নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যদি মানুষের উপকারে না আসে, সেই জীবনের মূল্য নেই। সবার মাঝে বিলিন হতে পারাই জীবনের স্বার্থকতা। কান্না নিজের জন্য আর হাসি সবার জন্য।

ইসমাঈল আযহার

মেইল[email protected], স্বপ্ন দেখি শুদ্ধ মানুষ হওয়ার, সোনার বাংলা গড়ার। শখ, লেখালেখি, ঘুরে বেড়ানো। সঙ্গি বই। ভালবাসি মাকে, নিজেকে, আমার বাবাকে।

ইসমাঈল আযহার › বিস্তারিত পোস্টঃ

ঢংয়ের দুনিয়া আজ রঙ শূন্য

২৫ শে মে, ২০২০ রাত ১২:২৬



ঢংয়ের দুনিয়া আজ রঙ শূন্য। চারিদিকে ডানাভাঙা প্রজাতি আর বিষণ্নতার ছাড়াছড়ি। করোনার মুখে লাথি মেরে বেপরোয়া চলাফেরা অনেক আগেই শুরু হয়েছে। ঈদ-মার্কেট নতুন কিছু নয়। দুশ্চিন্তার আকাশ কিছু কাল পর স্বচ্ছ হয়ে যাবে অথবা ভয় কেটে যাবে আমাদের। যতোই বলছি নিরানন্দ ঈদ কিন্তু অনেকের ঈদের মজা তো ধুয়ে যাচ্ছে না। ভাঙাচোড়া কিছু বাস চলা ব্যতীত দেশ ও দেশের মানুষ ঠিকই চলছে।

আমাদের মতো গরীব মানুষও শত শত টাকা খরচ করে রাস্তায় নামছে। বাজে লেখাকে কেউ চমৎকার বলে প্রশংসা করছে আর অসুন্দরী কেউ উচ্চ প্রশংসায় লুটিয়ে পড়ছে । এই দুর্দিনেও কেউ দশ পিচ পোশাক কিনছে কেউ আবার আত্মহত্যা করছে একটা জামা না পেয়ে।

যাইহোক আমার এবারের ঈদটা পরিবারের সঙ্গে কাটছে না। তবে পরিবার ছাড়া একা একা ঈদ করেছি জীবনে বহু বার। এটা নতুন কিছু নয়। অতো একটা খারাপও লাগে না। নতুন পোশাকটা দোকানেই পড়ে আছে। ওটা আনতে যাইনি করোনার ডরে। ভয়ে চুলও কাটতে পারছি না। এক শতাব্দি আগের পুরোনো বাড়িতে বসবাস করা কোনও চুল বড় সন্ন্যাসীর মতো লাগছে। এখন আমি নিজেকে চিনতে পারি। আগে পারতাম না।

বাড়িতে ফোন করলে আমার শরীর কেমন আছে জানতে চাওয়ার আগেই আম্মু জানতে চান চুল কেটেছি কিনা। ঈদের বাজার করেছি। লেখার হাত খারাপ হলেও রান্নার হাত বেশ ভালো। আমি বরাবরই আমার লেখা ও রান্নার ভক্ত। যারা পরিবারের সঙ্গে ঈদ করছেন, যারা আমার মতো পরিবার ছাড়া ঈদ করছেন আর যারা বিদেশে আছেন ( কষ্টটা তাদের বেশি হয় বা হচ্ছে) সবাইকে ‘বাসি ঈদে’র শুভেচ্ছা।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২০ রাত ১২:৩০

রাজীব নুর বলেছেন: ভাই সারা বিশ্বের অবস্থা ভালো না।
আপাতত শুধু বেঁচে থাকুন। সু সময় আসবে। অপেক্ষা করুন।

২৫ শে মে, ২০২০ রাত ১:৪৩

ইসমাঈল আযহার বলেছেন: কতগুলো মাস হয়ে গেলো। ভালো কোনও খবর পাচ্ছি না। চাকরির অবস্থা টালমাটাল। বেতনের বীভৎস অবস্থা। প্রতিদিন করুণ করুণ খবর পাই। আর ভালো লাগে না দাদা

২| ২৫ শে মে, ২০২০ রাত ১:২৯

নেওয়াজ আলি বলেছেন: ধৈর্য্য ধরুণ । নিরাপদ থাকুন

২৫ শে মে, ২০২০ রাত ১:৪৩

ইসমাঈল আযহার বলেছেন: নিরাপদ থাকুন। এই নিরাপদে থাকতে গিয়ে আজ....

৩| ২৫ শে মে, ২০২০ রাত ১:৩৮

রুদ্র নাহিদ বলেছেন: সব মেনে নিয়ে চলার নামই জীবন।

২৫ শে মে, ২০২০ রাত ১:৪৫

ইসমাঈল আযহার বলেছেন: জীবনটা কেমল একটু উন্নতির দিতে যাচ্ছিল, করোনা ঢিশমিশ করে দিলো।

৪| ২৫ শে মে, ২০২০ রাত ২:১১

ওমেরা বলেছেন: ঈদ শুরুই হল না বাসি হল কখন!!

২৫ শে মে, ২০২০ সকাল ৭:৫৭

ইসমাঈল আযহার বলেছেন: শুরু হয়নি এখন তো হয়েই গেলো। ওমেরা! আজকাল সবকিছু অগ্রিম হয়।

৫| ২৫ শে মে, ২০২০ রাত ৩:০৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কানাডা এবং চীন সফলতার দারপ্রান্তে

২৫ শে মে, ২০২০ সকাল ৭:৫৮

ইসমাঈল আযহার বলেছেন: আমরা কবে আলোর মুখ দেখবো কে জানে!

৬| ২৫ শে মে, ২০২০ ভোর ৬:৫৪

আমি সাজিদ বলেছেন: আশা করি অচিরেই ভ্যাকসিন আসবে। ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

২৫ শে মে, ২০২০ সকাল ৭:৫৮

ইসমাঈল আযহার বলেছেন: অবস্থা আর ভালো হওয়ার লক্ষণ নেই। ভ্যাকসিনটা একটু দ্রুত আসলেই হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.