নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যদি মানুষের উপকারে না আসে, সেই জীবনের মূল্য নেই। সবার মাঝে বিলিন হতে পারাই জীবনের স্বার্থকতা। কান্না নিজের জন্য আর হাসি সবার জন্য।

ইসমাঈল আযহার

মেইল[email protected], স্বপ্ন দেখি শুদ্ধ মানুষ হওয়ার, সোনার বাংলা গড়ার। শখ, লেখালেখি, ঘুরে বেড়ানো। সঙ্গি বই। ভালবাসি মাকে, নিজেকে, আমার বাবাকে।

ইসমাঈল আযহার › বিস্তারিত পোস্টঃ

গ্রেফতারকৃত পাইলট কে ফিরিয়ে দেয়া নিয়ে তার সন্তানকে পাঠানো পাকিস্থানি আর্মির খোলা চিঠি

০১ লা মার্চ, ২০১৯ দুপুর ১:১৯

সদ্য গ্রেফতারকৃত পাইলট কে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়া নিয়ে তার সন্তানকে পাকিস্থানি আর্মির একটি খোলা চিঠি।

হায় ছোট্ট বানি
অভিনন্দন, এই কারনে যে তুমি তোমার বাবাকে হাগ করতে যাচ্ছো শীঘ্রই। আমরা তাকে শীঘ্রই ফিরিয়ে দিচ্ছি তোমার কাছে একটি গিফট হিসেবে, সেটা কোন বিষয় না যে সে তোমার মতো অনেককেই বোমা মারতে এসেছিল।

বানী শুনো যখন তুমি খুব তাড়াহুড়ো করে তোমার বাবাকে জড়িয়ে ধরবে তুমি দয়া করে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে আমাদের তরফ থেকে, সেটা হলো “ বাবা কাশ্মিরী শিশুদের কি অধিকার নাই সুখে শান্তিতে তাদের বাবার সাথে থাকার”? তাকে জিজ্ঞেস করো যে-কেন তাকে দয়া করা হয়েছে এই বৈরী পরিবেশে ধরা পরার পরেও?

তাকে জিজ্ঞেস করো যুদ্ধ এবং ঘৃনার মূল্য কতো? তাকে জিজ্ঞেস করো কোন জিনিস সবচেয়ে বেশী শক্তিশালী? ঘৃনা নাকি ভালবাসা? তাকে জিজ্ঞেস করো জীবনে সবচেয়ে কি বেশী সুন্দর জীবন নাকি মৃত্যু?

এইসব প্রশ্নের উত্তরের প্রত্যাশায় থাকবো আমি, ভাল থাকো ছোট্ট বানী। এবং আমি আশা করবো তুমি আমাদের এখানে বেড়াতে আসবে তোমার বাবার সাথে এবং হাতে মিসাইল এবং বোম্বের পরিবর্তে থাকবে ফুল।

এবং আরেকটি বিষয় সেটা হলো আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি যে তোমার হাসি কেউই ছিনাইয়া নিতে পারবে না এবং আমাদের জন্মভূমি ও কেউ ধ্বংস করতে পারবে না। ভালো থাকো তোমার বাবার সাথে।

Hi little bunny!!
Congrats you are going to hug your Dad very soon .We are sending him back to you as a gift no matter if he came to bomb many like you .Bunny listen ! i have a request to you .when he will rush and hug you tight, kindly ask him few questions on my behalf .Ask him : Dad dont kashmiri kids like me have any right to live happily with their Dads ? .Ask Him what if they have left you on the mercy of violent Mob ?.Ask Him what wars and hatred cost ?.Ask him whats is more powerful ? Hate of love ?.Ask Him what is more beautiful life or Death ?.I will be awaiting the answers of these questions .Stay happy little bunny ,I wish you to visit us one day with your dad taking flowers in hands rather than missiles and bombs .Han one thing more ,I promise you we will not let anybody snatch your smile and use our land for destruction.Stay happy with your Dad.
Humanity lover ,
সংগৃহীত

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৯ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: চিঠি কি সত্য নাকি?

২| ০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৩:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: চিঠিটা ভালো। কিন্তু এটা কি আসলেই কোন পাকিস্তানিি সৈন্য লিখেছে? ওদের অতীত ইতিহাস কী বলে? শুধু পাকিস্তানি কেন কোন দেশের সেনারাই এমন ধারণা পোষণ করার কথা নয়। সৈন্যদের তো তৈরিই করা হয় যুদ্ধের জন্য।

৩| ০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৩:৫৯

মাহমুদুর রহমান বলেছেন: আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই।
ইমরান খান।

আমি বলবো ভারত পাকিস্তান উভয়ই চরম শক্তিশালী।তবে তাঁদের এই শক্তি প্রদর্শনের মাঝে মারা যায় নিরীহ মানুষ।আশা করবো তারা শান্তি বজায় রেখে চলবে আগামীর পথে।

৪| ০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৪:১০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আবেগঘন চিঠি। চিঠির সূত্র কি? দয়া করে উত্তর দিবেন জনাব, ইসমাঈল আযহার।

৫| ০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৫:২৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
মুরুব্বি,

চিঠিটা ফেসবুকেও দেখলাম, কিন্তু কোন রেফারেন্স দেখলাম না ;)

দয়া করে রেফারেন্স...!

৬| ০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৫:৩১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

আরেকটা কথা,

পোস্টের শেষে দুঃখ প্রকাশ করে আপনার পোস্টের ধর্ষণের খবরটা সবাইকে জানিয়ে দিন :(

আমার এই মন্তব্য প্রকাশের আগ পর্যন্ত ৮৪৪বার পাঠ করা হয়ে গেছে।


এরা মুরুব্বিও বুঝে না =p~

৭| ০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৫:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সত্যি হৃদয় বিদারক চিঠি!
যদি আসলেই এটা সত্যি হয়ে
থাকে তা হলে বানী হবে পৃথিবীর
শ্রেষ্ঠ ভাগ্যবান শিশু।

৮| ০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৫:৩২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
এখন ৮৯০

ধর্ষণ চলছে...

৯| ০১ লা মার্চ, ২০১৯ রাত ৮:৫৮

রিফাত হোসেন বলেছেন: ভারত তুলনায় এগিয়ে থাকলেও পাকিরা ছেড়ে দেবার পাত্র নয়। যুদ্ধ ভাল কিছু বয়ে আনবে না।

১০| ০১ লা মার্চ, ২০১৯ রাত ১০:২৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: চিঠিটা ফেক।

১১| ০১ লা মার্চ, ২০১৯ রাত ১০:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ফাকিস্তানিরা এত্তো আজকাল ভালো ভালো কাজ করে, কথা বলে...
সেটি ভাবতে ভালো লাগে।

১২| ০২ রা মার্চ, ২০১৯ রাত ২:৩৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যুদ্ধ চাই না আমরা শান্তি চাই।
.............................................................
সে যেই হোক তাকে অভিনন্দন ।

১৩| ০২ রা মার্চ, ২০১৯ রাত ২:৫৫

ওসেল মাহমুদ বলেছেন: ইমরান খান কে বাহবা দিতে হয় অভিনন্দন(ভারতীয় পাইলট) কে নিয়ে রাজনীতির খেলায় ভারত কে বোল্ড আউট করার জন্যে !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.