নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগবাড়িতে আপনাকে স্বাগতম...

হেজাজের কাফেলা

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র..

হেজাজের কাফেলা › বিস্তারিত পোস্টঃ

*** দয়ালু মুজাহিদ মুসলিম হিরো ***

২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৯



সুলতান সালাহুদ্দীন আইয়ুবী রাঃ ছিলেন

ইসলামের এক চিরন্তন মুজিজা,আল্লাহর এক

চমৎকার নিদর্শন!তিনি-ই ক্রুসেড(ইউরোপীয়

খৃস্টান)বাহিনীর আক্রমনের দাত ভাঙ্গা জবাব দিয়েছিলেন এবং পাল্টা আক্রমন করে ইসলামের

শত্রু ক্রুসেডারদের কবল থেকে সিরিয়া,ফিলিস্ত

িন ও বায়্তুল মুকাদ্দাস পুনরুদ্বার করেছিলেন।

ইসলামের দুশমদের হামলার আশংকা থেকে মুক্ত

করেছিলেন আরব উপদ্বীপ ও পবিত্র ভূমিকে।

যে মুহূর্তের জন্য সুলতান সালাহ উদ্দীন আইয়ুবি রাঃ বছরের পর বছর

অপেক্ষা করছিলেন,অদম্য আগ্রহ নিয়ে প্রহর

গুনছিলেন,অবশেষে তা ৫৮৩ হিজরীতে ১৭ রবিউল

আউয়াল ' হিত্তীন্ִ যুদ্ধের পর পরই তার

হাতে ধরা দেয়।আর তা ছিল বায়্তুল মুকাদ্দাস

জয়ের মুহূর্ত।কাজী ইবনে শাদ্দাদ বর্ণনা করেনঃ

" তার রিদয়ে পবিত্র কুদসের এমন অবস্থা বিরাজ

করত যার ধারন ক্ষমতা পাহাড় পর্যন্ত রাখে না।

৫৮৩ হিজরী সনের ২৭ রজব সুলতান বায়্তুল

মুকাদ্দাসে প্রবেশ করেন।এটা ছিল মুসলমানদের

প্রথম কেবলা যেখানে হযরত মুহাম্মদ( সালল্লাল ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)সমস্ত

নবীদেরকে নিয়ে সালাত আদায় করেছিলেন #মেরাজের রাত্রে।সেটা ৯০ বছর পর আবার ইসলামের ছায়াতলে মুসলমানদের

করতলে ফিরে এল।মহাপরাক্রমাশ

ালী ঙ্গানী সত্তার এক বিশেষ অদৃশ্য

ব্যাবস্থা হলো,সুলতান বাইতুল মুকাদ্দাসে ঠিক

সি তারিখেই প্রবেশ করেছিলেন যেই

তারিখে আল্লাহ তাআলা তার নবী সঃ কে সেখান হতে মেরাজ দানে সম্মানিত করেছিলেন।

ইবনে শাদ্দাদ আরেক স্থানে লিখেনঃ

সুলতান অত্যন্ত মানবিক,উদার ও লজ্জাশীল

ছিলেন।আগত মেহমানদের জন্যে তিনি সব সময়

হাস্যোজ্জ্বল চেহেরায় থাকতেন।তার

কাছে যারাই আসতেন,তাদেরকে তিনি সম্মান করতেন যদিও সে কাফের হতো।

আমি একদা দেখেচি,নাসিরাহিস্থ ছিদার শাসক

তার

কাছে এলে তিনি তাকে অভ্যর্তনা জানান,সম্মান

করেন।তাকে নিয়ে খানা খেলেন।

সাথে সাথে তার সামনে ইসলাম পেশ করেন। ইসলামের কিছু কিছু সোন্দর্য তুলে ধরলেন

এবং ইসলাম গ্রহণ করার জন্য তাকে উদ্বুদ্ধ

করলেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.