![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টেলিভিশনে ইদানীং রবি'র কয়েকটা অ্যাড দেখছি। 'কোল্ড' মানে ঠান্ডা, 'ফ্রিজিং' মানে বেসম্ভব ঠান্ডা। ভালোই লাগে এই অ্যাড টা। কিন্তু একটা "বেসম্ভব" অ্যাড দেখে মনে প্রশ্ন জেগেছে কয়েকদিন ধরেই। মোবাইল ফোন দিয়ে চিকিৎসা করা কি আদৌ কোন বিজ্ঞানসম্মত পদ্ধতি, নাকি আদৌ করা উচিৎ? যেখানে একজন চিকিৎসক কে একজন রোগীর কি রোগ হয়েছে সেটা নির্ণয় করার জন্য অনেক পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হয়, সেখানে এরকম মুখে মুখে রোগের চিকিৎসা, তাও আবার দূরে বসে মোবাইলে, এ তো তেলেসমাতি কারবার!! মানসিক রোগের চিকিৎসা ছাড়া শুধুমাত্র শুনে শুনে রোগ নির্ণয় করা কি আদৌ সম্ভব? যদি সম্ভব হয়, তাহলে তো আমরা সবাই মানসিক রোগী! চিকিৎসায় বিন্দু পরিমাণ ভুলের কারণে যেখানে একজন মানুষ মারাও যেতে পারেন, সেখানে এইধরণের "তেলেসমাতি চিকিৎসা" শুধুমাত্র একটা মোবাইল কোম্পানির ব্র্যান্ডিংই করতে পারে, একজন অসুস্থ মানুষকে সুস্থ করতে পারে না।
২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২০
জিললুর রহমান বলেছেন: যেখানে একজন চিকিৎসক কে একজন রোগীর কি রোগ হয়েছে সেটা নির্ণয় করার জন্য অনেক পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হয়।
মানে সামান্য অসুখে অনেকগুলা টেস্ট দিয়ে ৩০% কমিশন পেতে সুবিধা হয়।
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৩
ডি মুন বলেছেন: সহমত
৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৫
আদম আদোনিস বলেছেন: আমি পেশায় চিকিৎসক নই। কাজেই এ ব্যাপারে বলতে পারবো না যে আইডিয়া আসলে কার। কিন্তু বেশিরভাগ অসুখেরই কি মোবাইলের মাধ্যমে দূরে বসে চিকিৎসা দেওয়া সম্ভব? এটা কতটুকু নিরাপদ বলে মনে হয় আপনার কাছে? @বিবর্তনবাদী
৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫
রূপকথার রাজকন্যা বলেছেন: দেখুন আমি চিকিতসক তাই বলতে পারি....কিছু ইমারজেনসি হয়ত ম্যানেজ করা সম্ভব। যেমন হঠাত খুব জৃর এ মুহুর্তে কি করব.।খুব ব্যাথা এ মুহুর্তে কি করা যায়, হঠাত রক্তপাত শুরু কয়েছে তখন কি করবেন। কিন্তু ইমারজেনসি ম্যানেজ করার পরও চিকিতসকের কাছে যেতেই হবে সঠিক এবং পরিপুর্ন চিকিতসার জন্য।
৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬
আদম আদোনিস বলেছেন: @রাজকন্যাঃ ভালো বলেছেন। কিন্তু সেই সাথে এটা নিশ্চিত করাও জরুরী, কোন ডাক্তার যেন অহেতুক কোন টেস্ট না দিয়ে রোগীকে হয়রানিতে না ফেলেন। তা না হলে মানুষ এই পদ্ধতির দিকেই ঝুঁকবে। ধন্যবাদ।
৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৬
আলো চাই বলেছেন: tv te nishchoi 'apnar daktar, shasthokotha' etc etc live tele show dekhechen konona kono somoy. Robi add ta oi idea ti e follow koreche.
৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯
ভবঘুরে তানিম বলেছেন: বিপদজ্জনক..........।
৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৪
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
আমি যত বার ডাক্তারে কাছে গেছি তারা আমার সাথে কথা কইয়াই তো ওষুধ দিলো
১০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩২
বিডি আইডল বলেছেন: কানাডাতে এই ধরণের টেলি হেলথ ব্যবস্হা চালু আছে সরকারী ভাবে। তবে সেবাটা দেয় কোয়ালিফাইড নার্স। যেকোন ধরণের অসুখেই তারা প্রশ্নের মাধ্যমে রোগের ধরণটা ধারণা করে। এরপর উপদেশ দেয় ডাক্তারের কাছে যাবার প্রয়োজন আছে কিনা।
Click This Link
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৯
বিবর্তনবাদী বলেছেন: মোবাইল ফোনের মাধ্যমে চিকিৎসা বর্তমানের একটি পরীক্ষামূলক পদ্ধতি। আইডিয়া মোবাইল কম্পানির মাথা থেকে আসে নাই। এটা গবেষক/ডাক্তারদের মাথা থেকেই আসছে।