নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ভাঙ্গাঘরে,তুমি এলেই ভালোবাসা বৃষ্টিহয়ে ঝরে

ঈশান মাহমুদ

আমি অগোছালো মানুষ এক। মেয়ে অন্বেষা ও ছেলে রিশাদের প্রিয় বাবা এবং প্রিয়তমা স্ত্রীর ’অপদার্থ’ স্বামী। ;)

ঈশান মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

ডিজিটাল প্রেম বনাম ক্লাসিক প্রেম

০৮ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৫৫




তোমার আমার পুরোন দিনের প্রেম
বাংলা সিনেমার মতো সস্তা ছিল ভারি।
পার্কে বসে ফুসকা কিংবা চীনেবাদাম খাওয়া
এক/দুই দিন দেখা না হলেই অভিমান কিংবা আড়ি।

এক নজর তোমাকে দেখার লাগি,
গলির মুখে দাঁড়িয়ে থাকতাম একা
জানালার ফাঁকে কিংবা বেলকনিতে এসে
কখন এক পলক দিয়ে যাবে দেখা

ফোনে একটু কথা বলার জন্য,
কয়েন বক্সের কিউতে দাঁড়িয়ে থাকা।
হলের ভিতর কল পাঠিয়ে মনে হতো যেন
ঘুরছে নাতো সময়ের চাকা।

ডাক পিয়নের সাইকেলের টুংটাং
শুনেই দরজায় দিতাম ছুঁট
তোমার পাঠানো দীর্ঘ চিঠিটিকে
মনে হতো যেন ছোট্ট চিরকূট
তারপর নাওয়া খাওয়া ভুলে
ভাবনার দুয়ার খুলে
চিঠির উত্তর লিখতে বসা

এসব এখন পানসে হয়ে গেছে
এ্ যুগে কি আর বলো এসব জমে!
তাই ব্যাকডেটেড এই বস্তাপঁচা ক্লাসিক প্রেম
চলো বিক্রি করে দেই বিক্রয় ডট কমে।

তারপর দুজনে বসে কোন কফি শপে
কামড় দিতে দিতে চিকেন চপে
চলো আল্ট্রা মডার্ন প্রেমের নকশা আঁকি
কিংবা ফার্স্ট ফুডের আলো আধাঁরীতে বসে
গ্রিল খেতে খেতে দেখি হিসেব কষে
কতোটা হবে নগদ লেন-দেন কতোটা থাকবে বাকি

কোল্ড কফির ওয়ানটাইম গ্লাসে
চমুক দেয়ার ফাঁকে
ডোন্ট মাইন্ড ডিয়ার
একটুখানি হাত বুলালাম সুতনু দেহের বাঁকে
ইচ্ছা করলে তুমি কাছে আসতে পারো আরো
ইচ্ছে না করলে নির্দ্বিধায় ব্রেক আপও নিতে পারো
তোমার ইচ্ছের কাছে তুমি স্বাধীন
আমরা দুজনেই এডাল্ট, দূরন্ত বাঁধনহীন
তাই চলো আরেকটু সংলগ্ন হই, ঠোঁটে ঠোঁট ভিজাই
আরো বেশী উষ্ণতা পেতে চলো 'লিটনের ফ্ল্যাটে যাই

অথবা পানপাত্রে চুমুক দিয়ে জগৎ-সংসার ভুলে
বুঁদ হয়ে ভিডিও চ্যাটে পরস্পরকে দেখি খুলে
কে আমাদের আটকাবে বলো, কে যে দিবে বাঁধা
আমরা দুজনেই এডাল্ট তোমার সমস্যা কি দাদা?//

ছবিঃগুগল থেকে সংগৃহীত//

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:০৩

জুল ভার্ন বলেছেন: চমতকার!!! :D

০৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩১

ঈশান মাহমুদ বলেছেন: মন্তব্যে প্রীত হলেম। অনেক ধন্যবাদ বড়ো ভাই। :)

২| ০৮ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: আমাদের কোনো সমস্যা নেই। শুধু খেয়াল রাখবেন পকেট যেন ফুটো না হয়। কোন প্রতারকের খপ্পরে যেন না পড়েন। এখনকার অনেক মেয়ে প্রয়োজন শেষে ছুড়ে ফেলে দেয়। অবশ্য ছেলেরাও করে।

০৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩৪

ঈশান মাহমুদ বলেছেন: এখনকার প্রেম, গিভ এন্ড টেক। দিবে আর নিবে, মিলবে মিলাবে। তাই দিন শেষে দুজনের জিত, অথবা দুজনেরই হার। কেউ ফতুর হলে, বা বঞ্চিত বোধ করলে সে আসলে বোকা। ;)

৩| ০৮ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: প্রেম ভালোবাসা করা ঠিক না।

০৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩৬

ঈশান মাহমুদ বলেছেন: হুম, বেশী বেশী ভালোবাসা ঠিক না। অল্প ভালোবাসো, বেশী ফায়দা নাও। এটাই এ যুগের প্রেম। হা হা হা। :)

৪| ০৮ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৪৬

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: বাহ! অতি বাস্তব!

০৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩৭

ঈশান মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ এবং শুভ কামনা। :)

৫| ০৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:০৭

খায়রুল আহসান বলেছেন: "ডিজিটাল প্রেম বনাম ক্লাসিক প্রেম" এর তুলনামূলক বর্ণনাটা ভালো হয়েছে। তবে ক্লাসিক তো ক্লাসিকই।

০৯ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫০

ঈশান মাহমুদ বলেছেন: মন্তব্যে প্রাণিত হলাম। অনেক ধন্যবাদ। :)

৬| ০৯ ই ডিসেম্বর, ২০২১ রাত ২:৪৪

নেওয়াজ আলি বলেছেন: আহ ,মজার লেখা

০৯ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৯:০০

ঈশান মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ মহী ভাই। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.