নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন

ইছমাইল

ইছমাইল › বিস্তারিত পোস্টঃ

পবিত্র কোরআনে প্রকৃতি : পানি

০২ রা জুলাই, ২০১৩ সকাল ১১:৪০



পানি হলো মানুষের জন্য আল্লাহর বিশেষ রহমত। দুনিয়ার ৭০ ভাগ হলো পানি । তাছাড়া মানুষের শরীরের ৭০ ভাগে রয়েছে পানি । কথায় আছে পানির অপর নাম জীবন। বি স্বীকার করে মানুষ সহ কোনো প্রানীর পক্ষেই পানি ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়।জীবনের জন্য অপরিহার্য পানির অন্য হাজার রকমের ব্যাবহার আছে। পবিত্র কোরআনে পানি সম্পর্কে অনেক আয়াত রয়েছে। এখানে সে সকল আয়াত থেকে কয়েকটি উল্লেখ করা হলো:



তিনিই আসমান ও জমিন ছয় দিনে তৈরি করেছেন, তাঁর আরশ ছিল পানির উপরে, তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান যে, তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো কাজ করে। আর যদি আপনি তাদেরকে বলেন যে, "নিশ্চয়ই তোমাদেরকে মৃত্যুর পর জীবিত উঠানো হবে, তখন কাফেররা অবশ্য বলে এটা তো স্পষ্ট যাদু।" (সুরা হুদ: আয়াত ৭)



"কাফেররা কি ভেবে দেখে না যে, আকাশমন্ডলী ও পৃথিবীর মূখ বন্দ ছিল, অত:পর আমি উভয়কে খুলে দিলাম এবং প্রানবন্ত সবকিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম। এরপর ও কি তারা বিশ্বাস স্হাপন করবে না? (সুরা আম্বিয়া আয়াত ৩০)



তখন আমি খুলে দিলাম আকাশের দ্বার প্রবল ভারিবর্ষনের মাধ্যমে এবং ভূমি থেকে প্রবাহিত করলাম প্রস্রবন। অতঃপর সব পানি মিলিত হলো এক পরিকল্পত কাজে। (সুরা ক্বামার: আয়াত ১১,১২)



বলুন তোমরা ভেবে দেখেছ কি, যদি তোমাদের পানি ভূগর্ভের গভীরে চলে যায় তবে কে তোমাদেরকে সরবরাহ করবে পানির স্রোতধারা। (সুরা আল মূলক: আয়াত ৩০)



মূলত নেয়ামত তো তাদের জন্য যারা শোকরিয়া আদায় করে, তাই আসুন আমরা সকলে আল্লাহর নেয়ামতের শোকরিয়া আদায় করি।

ইসলাম ও মানব জীবন।

ইছমাইল,

দুবাই,সংযুক্ত আরব আমিরাত.

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: মূলত নেয়ামত তো তাদের জন্য যারা শোকরিয়া আদায় করে, তাই আসুন আমরা সকলে আল্লাহর নেয়ামতের শোকরিয়া আদায় করি।

ফাবিআ্য়্যি আলাই রাব্বিকু মা তুকাজ্জিবান?

আলহামদুলিল্লাহ, ইয়া রব।
শোকরিয়া ইয়া মাওলা;
সুবহানাল্লা ইয়া আল্লাহ।

২| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:১১

আমি কবি নই বলেছেন: শুকরিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.