নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যদি মানুষের উপকারে না আসে, সেই জীবনের মূল্য নেই। সবার মাঝে বিলিন হতে পারাই জীবনের স্বার্থকতা। কান্না নিজের জন্য আর হাসি সবার জন্য।

ইসমাঈল আযহার

মেইল[email protected], স্বপ্ন দেখি শুদ্ধ মানুষ হওয়ার, সোনার বাংলা গড়ার। শখ, লেখালেখি, ঘুরে বেড়ানো। সঙ্গি বই। ভালবাসি মাকে, নিজেকে, আমার বাবাকে।

ইসমাঈল আযহার › বিস্তারিত পোস্টঃ

করোনাভাইরাস: দোস্ত! এভাবেই কি মরে যাবো? কিছু অসহায়েত্বের কথা

৩০ শে মার্চ, ২০২০ সকাল ১০:৩৩



একটা সময় ভালবাসা প্রাপ্তির তীব্র আকাঙ্খা ছিল, কখনও একাকিত্বের দংশনে শরীর বিষাক্ত হতাম, পৃথিবীর হাজার হাজার অপ্রাপ্তি থেকে চোখ উঠে গেছে। এখন শুধু একটা চিন্তা -খাবার, খাবার, পেট।

এই চিন্তাটা যখন প্রবল হয়ে ওঠে, আমি দর দর করে ঘামতে থাকি। দ্বিতীয় তলার লোকদের তো চিন্তা নেই।

তবে গরীব অসহায়দের দিন বর্তমান পরিস্থিতিতে ভাল-ই যাচ্ছে (বোধ হয়)। তারা কিছুটা হলেও সাহায্য-সহযোগিতা পাচ্ছেন। কিন্তু আমাদের মতো মধ্যবিত্ব পরিবারগুলো পড়েছে দুর্ভোগে।

আমরা মানুষের কাছে হাত পাততে পারি না। সাহায্য বিতরণের তালিকায় আমাদের নাম ওঠে না। এই একটা জাতির সময় আজীবন খারাপ যায়। তবু পরিবারে এতোদিন শান্তি ছিল। কিন্তু এখন কি হবে?

গতকাল আমার এক মধ্যবিত্ব বন্ধু ফোন দিয়ে টাকা চাইল। সে জানালো, একদিন ধরে পরিবারের সবাই না খেয়ে আছে। ছোট ছোট ভাই বোনগুলোর মুখ সুকিয়ে গেছে। ঘরের বড় সন্তান হয়ে কিছুই করতে পারছে না সে।

অনিচ্ছা সত্ত্বেও তাকে ‘না’ বলতে বাধ্য হলাম। দুদিন পর নিজের কি অবস্থা হবে সেটা নিয়ে চিন্তিত আমি।

বন্ধুটি বলল, আজ বেশি গরীব হলেও কিছু একটা হতো। আমাদের একদিকে সম্মন আরেকদিকে ক্ষুধার তীব্র আঘাত। না করও কাছে বলতে পারি, আর না সহ্য করতে পারি। দোস্ত! জীবনে এতো কঠিন সময় আসবে কোনদিন ভাবতেও পারিনি।

আমি শান্তনা দেয়ার ভাষা হারিয়ে ফেললাম। চোখে জল চলে আসছে। চুপ করে আছি। কি কথা বলিশ না কেন? কিছু একটা বল দোস।

কি বলবো, ফোন কেটে দিলাম। বার বার ফোন আসছে। ফোনটি বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম। ব্যর্থ চেষ্টা!!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০২০ সকাল ১১:৪৫

ফয়সাল রকি বলেছেন: খুবই কষ্টকর। তবে সম্ভব হলে সাহায্যের হাত বাড়িয়ে দিন।

২| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: আহারে---

৩| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:৩৬

নেওয়াজ আলি বলেছেন:

৪| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ২:২০

করুণাধারা বলেছেন: আপনার পোস্ট পড়ে খুবই মন খারাপ হলো। আসলেই, মধ্যবিত্তের অসহায়তা সবচেয়ে বেশি। ঐকান্তিক প্রার্থনা থাকল, আল্লাহ আপনার এবং আপনার বন্ধুর সহায় হোন।

৫| ৩১ শে মার্চ, ২০২০ দুপুর ২:১৫

ভুয়া মফিজ বলেছেন: আপনার বন্ধুর ঘটনা শুনে খুব খারাপ লাগলো। আমি কি কোনভাবে সাহায্য করতে পারি?

০১ লা এপ্রিল, ২০২০ সকাল ১১:০০

ইসমাঈল আযহার বলেছেন: অনেক অনেক ভালোবাসা আপনার জন্য।
অবশ্যই করতে পারেন। তবে সে মনে হয় গ্রহণ করবে না। আর যদি জানতে পারে আমি এটা লিখেছি নাম পরিচয় নেই দেইনি তবু রাগ করবে। দেখি কিছু করা যায় কিনা।

এটা খুব দুঃসময় বিশেষ করে আমার জন্য। নিজেও তো কিছু করতে পারলাম না, আবার...।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.