নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যদি মানুষের উপকারে না আসে, সেই জীবনের মূল্য নেই। সবার মাঝে বিলিন হতে পারাই জীবনের স্বার্থকতা। কান্না নিজের জন্য আর হাসি সবার জন্য।

ইসমাঈল আযহার

মেইল[email protected], স্বপ্ন দেখি শুদ্ধ মানুষ হওয়ার, সোনার বাংলা গড়ার। শখ, লেখালেখি, ঘুরে বেড়ানো। সঙ্গি বই। ভালবাসি মাকে, নিজেকে, আমার বাবাকে।

ইসমাঈল আযহার › বিস্তারিত পোস্টঃ

জীর্ণ জীবন

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৩


মন বিষণ্ন হয়ে যায় সময় অসময়ে,
কখনো এর পেছেনে থাকে কারণ, কখনো অকারণে।
বন্ধু বান্ধব কত অতি আপনজন, স্বার্থ ফুরোলে পড়ে কেটে,
মরার মতো পড়ে থাকি বিছানায় কত অসুখ বিসুখে।
কত চেনা মুখ পাশ কেটে চলে যায়, কার খোঁজ কে রাখে?
খেয়ে না খেয়ে কোনোভাবে দিন করি পার,
এভাবে ধুকে ধুকে কেটে যাবে বুঝি দিন আমার।
বয়স আমার দাঁড়াবে সত্তুরে, মৃত্যু-দুত কখন আসে অজানা,
চারিদিকে কত নাতি, পোতা, ছেলে, বউমা,
কেউ পুট পুট করে কোলে বসে ড়াকছে আমায় দাদা।
খুন খুনে এই আমি কখনো অচেতন পড়ে থাকি,
কখন কী করি তার থাকে না হুশ,
সবাই প্রাণচাঞ্চল্য আমি একা বেহুশ।
ছেলেরা ব্যস্ত চাকরি নিয়ে, বউরা ব্যস্ত কাজে,
কেউ লয় না খোঁজ আমার, পড়ে থাকি কুঁড়ে ঘরে।
ছেলেরা যখন বাড়ি ফেরে রাত বেরাতে,
বউরা সবাই ব্যস্ত তখন পতি-সেবা দানে।
সারাদিন না খেয়ে ভীষণ অনাহারে কাঁপছে যখন বাবা,
পুরো বাড়ি, পুরো শহর ঘুমিয়ে আছে তখন, ঘুমিয়ে সবাই সারা।
মৃত্যু-যম দুত এসে নিশি রাতে; লয়ে গেল আমার প্রান,
সকলে ঘুমে বিভোর, আমার শেষ হয়ে গেল রঙ্গীন জীবন।
ফজরবেলা এসে কেউ রেখে যাবে অজুর পানি,
নিদ্রা ভেঙে আমি আর উঠব না, পড়ব না নামাজ,
আর কোনোদিন শুনব না আযানের ধ্বনি।
সকালবেলা পুরো বাড়ি পড়ে যাবে সারা,
কেউ আচলে মুখ লুকিয়ে করবে ভান,
কারো চোখের পানি মিছে।
গায়ে আমার জাড়াবে কাফন, আসবে রেখে গোরে।
দু’দিন গেলে তিন দিনের মাথায় ভুলবে সকলে।
এটাই হল নির্মম বাস্তবতা।


কবিতাটি উৎসর্গ করা হল লেখিকা শায়মা আপুকে।

(কিছু দিন আগের কথা, ব্লগের অন্যতম লেখিকা শায়মা আপু কাগজের ফুল বানাতে বলেছিল আমাকে। নিজের ব্যর্থতা স্বীকার করে সেদিন বলেছিলাম, আমার দ্বারা সম্ভব না। শায়মা আপু বলেছিল, তাহলে একটা কবিতা লিখে পোস্ট দিও। আমি কবিতা লেখি না। লেখি না, পারি না তাই। কিন্তু ওই দিন কি মনে যেন খাতা কলম নিয়ে বসলাম কবিতা লেখার জন্য। তারপর একটানে যে কবিতাটি লেখে ফেললাম, পাঠক! ইতোমধ্যে সেটি আপনি পড়ে ফেলেছেন। )

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২১

সনেট কবি বলেছেন: কিছুটা পড়লাম।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩০

ইসমাঈল আযহার বলেছেন: পুরোটা পড়লে বেশ খুশি হতাম।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩২

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৫

ইসমাঈল আযহার বলেছেন: আমি স্বাধারণত কবিতা লেখি না। না পারলে কী লিখব বলেন? কিন্তু আমার খুব মন চাই কবিতা লিখে খাতা ভরে ফেলতে।

৩| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ২:০৪

সূর্যালোক । বলেছেন:
বাস্তবতা হতাশা । কবিতায় দারুণ হয়েছে । আমিও নতুন । প্লাস
পড়ার অনুরোধ ।

০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

ইসমাঈল আযহার বলেছেন: থ্যাঙ্কু সূর্য়ালোক।

৪| ০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

সৈয়দ ইসলাম বলেছেন:
ছবিটা উপরে দিলে মনে হয় ভাল হত।

খুব ভালই লেখছেন। এক্টিভেটি টিকিয়ে রাখুন আর লেখে যান।

০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

ইসমাঈল আযহার বলেছেন: ধন্যবাদ সৈয়দ ভাইয়া

৫| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১২:০৪

ওমেরা বলেছেন: আপনি যে যাকে উৎসর্গ করেছেন তার নামের বানান শায়মা আরো ব্লগার আছে তার নাম সায়মা ।
পৌঢ দিবসের কবিতা ভাল হয়েছে ।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৬

ইসমাঈল আযহার বলেছেন: ভুল ধরিয়ে দেয়ার জন্য অনেক অন্নেক ধন্যবাদ ওমেরা- আপনাকে। এবং প্রশংসা করার জন্য। আপনার নামটা খুব হুন্দর।

৬| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১:৩৭

কাওসার চৌধুরী বলেছেন:



কবিতা পাঠে ভাল লাগলো। শুভ কামনা আপনার জন্য।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১:৪২

ইসমাঈল আযহার বলেছেন: থ্যাঙ্কু ভাইয়া ।শুভ রাত্রি

৭| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৩৪

আরোগ্য বলেছেন: পাঠে মুগ্ধতা। লাইক নিন।

০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৫

ইসমাঈল আযহার বলেছেন: ধন্যবাদ আরোগ্য। আমি প্রচুর অসুস্থ । আমার জন্য দুয়া করবেন।

৮| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩১

আরোগ্য বলেছেন: ইনশাআল্লাহ শীঘ্রই আরোগ্য লাভ করবেন।

০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৭

ইসমাঈল আযহার বলেছেন: আমীন । তাই যেন হয়।

৯| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৯

শায়মা বলেছেন: আমি তো ভেবেছিলাম তুমি পিচ্চু এখন কবিতা পড়ে তো মনে হচ্ছে বুড়ামানুষ!!!




যাইহোক খুবই সুন্দর কাব্য হয়েছে ভাইয়া! এক্সসেলেন্ট! :)

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫২

ইসমাঈল আযহার বলেছেন: আমি তো তোমাকে আগেই বলেছি যে আমি খুব বুড়ো, আমার চিন্তা ভাবনাগুলোও । বুড়ে বুড়ো কিছু লিখতে আমার ভাল লপাগে। আর আমি যা পারব না তাও বলতে ভাল লাগে।
যেমন আমি এখনো বিয়ে করিনি কিন্তু আমার এক লেখায় আমি নিজ হাতে আমার স্ত্রীকে খুন করলাম।
রাত জেগে জেগে আরো কতোকিছু যে করি তার শেষ নেই।
আমি ভাল একজন লেখক হতে চাই, জীবনে একটাই স্বপ্ন আমার। কিন্তু তা কতোটা মজবুত জানিনা, ভেঙ্গে যাবে কি না তাও বলতে পারি না।

১০| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:১০

শায়মা বলেছেন: না না এত সহজে ভাঙ্গলে চলবে!!!


ভাঙ্গলেও মচকাবে না!!!!!!!! :)

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:২১

ইসমাঈল আযহার বলেছেন: তোমার কথা শুনে না আমার খুউব হাসি পাই।
দুয়া করো যেন না মচকায়।
আচ্ছা তুমি কোনো দৈনিকে লেখ না

১১| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৪

শায়মা বলেছেন: হা হা দৈনিকে না কিনতু মাসিক, ত্রৈমাসিকে লিখি। :)

তবে সদা ও সর্বদাই লিখি তবে প্রকাশ করি না ...

এক্ষনি কি লিখলাম দেখবে???

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৫

ইসমাঈল আযহার বলেছেন: দেখাও তো কি লিখতেছো?
দেখাও না প্লিজ

১২| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১:০৪

শায়মা বলেছেন: প্রেম আসে
প্রেমিকার চোখে রাজ্যের ঘুম
জেগে থাকা স্বপ্নের দুটি ডানা চাই...

স্বপ্নটা মেলে দিলো আকাশেতে ডানা
উড়ে উড়ে দূরে গিয়ে
কোথায় হারায়!

ঠিকানাবিহীন পথে মেঘেদের সাথে
হারালো কি মন আজ
কোজাগরী চাঁদে!
:P

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১:১৬

ইসমাঈল আযহার বলেছেন: বাহ তুমি এত্তো চমৎকার লেখো !
সত্যি খুব ভাল লেগেছে পড়ে
তোমার ওপর ইর্ষা হচ্ছে কেন আমি এমন লিখতে পারি না।
কবিরা যুগ যুগ ধরে বেঁচে থাকে তাদের কবিতায়। তুমিও বেঁচে থাকবে আশা করি। এবং দুয়া করি।

১৩| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১:১৮

শায়মা বলেছেন: আমি কবি না!!

আমি ইচ্ছা সাধক! যতক্ষন যা ভালো লাগে তাই সাধনা করি ....

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১:২৫

ইসমাঈল আযহার বলেছেন: আমি ওতো সাধক । তবে ইচ্ছে সাধক না। আমি সাহিত্যের সাধক।

১৪| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪১

শায়মা বলেছেন: আমি দুনিয়ার যা ভালো লাগে তাই একটু সেধে দেখা সাধক। তাই অবশ্য কোনোটাতেই স্টিকি নহি! :P

১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৭

ইসমাঈল আযহার বলেছেন: তুমি আমাকে মিথ্যে কথা বলেছো ।
গান শোনাতে চেয়ে শোনাওনি।

১৫| ১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৩

শায়মা বলেছেন: হায় হায় শুনালাম না!!!!!!! সেদিন রাতে!!!


ওকে ওকে এইটা শোনো তাইলে :)


১৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

ইসমাঈল আযহার বলেছেন: ও জোনাকি! কী সুখে ওই ডানা দু’টি মেলেছো? তোমার গাওয়া সত্যি? চমৎকার!
ছবিগুলো তোমার আঁকা , তাইনা?
তোমার ইউটিউব আইডি আছে নাকি আবার?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.