নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগবাড়িতে আপনাকে স্বাগতম...

হেজাজের কাফেলা

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র..

হেজাজের কাফেলা › বিস্তারিত পোস্টঃ

মাটির ঘর

২১ শে জুলাই, ২০১৩ ভোর ৬:২৩

তার বাড়িটি ছিলো কাচা, মাটির তৈরি।

পাকা দালান কোটা তার বাড়িতে ছিলো না।

বর্ষার সময় ঘরের মধ্যে পড়ত বৃষ্টির পানি। নরম

হয়ে যেত মাটির দেয়াল। প্রতি বছর

তাকে বাড়িঘরে কিছু কিছু মেরামতের কাজ করাতে হতো।তার ছিলো এক যোগ্য ও গুণি ছাত্র।

সে এই অবস্থা দেখে একদিন বললো,উস্ত্তাদজী!

প্রত্যেক বছর আপনি বাড়ি মেরামত করান।

এভাবে বছর বছর টাকাও খরচ হয়,সময়ও নষ্ট হয়।

পাকা বাড়ি বানিয়ে ফেললেইতো সমস্যা শেষ

হয়ে যাই।আল্লাহতাআলা আপনাকে এতুকু সামর্থ্য তো দিয়েছেন। এটা করলে প্রতি বছর খরছ

করা থেকেও বেচে যাবেন।,

গুনি ছাত্রের কথা শুনে উস্তাদ বললেন ' বাহ!

তুমি কত বুদ্ধির কথা বললে।

আমি তো সারাটা জীবন পার করে দিলাম।

বুড়ো হয়েগেলাম।এখোনও বিষয়টা বুঝতে পারলাম না।,

উস্তাদের মুখে বারবার এ

কথাগুলো শুনে বুদ্ধিমান ছাত্রটি লজ্জিত

হয়ে বললো, কথাগুলো আসলে আমি এজন্য

বলেছি যে, পাকা বাড়ি না বানানোর

মাঝে যদি কোনো হেকমত থাকে,তাহলে সে কারণটি সম্পর্কে আমিও

জানতে পারতাম।

উস্তাদ তখন বললেন, ، এসো,আমি তোমাকে বলছি।,

এ কথা বলে ছাত্রের হাত ধরে তাকে নিজের

বাড়ির দরজায় নিয়ে এসে বললেন, দেখ তো এই

গলির ডানে- বায়ে,সামনে- পিছনে কোথাও কোনো পাকা বাড়ি তোমার নজরে পড়ে কি না?

ছাত্র বললো, জী না।

এর্পর উস্তাদ বললেন, আমার সব প্রতিবেশীর

বাড়ি কাচা,মাটির দেয়ালের।এই

গলিতে একা আমার

বাড়িটি পাকা করে বানালে সেটা কি ভালো দেখাবে? আমারতো সামর্থ্য নেই যে, প্রত্যেক

প্রতিবেশীর বাড়ি পাকা করে দেবো। এ জন্য

আমার বাড়িটিও আমি পাকা বানাইনি, যেন

আমার প্রতিবেশীরা, মনোকস্টে না ভুগে।,

এই গল্পের উস্তাদ ছিলেন দারুল উলুম

দেওবান্দের প্রখ্যাত উস্তাদ মাওলানা সাইয়েদ আসগর হোসাইন রাহঃ আর ছাত্রটি ছিলেন

পাকিস্তানের মুফতীয়ে আযম মুফতী মুহাম্মদ

শফী রাহঃ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৬:২৮

হেজাজের কাফেলা বলেছেন: goood

২| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৪

সালাহউদ্দীন জাহাঙ্গীর বলেছেন: সুন্দর হয়েছে। ধন্যবাদ।

৩| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫১

হেজাজের কাফেলা বলেছেন: আপনাকেও ধন্যবাদ..… দোআ করবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.