![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃসঙ্গ বালক
ঈশান আরেফিন
কুয়াশা আছে, আছে মাতাল পবন।
তার মাঝে এক নিঃসঙ্গ বালক,
নিরাশ চোখ তার, রক্তশূন্য মন,
রিক্ত হাতে দাঁড়িয়ে রয়েছে অপেক্ষায়।
তোমরা কি কেউ এনে দিবে তাকে-
হাজার জোছনার হাসি?
তোমরা কি কেউ শোনাবে তাকে-
বেঁচে থাকার গান?
তোমরা কি কেউ বলবে তাকে-
এই জীবন বড়ই মধুর।
কোনদিন যদি চন্দ্রকন্যা আসে,
ছেলেটির ঠোঁটে আঁকে
ভালবাসাময় চুম্বন।
তবেই সে বাঁচবে,
আবার বুনবে সুখের স্বপন।
ছেলেটি জানে,
বেঁচে থাকা যে অপার আনন্দের,
তাই সে রয়েছে অপেক্ষায়......
২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১০:১৬
ঈশান আরেফিন বলেছেন: অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১০:০৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো