ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৩৩

ঈশান মাহমুদ বলেছেন: মন্তব্যে প্রীত হলেম। আনেক ধন্যবাদ। :)

২| ২২ শে নভেম্বর, ২০২১ রাত ১২:২০

ঢাকার লোক বলেছেন: সুন্দর লিখেছেন! প্রথম স্তবকটি এক কথায় দারুন!!

২২ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৩২

ঈশান মাহমুদ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। :)

৩| ২২ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৫০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২২ শে নভেম্বর, ২০২১ সকাল ৭:২৪

ঈশান মাহমুদ বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.