নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ভাঙ্গাঘরে,তুমি এলেই ভালোবাসা বৃষ্টিহয়ে ঝরে

ঈশান মাহমুদ

আমি অগোছালো মানুষ এক। মেয়ে অন্বেষা ও ছেলে রিশাদের প্রিয় বাবা এবং প্রিয়তমা স্ত্রীর ’অপদার্থ’ স্বামী। ;)

ঈশান মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

আমার স্ত্রী \'অভিভূত\', আমি তাঁর বশীভূত

০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:০৮


সংসারের ঘানি
নিত্য আমি টানি
হঠাৎ একদিন
বুকে চিনচিন।

যাই ডাক্তারের কাছে
বলেন, হাঁপানি কি আছে
কিংবা গ্যাস্টিক?
বলি, জানিনা সঠিক।

তাহলেতো হৃদরোগ
কপালে আছে দুর্ভোগ!
খুবই জটিল ব্যারাম
করুন এনজিওগ্রাম।

ঘরে বসে বিশ্রাম
খেলুন লুডু কিংবা ক্যারাম,
উত্তেজনা রক্তচাপের কারণ
তাই ঝগড়াঝাটি বারণ।

স্ত্রীর সঙ্গে সমঝে চলুন
তাঁর সঙ্গে কথা কম যে বলুন।
তিনি যদি কড়াও হোন
অহেতুক চড়াও হোন,

আপনি থাকুন শান্ত।
তিনি যদি শুরু করেন
সরি বলে তাড়াতাড়ি
আপনি দিন ক্ষান্ত।


খাওয়া-দাওয়ায় সাবধান
ভাজা-পোড়া কম খান।
খাবেন না খাসী, খাবেন না গরু
নিয়মিত হাঁটাহাঁটি করে দিন শুরু।

মেনে চললে এই উপদেশ
ভালো থাকবেন, থাকবেন বেশ
করবে না বুকে চিন চিন
বাঁচবেন আপনি বহুদিন

ডাক্তারের কথা শুনে
এখন কথা বলি গুনে গুনে।
স্ত্রীর সব কথায় হা বলি
তাঁর মনের মতো চলি।

বাঁচতে চাই বহুদিন
তাই এখন পরাধীন
তাঁর হাতে নাটাই
কেমনে তাঁরে ঘাটাই!

তাই স্ত্রী এখন অভিভূত
আমি তার বশীভূত/

ফান পোস্ট//

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:৩১

জুল ভার্ন বলেছেন: এতোদিনে লাইনে এসেছো! =p~

০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:২৭

ঈশান মাহমুদ বলেছেন: বউ আমার ফাইন
তাঁর কথাই আইন

বউ যা বলে তা-ই সই
কোন সাহসে অবাধ্য হই !

তাঁর হাতে নাটাই
কেমনে তারে ঘাটাই? ....হা হা হা। =p~ =p~ =p~

২| ০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:০১

জটিল ভাই বলেছেন:
বুঝলাম বউরে বড্ড ডরেন,
যদি শাক দিয়ে মাছ ঢাকেন =p~

০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৩২

ঈশান মাহমুদ বলেছেন: সে যতোই করুক বড়াই
আমি তারে ডরাই?
সে যদি জ্বলন্ত উনুন
আমি তবে উত্তপ্ত কড়াই। ...হা হা হা। =p~ =p~ =p~

৩| ০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:১২

ডঃ এম এ আলী বলেছেন:



চমৎকার হয়েছে দিক
নির্দেশনামুলক ছড়াটি,
ছন্দের মিল হয়েছে দারুন,
ছড়াটি যৌক্তিকভাবে
এগিয়ে গেছে সন্মুখপানে,
সঠিকভাবে মেনে চললে
দির্ঘায়ু অবশ্যই হবেন ।

শুভেচ্ছা রইল

০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৩৩

ঈশান মাহমুদ বলেছেন: আপনার মন্তব্যে অত্যন্ত প্রাণিত হলাম। অনেক ধন্যবাদ এবং শুভ কামনা রইলো। =p~

৪| ০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৪৭

খায়রুল আহসান বলেছেন: 'ফান-পোস্ট' হিসেবে কবিতাটি উৎরে গেছে।

মুখরা রমণী বশীকরণের মূল উপায়
নাটাই তার হাতে রেখে ওড়া হাওয়ায়।

০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৫৫

ঈশান মাহমুদ বলেছেন: জানিনাতো ভাই আমি
দাম্পত্যের সঠিক সমীকরণ
কি করে যে করতে হয়
'মুখরা রমণী বশীকরণ'...হা হা হা। =p~ =p~ =p~

৫| ০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:২৫

ইসিয়াক বলেছেন: বাহ! বেশ মজার!!¡!

০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১:০৭

ঈশান মাহমুদ বলেছেন: মন্তব্যে প্রীত হলাম। অনেক ধন্যবাদ।

৬| ০৭ ই জানুয়ারি, ২০২২ রাত ২:৩৮

নেওয়াজ আলি বলেছেন: অতুলনীয় কাব্য ।

০৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৫৯

ঈশান মাহমুদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং শুভ কামনা ভাই। ভালো থাকবেন, আমার প্রত্যাশার চেয়েও বেশী। :)

৭| ০৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:০৭

জগতারন বলেছেন:
সুন্দর !

০৭ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:০১

ঈশান মাহমুদ বলেছেন: মন্তব্যে প্রীত হলাম। অনেক ধন্যবাদ। :)

৮| ১৩ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৫৭

ফারহানা শারমিন বলেছেন: ফান পোস্ট। ভালোই ফান নিলাম।

৯| ১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:০২

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! দারুণ উপভোগ্য হয়েছে। ভাগ্যিস বুকে চিনচিন ব্যথা উঠেছিল... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.