![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাঁটা তারে বুক বেঁধে দুরারোজ্ঞ ব্যাধির মত সকাল থেকে সন্ধ্যা তোমার দুয়ারে দাঁরিয়ে , একবার শুধু তাকাও তোমার সমাজতন্ত্রের চোখে আমি ছিনিয়ে নেব আমার সব আধিকার আর বেঁচে থাকা ।
সামওয়া আমেরিকার একটি সুন্দর মোনরম দ্বীপ , যেখানে অমুক তমুক এই সেই ইত্যকার বিষয়াদি থাকে তাতে আমার কি ??? হুম আমার কি ?
আমি কোন দিন এদ্বীপের নামো শুনি নি গুনও শুনিনি এমন কি আমার চৌদ্দ গুষ্টির মধ্যে কেউ শুনেছে কি না তা আমার অজানা । আমি শুনতেও চাই নি । সামওয়া কোনো দ্বীপের নাম হোক না কোন এটম বোমের নাম তাতে আমার বা আমার পৃথিবীর কারো কোন কিছু যাইও না আসেও না ।
বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফেরার পথে চড়ে বসলাম বিকল্পের ৩৬ নম্বর বাসে যার বর্তমান নাম ই১৯ ,ঠাঁয় মিলল শেষের পঞ্চসীটে । এগিয়ে গিয়ে দেখি এক বিদেশীনি আর এক বাংলা মাতার সন্তান বসে আছে । বাসের সীট তৈরি বঙ্গমাতার সন্তানদের মাপে , স্বাভাবিক ভাবেই বিদেশীনির উচ্চতায় সমস্যা আর তাই আমাকে জায়গা দিতে সামনের সীটের সাথে তার পা ঠেকলো , আমারও হয় এমনটা কিন্তু এডযাস্ট নামক জিনিসের সাহায্যে মানিয়ে নিই । কিন্তু উনার তো সে জিনিস নেই তাই তাঁর সরূ নাক আরো সরূ করে অজানা ভাষায় বঙ্গ মাতার সন্তান কে যেন কি বললেন আমি গা এড়িয়ে গিয়ে বসলাম সর্ব বামে, কোন বিদেশীনীর বসতে সমস্যা হবে বলে বাস তো খালি যেতে পারে না তাই ঊঠানো হল আরো দুই মহিলাকে , তাঁরা ঠাঁয় নিলেন আমার ডানের দুই সিটে । আর এদিকে মহান জ্যামের কারনে বাস যাচ্ছে ধীরে কখনো ব্রেকে ব্রেকে থেমে থেমে । যা আমাদের নিত্য দিনের চলাচল কোন সমস্যা নেই । কিন্তু কিছু ভীন দেশী কথার আওয়াজ পেলাম যা আগের শুনেছিলা কিন্তু এবার বাচ্চা স্বরে !! একটূ সামনে চোখ মেলে দেখি একটী সাত আট বছরের শিশু অগ্নি মুর্তিতে ! সে পিছনে ঘুরে সে বিদেশীনির সাথে কি যেন বলছেন আমার পাশের দুই মহিলাকে দেখিয়ে , দৃষ্টি আরো জিজ্ঞাসু হোলঃ পাশের সিটে বসা অতিসয় ভদ্রেয়ারা বললেন তাদের কোন দোষ নেই দোষ চালকের সে জোড়ে ব্রেক না কোশলে নাকি মেয়েটি ব্যাথা পেত না । তখন ব্যাপারটা বাতাসের মত সর্বগামী সহজ হল তাদের সীটে বসার আগের জোর ব্রেকের কারনে তাদের কারো পায়ের দ্বারা শিশুটি ব্যাথিত, আর ভদ্রেয়াগনও ব্যাথা মোচনে কাতর নয়নে ক্ষমা চাইছে হাতো জোড় করছে । কিন্তু অগ্নী মুর্তি বালিকা মা কালীর রুপ ধরেছে সে কিছুতেই শুনছে না কথা ,না বিদেশীনির না তার পাশে বঙ্গ পুরুষের। তার ভাবে ভঙ্গীতে এতো মারমুখী সে জুতা খুলে হাতে নিয়েছে , বুঝলাম না কেন ,পদুকা পেটা করে ব্যাথার প্রতি ব্যাথা জানাতে যায়,না ব্যাথার স্থান দেখাচ্ছে । কিন্তু ততক্ষনে আশে পাশের সবাই দেখছে বিচিত্র ভাষার প্রতিবাদী শিশুটিকে । বাঙ্গালী মন দমাতে না পেরে সেই পুরুষ টিকে জিজ্ঞেস করলাম সে কি বলছে ? কিন্তু সেতো পড়েছে মাইঙ্কা চিপায় স্বলজ্জ বদনে বললেন সে ব্যাথা পেয়েছে এটাই বলছে , কিন্তু সে কি বলছে তা না বলে এড়িয়ে গেলেন । মানে বুঝলাম যা বলছে তা বলার মত না । তাই আর তাঁকে ঘাটতে গেলাম না । শুধালাম অন্য কথা , কে এই মেয়ে ? উত্তরে জানালেন অগ্নিমুর্তি কন্যা তার মেয়ে আর পাশের বিদেশীনি বউ, ছুটিতে দেশে বেড়াতে এসেছে । বাঙ্গালী স্বভাবের দোষ এক প্রশ্নে মোন ভরে না এটা ওটা প্রশ্ন করছি, তার সাথে জানতে চাইলাম অগ্নীবালিকার নাম ? জানালেন তার নাম সামওয়া ।
আমেরিকার কোণ এক মনোরম দ্বীপের নামে রাখা যেখানে তারা হানিমুনে গিয়ে ছিল ।
বিধিরবাম এবার আমিই পরলাম তার অগ্নিনজরে , এবার সে আমার উপর ক্রুব্ধ !! আমাকে উদেশ্য করে অজানা ভাষায় কি যেন বলছে আর তার পিতামাতা তা থামাতে ব্যাস্ত । সে থামাল তার কথার তরি কিন্তু চোখের অগ্নিবান বর্ষন কিছুতেই থামে না । আমাকে চোখ বাঁকিয়ে মুখ ভেংচিতে শাসনে রাখল । কিছুতেই নিস্তার নেই দেখে তার পিতা কে বললাম সে কি আমার কথা বুঝবে যদি তাকে আমি কিছু বলতে চাই , কিন্তু স্বহাস্য বদনে উত্তর করলেন না। সে বাংলা কিছু বোঝে যা না বোঝার নামান্তর যা হ্যাঁ আর না’র চলাচল, আর পারে শুধু ইটালীয় ভাষা যাতে সে এতক্ষন আমাদের শাসিয়ে যাচ্ছিল । হাল ছেড়ে আমি হলাম চুপ কিন্তু সে না ।মনে মনেই বললাম মাতামহের রক্তে আছে উপেনিবেশের জিন তোমাদের কজন মাতামহ শাসন করেছে পুরো পৃথিবী আর আমি কোন ছার ।আমরা তো স্বাধীন জাতি সেই উপনিবেশিক মাতামহের নাতনির চোখ শাসানি মানবো না আমরা যে এখন তোমার দেশ সম্পর্কিয় কাকা ,নাই বা হোল তোমার মা বাংলাদেশি বৌ কি আসে যায়? তবে তোমার বাবা তো বঙ্গিয় রক্তের ভাই। আমরা আক্রমন কারী নই তাই বলে কি প্রতিরোধ থাকবেনা ,ছেড়ে দেব এমনি !! তাই আমিও দিলাম ভেংচি ,দেখলাম কাজ হয়েছে প্রিথিবীর সব ভেংচিই এক রকম যার কোন ভূগোল নেই ।
তার পিতার সাথে আমার সেই বাঙ্গালী খাজুরে আলাপ তখনো চলছিল। কথার বিষয় সেই মেয়ে ! সে নাকি মহা বিরক্ত এদেশীয় ট্রাফিক জ্যাম মানুষের আচাল পেচাল গ্যাঞ্জামে , তবে সে স্বভাবে মুখড়া হলেও খান্ডার নয় একেবারেই যা এখানে তাকে দেখাচ্ছে । একটূ দৃষ্টি প্রসারন হতেই দেখলাম তাঁর স্ত্রীও সুখি নয় তাঁর স্বামীর এহেন পেচাল আমার সাথে যেমন তার মেয়ে খুশি নয় তাই চুপ মেরে গেলাম , আর আমাদের কথার ফাঁকে মেয়েটির ছবি তুলতে চাইলে সে এক বিশ্ব বিখ্যাত শিশু পোজ দিলো যা ছবিতে দেখতেই পাচ্ছেন ।
আমার এই পেচাল কথন শুধু এই বঙ্গ শুক্রনূর আশ্রয় পাওয়া ইটালিয় গর্ভের জন্ম শিশু সামওয়ার জন্য নয় , এই মহান যাত্রার শেষে যে প্রশ্ন এসেছিল বাংলা ঘিলুতে তার জন্য, ঘিলুর যত্রনা ছিল এই শিশু যার নাম সামওয়া যে এসেছে পিতার জন্মভূমি দেখতে মায়ের সাথে, যে পিতৃভুমীর জন্য ভালবাসা রাখেনা যে সবাইকে দেখছে নিচু চোখে আর তার সাথে তাঁর পিতা কেউ ।যে কারনে সহযাত্রির সবাই তাকে বাঁকা চোখে দেখছিল ,সে দোষ কি এই শিশুর যে এদেশের আচাল কেচাল অব্যাবস্থা , সিটিং বাসে ফিটীং টাইট যাত্রির ঘাম গন্ধ সহ্য করবে না বলে বিরক্ত ,নাকি তাঁর যে তার পায়ের ব্যাথার জন্য যে মহিলা ক্ষমা চাইল, নাকি আমার যে তার পিতার সাথে খাজুড়ে প্যাচাল জুড়েছিল?
আমাদের দেশের এই মহা অব্যাবস্থা তার জন্য দোষ কাকে দিব। দেশে মহান শাসক শোষক জ্ঞানি গুনি রথি মহারিথিরাকথা বলছেন রাজাকার যুদ্ধপরাধীর বিচার নিয়ে কথা বলছেন আগামী নির্বাচনে ত্বত্যাবধায়ক সরকার থাকবে কি না তা নিয়ে , কথা হচ্ছে ইত্যকার মহা দেশিয় অন্তঃজাতিক সম্পর্ক নিয়ে , কিন্তু তাতে ফল কি হচ্ছে ?বক্র দৃষ্টি কি থেমেছে কোন ? কেউ বলবেন আমি হতাশাদের দলে কিন্তু আজ বাসে আমাদেরই রক্তের সন্তান আমাদের অব্যাবস্থাপুর্ন রাষ্টের মুখে তার মাতামহের ভাষায় বকে গেল নিচু চোখের দৃষ্টিতে? তাতে দেশের একজন হয়ে আঘাত পেয়েছি বুকে কষ্ট লেগেছে ,বুঝেছি এখনো ঘুমিয়ে আমি ,আমার সমাজে ।না জাগাতে পেরেছি নাগরিককে না জেগেছি নিজে ।আর কতকাল গেলে শেষ হবে এই ঘুমের মহা যাত্রা শেষ হবে রক্তের সাথে রক্তের অভিসপ্ত দৃষ্টিপাত,মুছে যাবে সব দাগ ,শুরু হবে বাঙ্গালী বাংলাদেশি গৌরবময় পদযাত্রা , ভুলে যাব বুকে হাঁটার ইতিহাস ? আমিত জানি এই জাতিকে- তাদের অতীতের জাগার ইতিহাস কিন্তু শেষ হবে কবে এই আবার ঘুমিয়ে পড়ার মনবিত্তি ।
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২১
ইসমাদ্দোহহা বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ
২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৬
সমানুপাতিক বলেছেন: পৃথিবীর সব ভেংচিই এক রকম যার কোন ভূগোল নেই ।
ভাল লাগলো ।
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮
ইসমাদ্দোহহা বলেছেন: ধন্যবাদ ভাই ...
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৩
রাফা বলেছেন: বাস যাত্রার কাহিনী ভালোই।সব দোষ তার পিতা. সে তার সন্তানের মনে কোন ভালোবাসাই সৃস্টি করে দিতে পারে নাই, ৫৬ হাজার বর্গ-মাইলের বাংলাদেশের জন্য।এবং এখানকার নাগরিকদের জন্য।
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১২
ইসমাদ্দোহহা বলেছেন: হয়ত দোষ আছে এই পিতার ... তবে আমরা তো জানি সমাজের বেশির ভাগ মানুষ নিজের জীর্ন সত্য প্রকাশ করার থেকে অন্য পথে যেতে সাচ্ছন্দ পায় ,আর সেই দলে আমি আপনি সবাই আছি ।
৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০১
আলোর পাখি বলেছেন:
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪
ইসমাদ্দোহহা বলেছেন: শান্তিতে সংগ্রামে সর্বত্র আমরা দেশের তরে ...।
ভাল থাকুন , যুক্ত থাকুন
৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২
টেকনিসিয়ান বলেছেন: পৃথিবীর সব ভেংচিই এক রকম যার কোন ভূগোল নেই । পড়তে পড়তে স্ক্রল বার টেনে পুনরায় ভেংচি কাটা ছবি দেখে মনের অজান্তে আমিও ভেংচি কেটে ফেললাম।
সুন্দর লিখেছেন +
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭
ইসমাদ্দোহহা বলেছেন: ভেংচি ...
৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪
দেখি তো পারি কিনা..... বলেছেন: হতাশ হয়ে লাভ নেই। এই ভাবেই আমাদের চলতে চলতে এক সময় এই দেশ থেকে বিধায় নিতে হবে। কিন্তু কোন সমাধান হবে না।
আপনার লিখাটা আরেক টু সহজ ভাষায় হলে ভালো হতো।
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮
ইসমাদ্দোহহা বলেছেন: চেষ্টা থাকবে আরো সহজ ...
ধন্যবাদ লেখাটির সাথ দেয়ায় ...
৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩
স্পাইসিস্পাই001 বলেছেন: উপস্থাপনা প্রশংসনীয়........
তবে বাচ্চাটার কোন দোষ নেই..... ও কালচার মানাতে পারছেনা তাই ...
বড়দেরই ঢাকার কালচার মানাতে প্রবলেম হয় .....আর ও তো ভিনদেশী বেবী
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২০
ইসমাদ্দোহহা বলেছেন: আর সে জন্যই তো এই ঘিলুর যন্ত্রনা, আমরা আমাদের শহরকে কবে পারবো সবার বাসযোগ্য করতে .।
৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭
ইসমাদ্দোহহা বলেছেন: আর কত অন্যের দোষ গুন বিচার কবরে দাদারা .। নিজেরাও কি কম দোষে দুষ্ট ?? নিজেদের বিচার করার সময় এসেছে এবার কতটা ভাল রেখে যেতে পারলাম আগামীর জন্য আর কতটা খারাপ । সুকান্তের ছাড়পত্র কবিতাটির মত-
আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা
পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের-
পরিচয়-পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর
অস্পষ্ট কুয়াশাভরা চোখে।
এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান;
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে।
চলে যেতে হবে আমাদের।
৯| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫
একুশে২১ বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮
ইসমাদ্দোহহা বলেছেন: ধন্যবাদ.... 8) 8) 8)
১০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯
শার্লক বলেছেন: এত কঠিন করে লিখছেন কেন? পড়তে কষ্ট হয়।
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৪
ইসমাদ্দোহহা বলেছেন: এমন বড় লেখার অভ্যাস কম--- তাই বুঝতে পারিনি কঠিন হচ্ছে না সবার বুঝমত হচ্ছে ।। অনিচ্ছা কঠিনের জন্য দুঃখিত--- পরে সহজ লেখার চেষ্টায় থাকবো ।
তবুও পাশে থাকার জন্য ধন্যবাদ ।
১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১২
আশফাক সুমন বলেছেন: ভাষা একটু কঠিন, কিন্তু লেখাটা দারুন ।
ধন্যবাদ । +++++++
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৪
মোহাম্মাদ আবু সাইদ বলেছেন: shundor likhechen!