| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈদ চলেগেল পাঁচ-ছয় দিন হয়েগেল।সময়গুলো কীভাবে ফুরিয়ে যাচ্ছে ঠাহরও করা যাচ্ছে না।এবছর আমার ঈদ বিছনাতে শুয়ে শুয়ে উদযাপন করা হয়েছে।ঈদের দুদিন আগে টেক্সী এবং বাইক সংঘর্ষে ডান পা মারাত্নকভাবে আহত হয়।এক সপ্তাহ পর্যন্ত হাঁটা-চলা বলতে গেলে বন্ধই ছিল।প্রচন্ড ব্যাথা আর খুঁড়িয়ে খুঁড়িয়ে কীভাবে চলা ফেরা করা যায়?
ঈদের দিন বিকেল থেকে প্রচন্ড জর। লাগাতার তিন-চারদিন জর।বিছানা থেকে উঠাও কঠিন ছিল।ঈদের দিন ডাক্তার সাহেবের চেম্বারে বেড়াতে গিয়েছিলাম।ওষুধ দিলেন।সেলামী হিসেবে ফি নেন নি।
এরকম একটা পরিস্থিতে আমার ঈদ গেল।শরীরের অবনতিকর অবস্থায় তো ফেইসবুক আর ব্লগে আসার তো কোন কথায় থাকে না।তারপরো মাঝে মাঝে ঢু মেরে যেতাম।স্তির থাকতাম না।
এবছর ঈদের জন্য কোন নতুন জামাও সেলাই করি নাই।সেই ঈদের দেড় মাস আগে উত্তর বঙ্গ গিয়েছিলাম সফরে।তারপর কিছুদিন ঢাকায় । বাড়ি ফিরতে ফিরতে ঈদ ঘনিয়ে এল।মাত্র কয়েকদিন বাকি। তাও ব্যাস্ততায় চলে গেল।তাই জামা বানানোর সুযোগ হয়ে উঠেনি।তবে একজোড়া A p e x (এপেক্স) এর জুতা হাদিয়া পেয়েছিলাম।বড় বোনের পক্ষ থেকে।গেঞ্জি-টুপি,সুগন্ধি ইত্যাদি নিয়েছিলাম ফাঁকেফাঁকে।
.......
(চলবে)
©somewhere in net ltd.