![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সম্পর্কে একটা অন্যতম গুরুত্বপূর্ণ কথা হলো আমি ঠিক সময়ে ঠিক কথা বলতে পারিনা। এই কারণে কী লেখা যায় এই নিয়ে এখন আমি বিরাট বিপদে আছি!! দ্বিতীয় কথা এই যে, আমি লিখার তেমন কিছুই পাইতেসিনা।[কি বিরাট আফসোস!!!] বহুউউউতকাল আগে যখন বাংলা রচনা লিখতাম, তখন আহা! আমি যে কি সৌন্দর্য লিখতাম যে বলার বাইরে...তখন কেউ বুঝতেই পারতো না আমার প্রশ্ন কমন পড়ে নাই...(হে হে)... (এ প্লাস অবশ্য পাই নাই!!!) আজকাল অবশ্য, আমি আর কিছুই পারি না। কারও কারও মনে হতে পারে যে আমি কথা সামান্য বেশী বলি। এইটা একদমই সত্য না। কতক্ষণ বকবক করেই আমার কথা শেষ হয়ে যায়। যদি বিশ্বাস না করেন তো আমার কিছুই করার নাই। দেখেন, আমি আর কিছুই লিখলাম না….(এখন??? বিশ্বাস হইসে???)
এটা অবশ্যই পুরো সিনেমার কাহিনী না, অল্প একটু অংশমাত্র!
পরিস্তিতিটা আগে ব্যাখ্যা করি...
আমাদের হিরু বাল[!]কৃষ্ণ [নামটা এটাই, আমি কিন্তু কিছু করিনাই!] এবং তার ভাইকে ব্যাড বয়েরা ধইরা বেদম মাইর পিটের পর হিরু আর তার ভাইকে দুইটা চেয়ারে বাইন্ধা গেসেগা ...
[গাধাগুলা জীবনে সিনেমা দেখেনাই, দেখলে জানত যে তেলেগু ছবির নায়কদের অন্তত চেয়ারে বাইন্ধা ফায়দা নাই, {মাঝখান থেকে একটা চেয়ার নষ্ট!}]
এই নিচের জন হইল হিরুর ভাই, বদ গুলা এরে খালি বাইন্ধা ছাড়েনাই, পেটের মইদ্যে একটা টাইম বোমা বাইন্ধা দিসে! [ শালার ব্যাটা! এইটাও জানেনা যে তেলেগু নায়কদের পেট হইল দেহের সবচে' কাজের অংশ! কত্তবড় বদমাইশ পেটে বোমা বানছে, কি অপমান!] [ বোমাটা দেখেন, কি সোন্দর! দেইখা মনে হয় কয়েকটা সসেজ দিয়া বানাইছে!]
কি করবে, কি করবে ভাবতে ভাবতে আমাগো হিরু হঠাত দেখে যে মেঝেতে কয়েকটা গুলির খোসা পড়ে আছে [তার মানে ব্যাড বয় গুলার কাছে বন্দুকও আছিল, তাও সুজাভাবে গুলি কইরা না মাইরা এরা বোম বাইন্ধা গেসে...{হালারা কি বেকুব?!!!}]
গুলির খোসা দেইখা হিরুর[বাল!কৃষ্ণ কইতে মঞ্চায় না!] মাথার চিপায় যে বেরেনটা আছে[!যদি থাকে আরকি!] সেইখানে হঠাত চিলিক দিয়া উঠল! জামাকাপড় না খুইলাই হিরু কইয়া উঠল 'ইউরেকা'...তারপর চেয়ারটারে ডাইন কাত কইরা ফেলায়া ঘেষ্টাইতে ঘেষ্টাইতে সে আগায়া গেল ঐ গুলির খোসাগুলার দিকে...
চলেন এইবার আমরা বোমাটার দিকে একটু চাইয়া দেখি...[বাহ! কি সোন্দর বোম!] টাইমারডা টিক্টিকাইতেসে বুঝা যাইতেসে, আরে! কোনার দিকে এইটা কি? লাল বুতামটা দেখি অন/অফ বুতাম!!! [জ়ীবনে কত্ত ছিঃনেমা দেখছি, অন অফ বুতাম ও্যালা বুমা এই পরথম! এরেই কয় 'ইউজার ফেরেন্ডলী বুমা'!!!]
চলেন আমরা আবার হিরুর কাছে ওয়াপাস যাই, আরেরেরে! হিরুরে দেখেন কত্ত কষ্ট কইরা আগাইবার চাইতেসে [আমারতো ডর লাগতেসে, যেম্নে চাপ্তেসে, আবার কাপড় না নষ্ট কইরা ফেলায়!!!]
পারসে! হিরু আমাদের গুলির খোসা পর্যন্ত পৌছাইতে পারসে! কিন্তু একি! হিরু দেখি খোসা মুখে তুইলা নিসে! খায়া ফেলাইবো নাকি? হিরুর কি মাথামুথা আউলায়া গেল? [সমগ্র ঝাতি আজ টেন্সিত!]
এইবার! আমাদের হিরু মুখের মাঝে গুলির খোসা চাইপা ধইরা খুব ভাবতাসে, কি তার মনোঃসংযোগ!...কপালে ঘামও বাইরায় গেসেগা...অনেকখন ধইরা শক্তি সঞ্চয় কইরা গায়ের সমস্ত জোর একসাথে কইরা আমাদের মহান হিরু বাল[!]কৃষ্ণ বোমাটার দিকে গুলি টা [মুখ দিয়া!] ছুইড়া দেয়!...
ও আমার আল্লাহ! চাইয়া দেখেন! গুলির খোসা হিরুর মুখ থেকে গুলির মত কইরায় উইড়া যায়! [একমাত্র দক্ষিন ভারতের হিরুরাই পারে বন্দুক ছাড়া গুলি মারতে! এরা ইন্ডিয়ান আর্মিরে কি বানাইতে পারে ভাইবা দেখসেন?]
যাইহউক খোসাখান উইড়া গিয়া কই লাগসিল কন তো দেখি?...আরে শাব্বাশ! পারছেন দেখি! [আপনাদের দিয়াই হইব!] ঠিক ধরসেন! খোসামিয়া সোজা উইড়া গিয়া হিট করসে লাল বুতামে, আর ব্যস! বোমার কেল্লা ফতে!
And the day is saved! Thanx to the Powerpuff girls! থুড়ি thanx to BAALkrishna!
২২ শে মার্চ, ২০০৯ রাত ৯:৪৭
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ধইন্যাপাতা ভাইজান!
আপ্নের মন্তব্যটা দুবার এসেছে, তাই একটা মুছে দিলাম!
২| ২২ শে মার্চ, ২০০৯ রাত ৯:৪৬
নকীবুল বারী বলেছেন: খেক খেক!!!!!!!!!! বাংলা সিনেমা ফেইল..........................
২২ শে মার্চ, ২০০৯ রাত ৯:৫০
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: কি বলেন! আমির খানের গজিনীর আগেই 'মেমেন্টো' থেকে বাংলা 'প্রিয়তমা' সিনেমা বানানো হইসে, জানেন?
৩| ২২ শে মার্চ, ২০০৯ রাত ৯:৫৬
অলৌকিক হাসান বলেছেন: জটিলস্য। আজকেই মাত্র বালু নামের একটা তামিল ছবি আধেক দেখে রেখেছি। রাতে বাকিটা শেষ হইবেক।
২৩ শে মার্চ, ২০০৯ রাত ১২:১৯
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: বাহ...দেখে জানাবেন কেমন ছিল...
৪| ২২ শে মার্চ, ২০০৯ রাত ৯:৫৭
আবু সালেহ বলেছেন:
ভাষা বুঝি না ...তাই দেখিও না...
২৪ শে মার্চ, ২০০৯ রাত ১২:৪৪
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: আমি টিভিই দেখিনা, মাঝে সাঝে ইউটিউবে ক্লিপ দেখি কিছু...মজা লাগে, রজনীকান্ত ঝাক্কাস!
৫| ২২ শে মার্চ, ২০০৯ রাত ১০:০১
আকাশ_পাগলা বলেছেন: মেমেন্টো আমার দেখা অন্যতম বেস্ট ছবি। এই ছবি দেখে আমি মুগ্ধ। অনেকদিন পরে আপনার কমেন্ট দেখে মনে পড়ল।
২৭ শে মার্চ, ২০০৯ রাত ১২:০০
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: এখন আমারে থেঙ্কু দেন...
৬| ২২ শে মার্চ, ২০০৯ রাত ১০:০৬
নিঃসঙ্গ বলেছেন: পুরা হিট হিসটুরি। এমুন ছবি আমাদের বেশি বেশি করে দেখা উচিত।
২৭ শে মার্চ, ২০০৯ রাত ১২:০৩
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হুমমম...তাইলে আমাগো মাথায়ও এইরম বুদ্ধি কিলবিল করবো!
৭| ২২ শে মার্চ, ২০০৯ রাত ১০:০৯
...অসমাপ্ত বলেছেন: খেক.. খেক... পুড়া চাকভূম কাহিনী। ...
২৭ শে মার্চ, ২০০৯ রাত ১২:০৫
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ঠিকই কইসেন!
৮| ২২ শে মার্চ, ২০০৯ রাত ১০:২২
লীনা দিলরূবা বলেছেন: ফাটাইয়া দিসেন। +
২৭ শে মার্চ, ২০০৯ রাত ১২:০৭
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: থেঙ্কু আপুনি!
৯| ২২ শে মার্চ, ২০০৯ রাত ১০:২৩
লীনা দিলরূবা বলেছেন: খালি পেলাস দিলে আপ্নের খিদমত কম হৈব। লৈয়া গেলাম।
২৭ শে মার্চ, ২০০৯ রাত ১২:০৯
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: আরে কি সব্বোনাশ!...[অনেক থেঙ্কু আপুনি!]
১০| ২২ শে মার্চ, ২০০৯ রাত ১০:২৪
নকীবুল বারী বলেছেন: আমির খানের গজিনীর আগেই 'মেমেন্টো' থেকে বাংলা 'প্রিয়তমা' সিনেমা বানানো হইসে, জানেন?..................
জাইনতাম না।
২৭ শে মার্চ, ২০০৯ রাত ১২:১২
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: কিছুদিন আগে আমিও ঝান্তাম না...
১১| ২২ শে মার্চ, ২০০৯ রাত ১০:২৫
রাতমজুর বলেছেন: ঝঠিল!!!!
২৭ শে মার্চ, ২০০৯ রাত ১২:১৫
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হেহেহে ভাইয়া...
১২| ২২ শে মার্চ, ২০০৯ রাত ১০:৩২
ভাঙ্গা পেন্সিল বলেছেন: হা হা প গে...হায়রে ছিঃনেমা!
২৭ শে মার্চ, ২০০৯ রাত ১২:১৮
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হুমমম...ঠিকই, ছিঃনেমা!
১৩| ২২ শে মার্চ, ২০০৯ রাত ১০:৪০
স্বজন বলেছেন: নামখান খুবই সৌন্দর্য্য
২৭ শে মার্চ, ২০০৯ রাত ১২:২০
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হুমমম...অর্থবহও!
১৪| ২২ শে মার্চ, ২০০৯ রাত ১০:৪২
শিরোনামহীন বলেছেন: হুমাইলাম। আমি নীরব!!!
২৭ শে মার্চ, ২০০৯ রাত ১২:২৩
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: আমি তোরে নীরব দেখতে লাইকাই না!
১৫| ২২ শে মার্চ, ২০০৯ রাত ১১:১৭
টোকন বলেছেন: বাপরে এরা মুখ দিয়া যদি গুলি ছুড়ে তাহলে তাহলে.... টয়লেটে আণবিক ......
২৭ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:১৫
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হাহাহাহাহা...দারুন কথা বলেছেন ভাইয়া!
১৬| ২২ শে মার্চ, ২০০৯ রাত ১১:৪৪
কুঙ্গ থাঙ বলেছেন: হা হা হা ... তবে জঞ্জালের পাশাপাশি তেলেগু চলচ্চিত্রে কিন্তু অনেক ভাল কাজও হয়েছে। ভারতের প্যারালাল ধারার অধিকাংশ চলচ্চিত্র দক্ষিনাঞ্চলে নির্মীত।
২৭ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:২০
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হুমমম...তা ঠিক!...তবে এই ধরনের সিনেমাগুলা দেখলে হাসতে হাসতে গড়াগড়ি দিতে মঞ্চায়!
১৭| ২৪ শে মার্চ, ২০০৯ রাত ১:৫১
'লেনিন' বলেছেন: টোকন বলেছেন: বাপরে এরা মুখ দিয়া যদি গুলি ছুড়ে তাহলে তাহলে.... টয়লেটে আণবিক ......
২৪ শে মার্চ, ২০০৯ সকাল ১১:০৮
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হাহাহাহাহা...কথা সত্য!
১৮| ২৪ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৩০
তানজু রাহমান বলেছেন: হে বালিকা, বহুদিন যাবৎ তোমার সহিট সাক্ষাৎ নাই। তার জন্যে কিয়দাংশ আমি নিজেও দায়ী। কিন্তু তাই বলিয়া কি তুমি নিজ উদ্যোগে একটিবারও আমার কুশলাদী জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন মনে করো নাই?
২৪ শে মার্চ, ২০০৯ রাত ৮:০৬
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হে মহিয়সী তাঞ্জু,
আপনার কুশলাদী বৃত্তান্ত জানিবার জন্য যে জিনিস্টার দরকার হয় তাহার নাম ইন্টারনেট, গত একটি মাসের জন্য আমি উহাকে ডিভোর্স দিয়াছিলাম, ইহা আমার ব্লগ বাড়িতে উল্লেখ্য ছিল, মেসেঞ্জার বলিয়া যে যোগাযোগ মাধ্যমটি আছে উহাতে আমি আপনার জন্য বেশ কিছু কুশলাদী প্রশ্ন রাখিয়া গিয়াছিলাম, ব্যস্ত আপনার বোধকরি সময় হয়নি উহার উত্তর দিবার, যাহাই হউক, আশা করি ভাল আছেন, এবং ভাল থাকিবেন...
পনার মনঙ্গল কামনা করি...
বালিকা...
১৯| ২৪ শে মার্চ, ২০০৯ সকাল ১১:১৫
বৃত্তবন্দী বলেছেন: তেলেগু হিরু হৈতে মন্চায়...
২৪ শে মার্চ, ২০০৯ রাত ৮:০১
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ...হেহেহে...
২০| ২৪ শে মার্চ, ২০০৯ সকাল ১১:২৩
বুলবুল আহমেদ পান্না বলেছেন: বৃত্তবন্দী বলেছেন: তেলেগু হিরু হৈতে মন্চায়...
২৪ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৪৩
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: আগে আল্লাহর খাসী! হন...তারপরে টেরাই মারেন...
২১| ২৪ শে মার্চ, ২০০৯ সকাল ১১:৫৯
জেরী বলেছেন: মেজাজ চরম খারাপ থাকলে তেলেগু ছবি দেখি,৫ মিনিট পরেই মন পুরা ফুরফুরা তেলেগু নাচতে-নাচতে নায়ক-নায়িকা যখন গাছের মগডালে উঠে যায় তখন আমি সিউর পাখীরা মাটিতে নেমে আসে
২৪ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হাহাহাহাহা...ঠিক বলছেন জেলীপু...
২২| ২৪ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:১১
হাসান মাহবুব বলেছেন: ইয়াক ইয়াক ইয়াক!
২৪ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: এম্মা...ইয়াক ইয়াক ইয়াক?...
২৩| ২৪ শে মার্চ, ২০০৯ রাত ৮:০১
অনন্ত দিগন্ত বলেছেন: লেখা নিয়ে কমেন্টামু পরে আগে তুমি কও হঠাৎ কইরা তেলেগু সিনেমার পিছনে লাগলা ক্যান আপি ? ... রহস্যটা কি ?
২৪ শে মার্চ, ২০০৯ রাত ১১:৪৭
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: আচ্ছা, আমি ঠিক বুঝতে পারছিনা...সবাই আমাকে কি মনে করে?...আমি কি সবার বা সবকিছুর পিছনে লাগি শুধু?...
ইউটিউবে তেলেগু ছবির ক্লিপ দেখেছি অনেক, কিছুদিন আগে যখন এই ছবিগুলা দেখলাম আর কাহিনিটা পড়লাম তখন মনে হল এই নিয়ে মজা করে একটা লেখা লেখা যায়, তেলেগু ছবিকে ছোট করার কোন মতলব ছিলনা আমার, বিশ্বাস করেন আর নাই করেন..
২৪| ২৪ শে মার্চ, ২০০৯ রাত ৮:১৫
বিষাক্ত মানুষ বলেছেন: এইটা অস্কার না পাইলে অস্কার কমিটির মাথার নাড়িকেল দিয়া ফাটানো হইবে ।
২৫ শে মার্চ, ২০০৯ রাত ২:৫৩
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: উচিত কাজ হইবে তাহলে...
২৫| ২৪ শে মার্চ, ২০০৯ রাত ৮:১৬
বিষাক্ত মানুষ বলেছেন: 'তেলে গু' .. কথটা অশ্লীল লাগছে । রিপুর্ট করা হইলো
২৫ শে মার্চ, ২০০৯ সকাল ৯:০৯
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: আসলেইতো, ব্যাপারটা আমি ভেবেই দেখিনাই...কি করা যায় এখন?
২৬| ২৪ শে মার্চ, ২০০৯ রাত ১০:৩৮
আকাশনীল বলেছেন: ওরেরে ফাটাফাটি মুভি ডেখলাম। খালি প্লাসায়া মন ভরতাসে না । এই হিরুরা কি খায় আমার জানতে মন চায়। আমি এত শুকনা যে আমার পাশে সবাইরে আন্টি মনে হয়
।
২৫ শে মার্চ, ২০০৯ রাত ২:২৭
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: আমিও ঝান্তে চাই কি খায়...[তাইলে আমি ঐগুলা খাওয়া বাদ দিব...!]
২৭| ২৫ শে মার্চ, ২০০৯ রাত ৩:১২
অনন্ত দিগন্ত বলেছেন: আরে সে কথা না আপি .... আমি বলতে চেয়েছিলাম বাংলা ইংরেজী হিন্দী উর্দু পান্জাবী বাদ দিয়ে তেলেগু নিয়ে কেন লিখলা ...
ঐটা কমেন্ট টা ফান করেই দিয়েছিলাম ... সিরিয়াসলি নিও না ।
২৭ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৫১
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: সরি ভাইয়া! আসলে ঐদিন মেজাজ খারাপ ছিল...তুমিও সিরিয়াসলি নিও না...
২৮| ২৫ শে মার্চ, ২০০৯ সকাল ৯:২৫
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন: ব্যাডবয় আর হিরুর, চেহারা দেইক্যা আলাদা করনের উফায় নাই, বরং মিল খুজলে সুজা।
ইউসার ফ্রেন্ডলি বুমা.........ঝাজা!
( ডিরেক্টরগুলা মনডা কয়, জীবনে সিনেমা দেখে না)
২৭ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হাহাহাহাহা..মাঝে মাঝে আমারতো নিজের উপ্রেই সন্দেহ হয়...য়ামি বোকা? না এই গুলা?
২৯| ২৬ শে মার্চ, ২০০৯ রাত ১১:৫৭
আবু সালেহ বলেছেন:
সিনেমা এখন্ও শেষ হয় নাই.....
২৭ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৪০
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: তাইইই?...তাহলে শেষটা বলে দ্যান!
৩০| ২৭ শে মার্চ, ২০০৯ রাত ১২:১৬
শান্তির দেবদূত বলেছেন: হাসতে হাসতে শেষ !!!!!!! হা হা হা ...... আপনি করছেন কি ? তেলেগুর এ্যাকশন সিনেমারে কমেডি সিনেমা বানায়া দিছেন ....... হা হা হা ......
ব্যাপক হইছে ...... ব্যাপক
২৭ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৫৩
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ভাইয়া, সর্বনাশ! আমিতো বুঝিইনাই যে এইটা একশন ফিলিম! আমি কি বোকা!
৩১| ২৭ শে মার্চ, ২০০৯ দুপুর ২:০৮
মেহরাব শাহরিয়ার বলেছেন: বিরাট মজা পেলাম
২৭ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:১২
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: থেঙ্কু...ভাইজান...
৩২| ১৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:১৬
হামোম প্রমোদ বলেছেন: যেমন দর্শক, যেমন ডিরেক্টর আর তেমন স্কৃপ রাইটার আর ততটাই হিরো, আর আর আর আর আর কৃটিকও এমন
হে হে এবার কেমন! হইলো
২১ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:২৮
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: jan...kisu koilam na...:-w
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০০৯ রাত ৯:৪৩
সুমন আহমাদ স্বাধীন বলেছেন: সিনেমাডা
হেব্বি লাগলো ।