![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অগোছালো মানুষ এক। মেয়ে অন্বেষা ও ছেলে রিশাদের প্রিয় বাবা এবং প্রিয়তমা স্ত্রীর ’অপদার্থ’ স্বামী। ;)
আমি না হয় মন্দ ছেলে
অগোছালো বাউন্ডুলে
তবু কেন উতলা হোস
আমার গায়ের গন্ধ পেলে
বেনী ধরে টান দিলেই
ইতর অসভ্য বলে যাস
কুসুম কুসুম আদর পেলে
মোমের মতো গলে যাস
মন্দ ছেলের সঙ্গ পেতে
যত্ন করে পাতিস ফাঁদ
তার অধরে ওষ্ঠ রেখে
চোখ মুদে নিস নোনতা স্বাদ
আমি না হয় মন্দ ছেলে
অগোছালো বাউন্ডুলে
তবু কেন উৎকীর্ণ হোস
আমার পায়ের শব্দ পেলে
মন্দ ছেলে জেনেও তবু
বিলি কাটিস নষ্ট চুলে
লোক নিন্দা ভুলে গিয়ে
নিজেকে ঠিকই দিসতো খুলে
একটু খানি ছুঁয়ে দিলেই
রঙ লাগে তোর চিবুকে
লজ্জা শরমের মাথা খেয়ে
লুটিয়ে পড়িস এই বুকে
আমি না হয় মন্দ ছেলে
আমার প্রেমে বিষ
মন্দ ছেলের নষ্ট প্রেমে
কেনো পুড়িস অহর্নিশ?
২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩১
ঈশান মাহমুদ বলেছেন: মন্তব্যে প্রীত হলাম। অনেক ধন্যবাদ বড়ো ভাই।
২| ২৭ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০২
রবিন.হুড বলেছেন: চমৎকার
২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩২
ঈশান মাহমুদ বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা রইলো।
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:০৫
জুল ভার্ন বলেছেন: কী অসাধারন সুন্দর করে লিখেছো! +