নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ভাঙ্গাঘরে,তুমি এলেই ভালোবাসা বৃষ্টিহয়ে ঝরে

ঈশান মাহমুদ

আমি অগোছালো মানুষ এক। মেয়ে অন্বেষা ও ছেলে রিশাদের প্রিয় বাবা এবং প্রিয়তমা স্ত্রীর ’অপদার্থ’ স্বামী। ;)

ঈশান মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নে রমণীয় মুখ, অতঃপর...পাঁজরে কনুইয়ের গুঁতা

০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:১৮


সকালের রোদ গায়ে শুয়েছিলাম, আহা কি সুখ
’সুপ্রভাত’ বললো এসে এক রমণীয় মুখ
বাসি মুখে তার হাসি মুখ দেখে হলেম পাগলপরা
স্বর্গ থেকে নেমে এলো বুঝি এক অপূর্ব অপ্সরা
আমি স্বপ্নের মাঝে তাকে দেখে হয়ে গেলাম ফিদা
একটু ছুঁয়ে দেখবো কিনা করছিলাম দ্বিধা

হঠাৎ কনুইর এক গুঁতো এসে লাগলো পাঁজরে
চোখ মেলে রোজ দেখা মুখখানি দেখি আজও রে
বললেন তিনি, বেলা হয়েছে বাজারে কি যাবে না
দেরি করে বাজারে গেলে ভালো কিছুতো পাবে না
সহসা বাজারে যাওয়ার জন্য করি শয্যা ত্যাগ
হায় কোন শালা বানিয়েছে এই বাজারের ব্যাগ?

#ফান পোস্ট

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:২৭

জুল ভার্ন বলেছেন: ফান পোস্ট হলেও কবিতাটাই যেনো শীতের সকালের সোনাঝড়ানো রোদ! +

০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৭

ঈশান মাহমুদ বলেছেন: জুল ভার্ন বলেছেন: ফান পোস্ট হলেও কবিতাটাই যেনো শীতের সকালের সোনাঝড়ানো রোদ! + [/sb
উৎসাহমূলক মন্তব্য পেয়ে ধন্য হলাম বড়োভাই। :)

২| ০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: লক্ষণ ভালো না। বুঝতে পারলে বউ তো ঠেঙানি দেবে।

০৮ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:৩০

ঈশান মাহমুদ বলেছেন: স্বপ্ন জগত, সেখানে আমার একচেটিয়া রাজত্ব এবং পূর্ণ স্বাধীনতা বিদ্যমান। বউয়ের সেখানে প্রবেশাধিকার নেই। তবে এমন স্বপ্নের কথা বউকে বললে ঠেঙানি নিশ্চিত। =p~

৩| ০৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বাস্তবতা!

০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৪২

ঈশান মাহমুদ বলেছেন: হা হা হা, স্বপ্ন এবং বাস্তবতা সব সময় সাংঘর্ষিক। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.