নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যদি মানুষের উপকারে না আসে, সেই জীবনের মূল্য নেই। সবার মাঝে বিলিন হতে পারাই জীবনের স্বার্থকতা। কান্না নিজের জন্য আর হাসি সবার জন্য।

ইসমাঈল আযহার

মেইল[email protected], স্বপ্ন দেখি শুদ্ধ মানুষ হওয়ার, সোনার বাংলা গড়ার। শখ, লেখালেখি, ঘুরে বেড়ানো। সঙ্গি বই। ভালবাসি মাকে, নিজেকে, আমার বাবাকে।

ইসমাঈল আযহার › বিস্তারিত পোস্টঃ

বিশ্বে ২০১৯ সালের সর্বাধিক সম্মানিত ৪০ পুরুষ ও মহিলার তালিকা

০১ লা আগস্ট, ২০১৯ দুপুর ২:০২

ছবি নিজের তৈরি।

বিশ্বের সর্বাধিক সম্মানিত মহিলা ও পুরুষের একটি তালিকা করা হয়েছে। এ তালিকায় মুসলিমদের মধ্যে রয়েছে মোট ৫ জন। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও সর্বকনিষ্ঠ নবেলজয়ী মালালা ইউসুফজাই। ভারতের মুসলিম সুপারহিট অভিনেতা শাহরুখ খান, সালমান খান ও আমির খানও রয়েছে এই তালিকায়। সম্প্রতি এই তালিকা একটি বিশ্ব সংস্থা ‘ইউগোভ’(YouGov) প্রকাশ করেছে।

পাকিস্তানি গণমাধ্যম ডেইলি পাকিস্তান অনলাইনের খবরে বলা হয়েছে,  সংস্থাটি ৪১ টি দেশে সমীক্ষা চালিয়ে ৪২ হাজার লোকের ভেতর থেকে বাছায় করে এই তালিকা তৈরি করেছে। এই তালিকায় পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক বিভাগ রয়েছে।

পুরো বিশ্বে 2019 সালের ২০ জন সর্বাধিক প্রশংসিত পুরুষ

1 বিল গেটস
2 বারাক ওবামা
3 জ্যাকি চ্যান
4 শি জিনপিং
5 জ্যাক মা
6 নরেন্দ্র মোদী
7 ক্রিস্টিয়ানো রোনালদো
8 দালাই লামা
9 লিওনেল মেসি
10 ভ্লাদিমির পুতিন
11 ওয়ারেন বাফেট
12 অমিতাভ বচ্চন
13 এলন কস্তুরী
14 ডোনাল্ড ট্রাম্প
15 পোপ ফ্রান্সিস
16 শাহরুখ খান
17 ইমরান খান
18 সালমান খান
19 রিসেপ তাইয়েপ এরদোগান
20 অ্যান্ডি লাউ

পুরো বিশ্বে 2019 সালের ২০ জন সর্বাধিক প্রশংসিত মহিলা

1 মিশেল ওবামা
2 অপরাহ উইনফ্রে
3 অ্যাঞ্জেলিনা জোলি
4 রানী এলিজাবেথ (দ্বিতীয়)
5 এমা ওয়াটসন
6 মালালা ইউসুফজাই
7 পেং লিয়ুয়ান
8 হিলারি ক্লিনটন
9 তুই ইউইউ
10 টেইলর সুইফ্ট
11 কুমারী মেরী
12 অ্যাঞ্জেলা মার্কেল
13 দীপিকা পাড়ুকোন
14 প্রিয়ঙ্কা চোপড়া
15 এলেন ডিজেনেরস
16 ঐশ্বরিয়া রায়
17 সুস্মিতা সেন
18 থেরেসা মে
19 মেলানিয়া ট্রাম্প
20 ইয়াং মি

সূত্র ceoworld.biz, dailypakistan.com

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৯ দুপুর ২:৪৮

জাহিদ হাসান বলেছেন: জননেত্রী শেখ হাসিনা দশ লাখ রোহিঙ্গার জীবন বাচিঁয়েছেন। উনার নাম লিস্টে নাই। আজব তো।

২| ০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৩:১৩

কাওসার চৌধুরী বলেছেন:



যারা এই তালিকা করেছে তাদের চান্দিতে সমস্যা আছে। এই সর্বাধিক "প্রশংসিত" তালিকায় নরেন্দ্র মোদি, সালমান খান, মালালা ইউসুফজাই, হিলারী ক্লিনটন, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, ঐশ্বরিয়া রাই, সুস্মিতা সেন আর থেরেসা মে থাকার যৌক্তিক কারণ কী বুঝলাম না!

৩| ০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৩:১৬

জাহিদ হাসান বলেছেন: কাওসার চৌধুরী বলেছেন: যারা এই তালিকা করেছে তাদের চান্দিতে সমস্যা আছে।

=p~ =p~
ভাই এদেরকে প্রচুর মারতে হবে। তা নাহলে এরা ঠিক হবে না।

৪| ০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৫:৩৩

রাজীব নুর বলেছেন: বেশির ভাগই অভিনেতা অভিনেত্রী।
এরা আমার কাছে সম্মানিত নন।
যারা দেশের জন্য কাজ। দেশের মানূষের জন্য কাজ করে তারাই আমার কাছে সম্মানিত।

৫| ০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

ঢাবিয়ান বলেছেন: বিচিত্র এক তালিকা!! নায়ক নায়িকা, প্রেসিডেন্ট সবাই আছে!!!

৬| ০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৫২

অন্তরা রহমান বলেছেন: অদ্ভুত তালিকা, এবং অযৌক্তিক :|

৭| ০২ রা আগস্ট, ২০১৯ সকাল ৯:০১

শায়মা বলেছেন: বাহ! গুড গুড!!

০২ রা আগস্ট, ২০১৯ রাত ১১:১৫

ইসমাঈল আযহার বলেছেন: তোমাকে হাজার হাজার গুড
হিহিহিহিহি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.