নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যদি মানুষের উপকারে না আসে, সেই জীবনের মূল্য নেই। সবার মাঝে বিলিন হতে পারাই জীবনের স্বার্থকতা। কান্না নিজের জন্য আর হাসি সবার জন্য।

ইসমাঈল আযহার

মেইল[email protected], স্বপ্ন দেখি শুদ্ধ মানুষ হওয়ার, সোনার বাংলা গড়ার। শখ, লেখালেখি, ঘুরে বেড়ানো। সঙ্গি বই। ভালবাসি মাকে, নিজেকে, আমার বাবাকে।

ইসমাঈল আযহার › বিস্তারিত পোস্টঃ

বইপোকা ও আমি

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৫

আমি প্রায় বাতিঘরে যাই। ভাল লাগে বইয়ে ভর্তি একটা ঘরে বসে বই পড়তে। বাইয়ের গন্ধে যেন মৌ মৌ করে চারপাশ। আহা বইয়ে ভর্তি এমন একটি ঘর যদি আমার থাকত!
বাতিঘর থেকে বাসায় পৌঁছে যখন আমার বইয়ের আলমারিটা দেখি- খুব খারাপ লাগে। আমার জীর্ণশীর্ণ লাইব্রেরী। অধিকাংশ ছেঁড়াভুরা বই, যা পল্টন থেকে সস্তা দরে কেনা। তবও বইয়ে অপরিপুষ্ট এই লাইব্রেরীটার জন্য আমার অনেক মায়া মমতা।
একদিনের কাহিনী, বাতিঘরে বই পড়ছি। আমার পাশে বসে বই পড়ছে পিচ্চি এক মেয়ে। বয়স আট কি নয় হবে। সে খুব মনোযোগের সঙ্গে বই পড়ছে এবং খুবই দ্রুত পাতা উল্টাচ্ছে। আমি অবাক হলাম- একফোঁটা মেয়ে কি দ্রুতইনা পড়ছে। তার আশপাশে আমি এবং যে কয়েকজন পড়ছি সবার চেয়ে বইয়ের পাতায় মনোযোগ তার বেশি।
আমি একটু ঝুকে দেখার চেষ্টা করলাম, মেয়েটি কি বই পড়ছে। সে বই থেখে মুখ না তুলেই জিজ্ঞেস করল,
চাচু কি বই পড়ছেন আপনি?
আমি একটু ধাক্কার মতো খেলাম। হয়ত মেয়েটি বুঝেছে যে, আমি দেখার চেষ্টা করছি সে কী বই পড়ছে। তা ছাড়া আমাকে আমার দু’বছরের ভাতিজি ব্যতীত কেউ কোনোদিন চাচু বলে ডাকেনি। এই প্রথম। মেয়েটির ন’বছর, আমার উনিশ। এই জন্য কী আর চাচু বলতে হবে! মিজাজটা গরম হল খুব। কিন্তু মেয়েটিকে বুঝতে দেওয়া যাবে না। এমনিতে সে আমার একটা কাণ্ড ধরতে পেরেছে। চালাক মেয়ে নিশ্চয়।
তাই হেসে বললাম, হিমু পড়ছি।
মেয়েটি চোখ কপালে তুলে বলল, আপনি এখনো হিমু পড়েননি?
ওর প্রশ্ন শুনে মনে হল, হিমু না পড়াটা বোধ হয় খুব দোষের কিছু।
তুমি পড়েছ?
অনেক আগেই পড়েছি।
বাহ বেশ ভাল। তা আর কী কী বই পড়েছ তুমি?
অনেক বই পড়েছি, অতো নাম বলতে পারবো না।
আমি যে বইটি পড়ছি আর মেয়েটি যে বইখানা পড়ছে দু’টিই কলেবরে প্রায় সমান সমান। দু’তিন পাতা কম বেশি হবে হয়ত। আমার অর্ধেকটা শেষ হতে না হতেই মেয়েটি ‘শেষ’ বলে উঠে গেল। শুধু আমি না, সবাই তার দিকে অবাক চেয়ে আছে। হয়ত আমি যা ভাবছি ওরাও তা-ই ভাবছে।
আমি এখনো মাঝে মধ্যে বাতিঘরে যাই। বাতিঘরে যখন কোন ছোট ছেলেমেয়েদের মনোযোগ সহকারে বই পড়তে দেখি- খুব অবাক লাগে। এই বয়সে ওদের কার্টুন দেখার কথা টিভিতে। অথবা মোবাইল ফোনে গেম্স নিয়ে পড়ে থাকার কথা। আজকাল আধুনিক মা বাবারা তো সন্তানদের এভাবেই বড় করে তুলছে। শুধু ক্লাসের বইগুলো পড়লেই হল। অতোসব বই পড়ে হবেটা কী?
আমি সাধুবাদ জানাই, ওই সকল মা বাবাদের যাঁরা সন্তানের হাতে ভাল একটি বই তুলে দিতে পারলে খুশি হয়।



(বি: দ্র: বাতিঘরে, বিশ্ব সাহিত্ব কেন্দ্রে, অথবা পাঠক সামাবেশে যদি কারো যাওয়া আসা থাকে একটু সারা দিবেন)

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫১

আবু মুহাম্মদ বলেছেন: ভালো লিখেছেন

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৬

ইসমাঈল আযহার বলেছেন: ধন্যবাদ আবু মুহাম্মদ ভাইয়া

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৯

শায়মা বলেছেন: যাই, বই, পিচ্চি, ধাক্কা, আগিই ঠিক করো ভাইয়া..... :)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬

ইসমাঈল আযহার বলেছেন: ম্যে কুছ ভী নেহি সমঝি তেরি বাত।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫২

আরোগ্য বলেছেন: "আমি সাধুবাদ জানাই, ওই সকল মা বাবাদের যাঁরা সন্তানের
হাতে ভাল একটি বই তুলে দিতে পারলে খুশি হয়।"

কথাটির সাথে একমত।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৫

ইসমাঈল আযহার বলেছেন: আরোগ্য লাভ কামনা করি, যদি............।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪০

রাকু হাসান বলেছেন:

বাহ বইপোকা । আমি তো প্রায়ই যাই :) । বইপোকা মানুষদের জন্য সব সময় আলাদা ভালোবাসা আমার । আপনার জন্যও তাই । :)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৫

ইসমাঈল আযহার বলেছেন: সামনে কবে যাচ্ছেন? বকীভাবে আপনাকে চিনব? বলবেন দয়াকরে।

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫০

রাকু হাসান বলেছেন:

ভাইয়া আমার ঠিক নেই । হুটহাট যাই । তবে আমি সামনে যখন যাব চেষ্টা থাকবে ব্লগে যোগাযোগ করার । :) চেনার ব্যবস্থাও করবো নে । :-B

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৪

ইসমাঈল আযহার বলেছেন: অসংখ্য ধন্যবাদ রাকু ভাইয়া

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: শিরোনামটি যথাযথ হয়েছে লেখার সাথে। শুভরাত্রি।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৭

ইসমাঈল আযহার বলেছেন: অকৃপণ প্রশংসার জন্য থাঙ্কু । শুভরাত্রি। আপনি তুমির নামটা সুন্দর।

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৫

সনেট কবি বলেছেন: বেশ

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৯

ইসমাঈল আযহার বলেছেন: ঝাজাকাল্লাহ ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.