![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষমা করো হে বিজয় দিবস!
প্রিয় বিজয় দিবস! তুমি আসবে, আমরা জানি।
এসেই তো পড়েছো, আর মাত্র কয়েকটা ঘণ্টা!
কিন্তু বিশ্বাস করো, তোমাকে আমরা বরণ
করে নিতে পারছি না― মুখে উতসবের
হাসি ফুটিয়ে .. হাতে তাজা ফুলের
মালা নিয়ে! আমাদের মুখে এখন হাসি নেই! না, হাতে ফুলও নেই! বাগানই তো উজাড়!!
জানতে কি চাও―
-কে তোমাদের মুখের হাসি কেড়ে নিলো, বলো!
-দুঃখিত! বলতে ইচ্ছে হচ্ছে না!
-কিন্তু ফুল নেই মানে? তোমাদের
বাগানে কি এখন ফুল ফোঁটে না?!... -বলি নি তোমাকে, এই একটু আগে ‘বাগানই
তো উজাড়’!! সব দলিত মথিত! ‘নগ্ন পদ-
তাণ্ডবে‘ মহাপিষ্ট! একটা কলিও নেই! সতেজ
কোনো কান্ড-ই নেই! গাছ-ই তো নেই!
পড়ে আছে কিছু রসহীন ডালাপালা, মুখ
থুবড়ে, ইতস্তত বিক্ষিপ্ত! তাকালে মনে হয়― যেনো যুদ্ধ-বিধ্বস্ত
আরেক ‘সেব্রেনিসা’!
-বলো কি! তাহলে এবার কি ‘গাইবে’ না―
‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ
করি‘?
-অসম্ভব! ‘ও-সব মিথ্যে কথা’!
তবু তুমি এসো হে বিজয় দিবস! হাসি আর
ফুলের বদলায় এবার দেবো তোমায় অন্যকিছু!
এক নদী অশ্রু!
এক সমুদ্র রক্ত!
আরো দেবো অনেকগুলো ছোট-বড় লাশ! স-ব ক্ষত-
বিক্ষত!! অমানবিকতার আঘাতে ছিন্নভিন্ন!!
আচ্ছা, সূর্যাস্তের পর
তো তুমি চলে যাবে! যাবার আগে একটু
কি বলে যাবে―
স্বাধীনতা ও বিজয়ের গৌরব নিয়ে শুরু
করেছে যারা সওদাবাজি, কী হবে তাদের
পরিণতি? মানবতার
বুকে গুলি করে যারা হাসে পিশাচের হাসি,
আল্লাহ কি ধরবেন না তাদের, জলদি জলদি?!!!
From:-ইয়াহইয়া ইউসুফ নদভ
©somewhere in net ltd.