নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঈশান আরেফিনের আসর

ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে......ও বন্ধু আমার...

ঈশান আরেফিন

ঈশান আরেফিন › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক আর আমার জীবন......

১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১



আমি ফেসবুক চালাই ২০০৯ সাল থেকে, অর্থাৎ যখন আমি ক্লাস নাইনে পড়ি তখন থেকে। এস.এস.সি. পাস করলাম ২০১১ সালে, লোকে যাকে ভাল ফলাফল বলে চালায়, গোল্ডেন এ+, সেটিই পেলাম। কিন্তু পরীক্ষার সময়ও এক দিনের জন্যও ফেসবুক কে ছাড়তে পারি নি। এরপর ভর্তি হলাম বাংলাদেশ এর সবচাইতে ঐতিহ্যবাহী কলেজ (ঐতিহ্য এখন ম্রিয়মান), ঢাকা কলেজ এ।



ঢাকা কলেজ এ ভর্তি হয়েই মনে হল দেহে নতুন দুটি অঙ্গ জন্মেছে, যার নাম ডানা। ডানায় ভর করে উড়ে বেড়াতে লাগলাম, পড়াশোনা নামক যে একটা বস্তু আছে তাই ভুলে গেলাম। কলেজ যেতাম, কোন ক্লাস করতাম না, শুধু আড্ডা আর ঘোরাঘুরি। আমার ঢাকা কলেজ এর জীবন সম্পর্কে আগে একটা পোস্ট করেছিলাম এইযে এটি দেখলে আমার কলেজ জীবন সম্পর্কে কিছুটা ধারনা পেতে পারেন।



এবার মুল প্রসঙ্গে আসি। জীবন ধ্বংস করার আরেকটি মোক্ষম অস্ত্র আমার হাতেই ছিল, যার নাম ফেসবুক। প্রতিদিন ফেসবুক এ বসতাম, যেভাবে নেশাগ্রস্থরা নেশা করে ঠিক সেভাবেই। এটি আমার নেশা হয়ে গিয়েছিল। খাবার সময়, এমনকি বাথরুম এ গেলেও ফেসবুক আমার সাথেই থাকত, মোবাইল আছে না। কম্পিউটার, মোবাইল উভয় মাধ্যমেই চলতো ফেসবুক লীলা। ফেসবুক লীলা মানে কি জানেন? মেয়েদের সাথে সারাদিন চ্যাটিং এ পড়ে থাকা, হাবিজাবি গেম খেলা ইত্যাদি। এভাবে পড়াশোনা যা জানা ছিল তাও ভুলে যেতে বসলাম, মা বাবার স্বপ্ন ধূলিসাৎ করতে উঠে পড়ে লাগলাম।

আমি কবিতা লিখি, কিন্তু ফেসবুক নেশায় কবিতাও আমার কাছে মরীচিকা হয়ে পড়েছিল। শেষমেশ গত বছরের শেষ দিন আমার বোধোদয় হল, ফেসবুক ডিঅ্যাক্টিভ করলাম। করার সময় যে আমার কি কষ্ট হয়েছি টা বর্ণনাতীত, নেশা গ্রস্থদের নেশাদ্রব্য ত্যাগ করতে যে কষ্ট হয় ঠিক সেরকম।



এপ্রিল মাসে আমার এইচ.এস.সি পরীক্ষা। সময় খুবই কম, তবে এখন পড়ালেখা শুরু করেছি, ফেসবুক বন্ধ করায় আবার নতুনভাবে নিজেকে খুঁজে পেয়েছি, চেষ্টা করছি ভাল কিছু করবার। জানি আমাকে ভাল কিছু করতে হলে সত্যিই এখন অনেক কষ্ট করতে হবে,তবে আমি এবার দৃঢ় প্রতিজ্ঞ.........

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪

ঝোড়া বলেছেন: শুভ কামনা

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮

ঈশান আরেফিন বলেছেন: ধন্যবাদ

২| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৪

একজন ঘূণপোকা বলেছেন: শুভ কামনা

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮

ঈশান আরেফিন বলেছেন: ধন্যবাদ

৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১১

আল মামুনুর রশিদ বলেছেন: amare dia deta tumar id ta. chalaiya ditan

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯

ঈশান আরেফিন বলেছেন: এহ......দিমু নাহ :-/

৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩

তারান্নুম বলেছেন: শুভ কামনা

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯

ঈশান আরেফিন বলেছেন: ধন্যবাদ

৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯

পিপাসুক বলেছেন: অনেকটা আপনার মতই অবস্থা আমার :( সামনে পরীক্ষা কিচ্ছু পারি না এমন কি বই ও টাচ করি না :(

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫

ঈশান আরেফিন বলেছেন: বই টাচ দেন......মানুষ আপ্নেরে ভালা পাইব ......

৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১২

দুর্বার বলেছেন: Tomar jonne shuvo kamona roilo vaiya. Arekte Golden A+ upohar daw sobaike. :)

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯

ঈশান আরেফিন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.