নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যদি মানুষের উপকারে না আসে, সেই জীবনের মূল্য নেই। সবার মাঝে বিলিন হতে পারাই জীবনের স্বার্থকতা। কান্না নিজের জন্য আর হাসি সবার জন্য।

ইসমাঈল আযহার

মেইল[email protected], স্বপ্ন দেখি শুদ্ধ মানুষ হওয়ার, সোনার বাংলা গড়ার। শখ, লেখালেখি, ঘুরে বেড়ানো। সঙ্গি বই। ভালবাসি মাকে, নিজেকে, আমার বাবাকে।

ইসমাঈল আযহার › বিস্তারিত পোস্টঃ

ব্লগে প্রথম বছর পূর্তি (একজন ভাল বন্ধুর নাম সামু...)

০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৭


আজ থেকে দু’সপ্তাহ আগে ব্লগে আমার প্রথম বছর পূর্ণ হল। ভেবেছিলাম, যেদিন আমার প্রথম বছর পূর্তি হবে সেদিন একটা পোস্ট করবো। কিন্তু ব্যস্ততার কারণে সেটা হয়ে ওঠেনি। খুব ব্যস্ততম সময় কাটিয়েছি কয়েকদিন। গতকাল রাতে ব্লগে ঢুকে দেখি আমার ব্লগের বয়স এক বছর দু’সপ্তাহ পেরিয়ে গেছে। লেখাটার দিকে চোখ পড়লে বুকের ভেতর কেমন যেন একটা অনুভূতি হল। ঠিক ভাল করে বুঝতে পারলাম না। আচ্ছা এই এক বছর দু’সপ্তাহে সামু আমাকে কী দিল? আমি কী দিলাম? পৃথিবী কী পেল আমার থেকে? আচ্ছা আমি কি একটুও পরিবর্তন হয়েছি?

আমার নিজেকে আমি কখন-ই বুঝতে পারিনি। মন খারাপ এর কারণটাও কখনও বলতে পারি না। এই রোগ আমার অনেক পুরোনো। আজ থেকে প্রায় বছরখানেক আগের কথা। একটা পত্রিকায় কাজ শুরু করেছি মাত্র। বাইরের দুনিয়া তখনও অতোটা জানি না। লেখক হিসেবে নিজেকে তৈরি করার প্রবল চেষ্টা। স্টুডেন্ট লাইফে আমার বন্ধুরা বলতো, অন্য পেশা গ্রহণ করে পাশাপাশি লেখালেখি করতে। কিন্তু আমি চাইতাম লেখালেখিটা পেশা হিসেবে গ্রহণ করতে। আজ তাই হয়েছে।

পত্রিকায় কাজ করা কারণে আমি ব্লগে খুব কম লিখেছি। সারাদিন পত্রিকায় কাজ করার পর ব্লগে পোস্ট করার জন্য আলাদা একটা লেখা তৈরি করতে বেশ কষ্ট হয়। তারপরও সামান্য কিছু লেখা দিয়েছি। যে কয়টা লেখা দিয়েছি তার বড় অংশ গল্প।

সত্যি কথা বলতে ব্লগটি (সামু) আমার প্রাণ ছিল। ব্লগে যখন ঢুকি খুব ভাল লাগে। প্রথমদিকে তো সারাদিন ব্লগে পড়ে থাকতাম। খুব পড়তাম। ব্লগটি আমার গর্ব। কিছু দিন লেখার পর হঠাৎ একদিন ব্লগে আর ঢুকতে পারি না। তখন পত্রিকার একটি সংবাদ চোখে পড়ল, ‘বন্ধ করে দেয়া হল তরুণদের সবচেয়ে জনপ্রিয় ব্লগ সাইট’। শিরনাম কিছুটা এমন ছিল। ডয়চে ভেলেও অনেক বড় প্রতিবেদন করেছিল। অন্যান্য বড় ছোট সমস্ত পত্রিকা নিউজ করল। আমি হতাশ হলাম।সবচেয়ে খারাপ লেগেছিল এটা জেনে যে, ব্লগটিকে পর্ণ সাইটের তালিকাভুক্ত করা হয়েছে।

কষ্টটা তখন শেয়ার করার মত কোনো মানুষ ছিল না। নিজেকে ধিক্কার দিতে লাগলাম। এরকিছু দিন পর শায়মা আপুর সঙ্গে কথা হল। তিনি বললেন, ভিপিএন দিয়ে সামুতে আসা যাবে। তখন থেকে আবার সামুতে আসতে শুরু করেছি। রাতে কাজ শেষে যখন সামুতে ঢুকি খুব ভাল লাগে। সারাদিনের ক্লান্তিগুলো যেন ঝড়ে পড়ে।

মন্তব্য ৪১ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন। দ্রুত সামু মুক্ত হবে সে প্রত্যাশা থাকলো।

০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০১

ইসমাঈল আযহার বলেছেন: ধন্যবাদ ভাই। তাই যেন হয়। কামনা করি।

২| ০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ২:০৩

বিজন রয় বলেছেন: অভিনন্দন!

শুভব্লগিং।
শুভকামনা।

০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০১

ইসমাঈল আযহার বলেছেন: ধন্যবাদ

৩| ০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ২:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অভিনন্দন
শুভ ব্লগিং
ভালো থাকুন পাশেই থাকুন
সবার লিখা পড়ুন মন্তব্য করুন

০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৫

ইসমাঈল আযহার বলেছেন: ধন্যবাদ ছবি

৪| ০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৩

শায়মা বলেছেন: গুড গুড আমার জন্য আবার ব্লগে আসতে পারলে তুমি! :) :) :)

ভেরী গুড গুড গুড! :)

০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৪

ইসমাঈল আযহার বলেছেন: হুম। তুমি না বললে হয়ত আরও দেরি হয়ে যেত। আমি জানতাম এটা গোড়া থেকে উপড়িয়ে ফেলা হয়েছে।

৫| ০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৮

নীল আকাশ বলেছেন: প্রথম বর্ষপূর্তির অভিনন্দন।

০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০২

ইসমাঈল আযহার বলেছেন: ধন্যবাদ নীল ভাইয়া

৬| ০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: অভিনন্দন ভায়া। এগিয়ে যান..............

০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৪

ইসমাঈল আযহার বলেছেন: ধন্যবাদ

৭| ০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: শুভ কামনা, ব্লগিং করতে থাকুন যুগ যুগ ধরে

০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১১:২৫

ইসমাঈল আযহার বলেছেন: মানুষ ধন্যবাদ

৮| ০৩ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:



অভিনন্দন।

ছবি তোলা ও ছবি আকাঁর ব্যাপারে ইসলামের বক্তব্য কি?

০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১১:২৬

ইসমাঈল আযহার বলেছেন: আমাকে এমন প্রশ্ন?
যাইহোক। প্রয়োজন হলে সবরকম ছবি তোলা যায়েজ আছে। তা ছাড়া শুধু প্রাণহীন জিনিসের ছবি তোলা এবং আঁকা বৈধ। আরও বেশি জানতে চাইলে কোনো মুফতি সাহেবের কাছে গিয়ে জানতে হবে।

৯| ০৩ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনাকে আজই প্রথম দেখলাম। শুভকামনা

০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১১:৪০

ইসমাঈল আযহার বলেছেন: আপনাকে আমি আগেই দেখেছি। ধন্যবাদ।

১০| ০৩ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

আহমেদ জী এস বলেছেন: ইসমাঈল আযহার,




শুভেচ্ছা ।
থাকুন "সামু"র সাথেই। সবার মাঝে বিলিন হয়ে জীবনের স্বার্থকতা খুঁজুন।

০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১১:২৭

ইসমাঈল আযহার বলেছেন: জি ভাইয়া ধন্যবাদ

১১| ০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ৮:০৬

রাজীব নুর বলেছেন: আপনি ব্যস্ত কি নিয়ে? চাকরী, পড়ালেখা? ঘর সংসার?
আপনি কোণ পত্রিকায় কাজ করেন??

০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১১:২৯

ইসমাঈল আযহার বলেছেন: একটা অনলাইন পত্রিকায় কাজ করি। এখানে আমাকে ১২ ঘন্টা সময় দিতে হয়। publicvoice24.com।

১২| ০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ৮:৩০

আরোগ্য বলেছেন: অভিনন্দন

০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১১:২৯

ইসমাঈল আযহার বলেছেন: ধন্যবাদ

১৩| ০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রথম বর্ষপূর্তির অভিনন্দন। দ্বিতীয় বর্ষপূর্তির অভিনন্দন জানানোর জন্য অপেক্ষায় রইলাম।প্রথম বর্ষপূর্তির অভিনন্দন। দ্বিতীয় বর্ষপূর্তির অভিনন্দন জানানোর জন্য অপেক্ষায় রইলাম।

০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১১:৩০

ইসমাঈল আযহার বলেছেন: জি ভাইয়া দোয়া করবেন। ধন্যবাদ

১৪| ০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৯

বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা।।।


রোগ নিরাময় হোক এটাই কামনা করছি।।।

০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১১:৩২

ইসমাঈল আযহার বলেছেন: গতকাল আপনার আইডিতে ঢুকে অনেকগুলো লেখা পড়েছি ভাল লেগেছে অনেক।কিন্তু আপনার নামটা কেমন ‘‘ল’’। নামের রহস্যটা জানার অপেক্ষায় রইলাম।

১৫| ০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৫

সুপারডুপার বলেছেন: অনেক অভিনন্দন! শুভব্লগিং!
__________________
লেখক বলেছেন: আমাকে এমন প্রশ্ন? যাইহোক। প্রয়োজন হলে সবরকম ছবি তোলা যায়েজ আছে। তা ছাড়া শুধু প্রাণহীন জিনিসের ছবি তোলা এবং আঁকা বৈধ। আরও বেশি জানতে চাইলে কোনো মুফতি সাহেবের কাছে গিয়ে জানতে হবে।

@লেখক , নিশ্চয়ই মানুষের মধ্যে ঐ ব্যক্তিকে আল্লাহ পাক কঠিন শাস্তি দেবেন, যে ব্যক্তি প্রাণীর ছবি তোলে বা আঁকে।” (বুখারী শরীফ) ডিটেইল: মাসিক আল বাইয়্যিনাত

আপনি কি মনে করেন , মাসিক আল বাইয়্যিনাতে প্রকাশিত হাদিসগুলো ভুয়া ?

আর তখন মাসিক আল বাইয়্যিনাতের কথা অনুসারে: ইহুদীদের এজেন্ট, ওহাবী মতাবলম্বীরাই প্রচার করছে , ছবি তোলার ব্যাপারে ধর্মীয় কোন নিষেধাজ্ঞা নেই।
_______________________

০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ১২:০১

ইসমাঈল আযহার বলেছেন: আপনি কী বলতে চাচ্ছেন আমি ঠিক বুঝতে পারিনি।

১৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ১২:১৯

সুপারডুপার বলেছেন: @লেখক,

চাঁদগাজী সাহেবের প্রশ্ন টির উত্তরে আপনি বলেছেন , প্রয়োজন হলে সবরকম ছবি তোলা যায়েজ আছে।

কোনো মানুষের গবেষণার , অনুপ্রেরণা , শখের প্রয়োজনে ও তো ছবি লাগতে পারে। এটা অনেক ধরণের ছবিই হতে পারে। আপনার মতে , এইগুলো সবরকম প্রয়োজনীয় ছবি তোলা ইসলামে যায়েজ।

§ কিন্তু হাদিস অনুসারে প্রাণীর ছবি তোলা ও আঁকানো যাবে না।

§ তাহলে, হাদিস ও মাসিক আল বাইয়্যিনাত কি ভুল লিখেছে ?

০৪ ঠা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪২

ইসমাঈল আযহার বলেছেন: আপনি আমার কথা বোঝেননি। প্রয়োজন আর সখ এক জিনিস নয়।
এখন ধরুন আপনি হজ্বে যাবেন। আর একারণে আপনাকে ছবি তুলতে হবে। এটাকে বলে প্রয়োজন। যাইহোক এই বিষয় নিয়ে আর কথা বাড়াতে চাই না।

১৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ ভোর ৫:১৬

নূর আলম হিরণ বলেছেন: শুভেচ্ছা, ব্লগে নিয়মিত হউন। ব্লগের দুঃসময় যাচ্ছে, আশাকরি সমস্যা কেটে যাবে।

০৪ ঠা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৩

ইসমাঈল আযহার বলেছেন: ‘আশা করি সমস্যা কেটে যাবে’ তাই হোক।

১৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ ভোর ৬:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: বর্ষপূর্তিতে অভিনন্দন আপনাকে।
আপনার ব্লগিং জীবন আরো সুখকর ও কল্যাণময় হয়ে উঠুক।

১৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ৮:৩৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: একটা অনলাইন পত্রিকায় কাজ করি। এখানে আমাকে ১২ ঘন্টা সময় দিতে হয়। publicvoice24.com।


আপনাদের প্রতিদিন ভিজিটর কত?
এলেকজায় কত?

০৪ ঠা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৮

ইসমাঈল আযহার বলেছেন: এলেকজায় তো সবসময় এক থাকে না। কয়েকদিন আগে ১৩শ ছিল। বর্তমান পত্রিকার একটু অবস্থা খারাপ যাচ্ছে। পত্রিকার সম্পাদক যা আশা করেছিল পাঠক তারচেয়ে বেশি। হোস্টিং নিয়ে কিছু ঝামেলা হচ্ছিল। সামনে ডিজাইন পাল্টাচ্ছি। ভিজিটর কতো এটা শিওর বলতে পারবো না। আমাদের পেজ থেকে সবচে; বেশি পাঠক পাই। সাইট ভিউও কয়েকদিন আগেও প্রচুর ছিল। জানুয়ানি থেকে ফুলদমে কাজ শুরু হবে।

২০| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ১০:০৫

আর্কিওপটেরিক্স বলেছেন: অভিনন্দন !

২১| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩২

মাহের ইসলাম বলেছেন: অভিনন্দন ও শুভ কামনা রইল।
ভালো থাকবেন।

০৪ ঠা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫০

ইসমাঈল আযহার বলেছেন: ধন্যবাদ
আপনিও ভাল থাকবেন।

২২| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:২৭

সুপারডুপার বলেছেন: লেখক আপনার অবস্থা ঠিক এই রকম যে, বুঝেও না বুঝার ভান করা। আমি আপনাকে স্পষ্ট ভাবে প্রশ্ন করেছি : হাদিস ও মাসিক আল বাইয়্যিনাত কি ভুল লিখেছে ?

আপনি প্রশ্নটির উত্তরে না যেয়ে , পাশ কাটিয়ে যাচ্ছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.