নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ভাঙ্গাঘরে,তুমি এলেই ভালোবাসা বৃষ্টিহয়ে ঝরে

ঈশান মাহমুদ

আমি অগোছালো মানুষ এক। মেয়ে অন্বেষা ও ছেলে রিশাদের প্রিয় বাবা এবং প্রিয়তমা স্ত্রীর ’অপদার্থ’ স্বামী। ;)

ঈশান মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

নিষিদ্ধ প্রেমের খাম

১০ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:২১


#কিঞ্চিৎ-১৮


কবির ঠোঁটে চুমু ছিল
তোমার ছিল লজ্জা রাঙা গাল,
কবি লাজুক ঠোঁটে এঁকে দিল
রোদেলা সকাল।

কবির হৃদয়ে প্রেম ছিল
তোমার বুকে শিহরণ
ঝিনুক চিবুকে কবি দেখেছিল
প্রেমের বিজ্ঞাপন

কবির চোখে নেশা ছিল
তোমার চোখে ছিল কাম,
কবি আলতো করে খুলেছিল
নিষিদ্ধ প্রেমের খাম।

কবির কাছে কলম ছিল
ছিলো যা প্রয়োজন সবই তা
তন্বী দেহে কবি লিখেছিল
অশুদ্ধ প্রেমের কবিতা

তোমার দেহে উষ্ণতা ছিলো
কবির দেহে কাঁপন
তোমাকে ছুঁয়ে কবি করেছিলো
শীতার্ত রাত যাপন//
___________________

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শীতে যথার্থ একখান উষ্ণ কাব্য পাঠ করিয়া পুলকিত হইলুম।+++

১১ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪১

ঈশান মাহমুদ বলেছেন: পুলকিত হয়েছেন জেনে আনন্দিত হলাম।

২| ১১ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৯

জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর!!!

১১ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:৩৩

ঈশান মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ এবং শুভ কামনা বড়ো ভাই। :)

৩| ১১ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:০৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

দুষ্টু কবি। :)

৪| ১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:২২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.