নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগবাড়িতে আপনাকে স্বাগতম...

হেজাজের কাফেলা

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র..

হেজাজের কাফেলা › বিস্তারিত পোস্টঃ

প্রধানমন্ত্রীর ভাষন এবং একজন দোকানী

১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৪

কয়েকদিন আগ থেকে ভিবিন্ন টিবি চ্যানেল,পত্র- পত্রিকা,ফেইসবুক অনলাইন নিউজ ইত্যাদিতে প্রচার করা হয়েছিল।যে, শুক্রবার ( গতকাল সন্ধ্যায়) প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে বক্তব্য দিবেন।আর এ নিয়ে রাজনৈতিক দল এবং জনগনের আলাপ- আলোচনাও কম নয়।

অবশেষে সব কল্পনা জল্পনা শেষে শুক্রবার সন্ধ্যা হল।

আমাদের বাজারে কয়েকটি দোকানে টিবি ছিলো।আমরা কয়েকজন মিলে গেলাম বাজারে।

যেহেতু প্রধানমন্ত্রী ভাষন দিবেন,জাতি হিসেবেতো শোনা প্রয়োজন।

যোয়ার পর দেখলাম,দোকানগুলোর অবস্থা সিরিয়াস।সব দোকানেই তুমুলছে চলছে হিন্দি সিরিয়াল।যা অবস্থা! মনে হচ্ছে তারা আজকে প্রধানমন্ত্রী ভাষণ দিবেন সেটাও জানে না।(এই হচ্ছে বাংগালীদের অবস্থা।বাংলা চ্যেনেলগুলো বাদ দিয়ে সবাই হিন্দি চ্যেনেল হাম ছে… তুমছে… ইত্যাদি নিয়ে মত্ত আছে।

ভাষণের সময় যেহেতু হয়েগেছে,তাই আমরা একজনকে পাঠালাম দোকানীর কাছে বলার জন্য যে,প্রধানমন্ত্রীর ভাষন সম্প্রচার্রত চ্যেনেলটা দেয়ার জন্য।

সে যখন দোকানীকে একথা বলল।

দোকানী রেগে মেগে বলল " ধূর! তার (প্রধানমন্ত্রীর) বক বক কে শুনে শুধু মিছে কথা কয়..…!!!!!"

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: :P :P
:) :)

:) :)

২| ১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০২

হেজাজের কাফেলা বলেছেন: [samuobak] [khayalamu] [kotmot] [bachaoo] [dhorakhaise] [samuhasi]

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.