![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের এই পৃথিবীকে আমরা সবাই ভালবাসি। এই পৃথিবীর রয়েছে অনেক নাম। আমরা একত্রে কয়টি নামই বা বলতে পারি? দশ, বিশ, ত্রিশ--চল্লিশটি? হ্যঁ আরো আছে। কিছু নামের সংকলন করে দেয়া হলো-
বিশ্ব, জগৎ, ধরা, ধরণী, ধরিনী, বসুমতী, বসুমাতা, বসুধা, বসন্ধরা, অবনী, মেদিনী, পৃথ্বি, দুনিয়া, জাহান, মহীমন্ডল, জগতী, মহী, ভূ, ভূমন্ডল, ভূবন, ভূবনমাতা, ভূতল, অবনীতল, ধরাধাম, মর্ত, সংসার, জীবলোক, ভবলোক, মরজগৎ, মর্ত্যলোক, মনুষ্যলোক, অধিলোক, নরলোক, নৃলোক, ইহলোক, ইহজগৎ, ভূলোক, অদিতি, ভূমি, অচলা, অনন্তা,বিশ্বম্বরা,
স্হিরা, জ্যা, ক্ষোণি, ক্ষিতি, ক্ষিতিজ, কাশ্যপি, সর্বংসহা, উর্বী, গোত্রা, কু, ভূর, ক্ষমা, রত্নগর্ভা, সাগরম্বারা, সমুদ্রাম্বরা, অদ্ধিমেখলা, ভূতধাত্রী, রত্নাবতী, দোহিনী, পারা, বিপুলা, সমাগরা, মহাকান্তা, খন্ডনী, গিরিকর্ণিকা, সাগরমেলা, সমুদ্র মেখলা, সাগরনেমি, সপ্তদীপা, মহা, অচলকীলা, অদ্রিকীলা, অব্ধিদীপা, দ্বিরা, ইড়া, ইড়িকা, ইলা, ইলিকা, উদধিবস্ত্রা, ইরা, আদিমা, বরা, আদ্যা, নিশ্চলা, শ্যামা, রত্নবতী, ধারতী, মর্ত্যধাম, খগবতী, ভূ ভাগ, চরাচর, অবনীমন্ডল, ভূ খন্ড, অখিল, নিখিল, সৃষ্টি, সৃষ্টিতল।
২| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ২:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর শেয়ার !
কেমন আছেন ismailuae09 ভাই ?
৩| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ২:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর শেয়ার !
কেমন আছেন ismailuae09 ভাই ?
৪| ৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫০
দাদুচাচা বলেছেন: দারুন !
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০১৩ দুপুর ২:০৪
উড়োজাহাজ বলেছেন: ভালো, সুন্দর পোস্ট।