![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অগোছালো মানুষ এক। মেয়ে অন্বেষা ও ছেলে রিশাদের প্রিয় বাবা এবং প্রিয়তমা স্ত্রীর ’অপদার্থ’ স্বামী। ;)
তুই যে ভীষণ আদর পাগল
একটু অভিমানী
তোর রাত্রি শেষের
না বলা সব গল্প আমি জানি
আলতো করে চিবুক ছুঁলেই
গোপন কথা বলিস
অধর দিয়ে ওষ্ঠ ছুঁলেই
মোমের মতো গলিস
যদি মুখ ফিরিয়ে নেই কখনো
জলে ভরে আঁখি
প্রণয় চোখে তাকালে আবার
আদর মাখামাখি
ভালোবেসে কাছে টানলে
জগত-সংসার ভুলে
দ্বিধা সংশয় পাশে রেখে
নিজেকে দিস খুলে
আমাকে তুই জাগিয়ে তুলিস
দিনে কিংবা রাতে
শার্টের বোতাম ছিঁড়ে ফেলিস
বেপরোয়া হাতে
আমার বক্ষ জুড়ে প্রণয় চিহ্ন
শাদা শার্টে দাগ
রন্দ্রে রন্দ্রে মিশে যায় তোর
মিষ্টি অনুরাগ
তুই যে ভীষণ আবেগ প্রবণ
একটু অন্যরকম
তোকে যদি আঘাত করি
নিজেই পাই জখম
আমাকে তুই মায়ার হাতে
শক্ত করে বাঁধিস
বুকের মাঝে মাথা রেখে
উজাড় হয়ে কাঁদিস//
___________________________
০১ লা জানুয়ারি, ২০২২ বিকাল ৩:১০
ঈশান মাহমুদ বলেছেন: হা হা হা, ঠিক বলেছেন। অনেকটা তাই।
২| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:২৩
জুল ভার্ন বলেছেন: বাব্বা! বছর শেষে কী প্রেম!+
০১ লা জানুয়ারি, ২০২২ বিকাল ৩:১১
ঈশান মাহমুদ বলেছেন: প্রেমের কোন সময়-অসময় নাই বড়ো ভাই।
৩| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৫২
তারেক_মাহমুদ বলেছেন: মিষ্টি প্রেমের ছড়া, ছবিটা দারুণ রোমান্টিক। হ্যাপি নিউ ইয়ার
০১ লা জানুয়ারি, ২০২২ বিকাল ৩:১২
ঈশান মাহমুদ বলেছেন: মন্তব্যে প্রীত হলাম। অনেক ধন্যবাদ। আপনাকেও শুভেচ্ছা।
৪| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:১৪
নূর আলম হিরণ বলেছেন: হ্যাপি নিউ ইয়ার।
০১ লা জানুয়ারি, ২০২২ বিকাল ৩:১৩
ঈশান মাহমুদ বলেছেন: হ্যাপি নিউ ইয়ার।
৫| ০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৮:৫০
জগতারন বলেছেন:
উপরের ছবিটি দারুন সুন্দর।
ছবিটি কি এই কবিতা লিখক ও তার প্রেমিকার ?
উত্তর দিবেন আশা করছি !
কবিতা ভাল লেগেছে, লাইক দিলাম।
০১ লা জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২২
ঈশান মাহমুদ বলেছেন: ছবিটি লেখকের বউ বা প্রেমিকার নয়। জাস্ট নেট সার্চ দিয়ে সংগ্রহ করা। লাইক পেয়ে ধন্য হলাম। অনেক ধন্যবাদ ভাই।
৬| ০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার ! কবিতা আর ছবি দুটিতেই লাভ রিয়েক্ট দিলাম।
০১ লা জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২৫
ঈশান মাহমুদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনার প্রতিও ভালোবাসা রইলো।
৭| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
০২ রা জানুয়ারি, ২০২২ রাত ১১:৪৬
ঈশান মাহমুদ বলেছেন: মন্তব্যে প্রীত হলাম। অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:১৩
সোবুজ বলেছেন: পুরুষের চোখে নারীকে দেখা।