নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যদি মানুষের উপকারে না আসে, সেই জীবনের মূল্য নেই। সবার মাঝে বিলিন হতে পারাই জীবনের স্বার্থকতা। কান্না নিজের জন্য আর হাসি সবার জন্য।

ইসমাঈল আযহার

মেইল[email protected], স্বপ্ন দেখি শুদ্ধ মানুষ হওয়ার, সোনার বাংলা গড়ার। শখ, লেখালেখি, ঘুরে বেড়ানো। সঙ্গি বই। ভালবাসি মাকে, নিজেকে, আমার বাবাকে।

ইসমাঈল আযহার › বিস্তারিত পোস্টঃ

‘শেষ’ মানেই মৃত্যু

৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৫



আরেকটু পরেই চিরদিনের জন্য বিদায় নিবে 2020। একুশের দোরগোড়ায় দাঁড়িয়ে নিজের অতীতের দিকে তাকালে লজ্জাই লাগছে বেশি। সময়গুলো পার হয়েছে অবহেলায়। অর্জন কিছু নেই।ভেঙেছি অনেক। গড়তে পারিনি কিছু। ক্ষুদ্র জীবনটা সুন্দর করার লক্ষ্যে, মিছে স্বপ্ন দেখে, প্রভুকে ভুলেই ছিলাম অধিকাংশ সময়।

চোখের সামনে শত শত মৃত্যুর মিছিল, তবু চোখ খোলেনি। পার্থিব জীবনের পাথেয় সঞ্চয়েই মরিয়া হয়ে লেগে ছিলাম। দেখতে দেখতেই পেরিয়ে গেল একটা বছর। চোখের সামনে খুব অল্প সময়ের ব্যবধানেই যেন সবকিছু উলটপালট হয়ে গেল। এই তো সেদিন 2019 থেকে 20 এ প্রবেশ করলাম। রাত এগারোটার দিকে বসে আছি। অজানা কারণে দুফোঁটা অশ্রু গলদেশ বেয়ে গড়িয়ে পড়ল।

আজও সেই একই জায়গায়, একভাবে পায়ের ওপর পা তুলে বসে আছি। কী পেলাম, কী দিয়ে গেল 2020; কী নিয়ে গেল। হিসেব নিকেষ শেষে অপ্রাপ্তি বেশি। সফলতার পেছনে ছুটছি। যাকে সফলতা ভাবছি আদৌ কি তা সফলতা? সুখ শান্তি খুঁজে ফিরছি, যাতে শান্তি খুঁজছি আদৌ কি তাকে শান্তি নিহিত আছে? নদির জলের মতোই সময় বয়ে গেল। যেমন বয়ে যায়। জলের মতোই গড়িয়ে গেল সময়।

এভাবে হয়ত একদিন শরীরের সমস্ত শক্তি শেষ হয়ে যাবে। চুল দাঁড়ি সাদা হবে। দাঁত পড়ে যাবে। আমি কুঁজো হয়ে যাবো। হয়ত নাতি পুতি হবে। অথবা হবে না। সেই দিন দেখার সুযোগ হবে না। এরপর হঠাৎ নিস্তব্ধ হয়ে যাবো। সবাই সজাগ থাকবে। পৃথিবীতে একই রকম শোরগোল থাকবে। কোলাহল থাকবে। কোথাও কোথাও নীরবতা থাকবে। সন্ধ্যার পর চায়ের দোকানগুলোতে একই রজম আড্ডা জমে উঠবে। সারাদিনের ক্লান্ত কৃষকরা রাজনীতি নিয়ে আলোচনায় মেতে উঠবে। পৃথিবীর সবকিছু ঠিক থাকবে। বিদায় হবে আমার, মানুষের।

বিদায়টা যেন সুন্দর হয়। সুখের হয়। তৃপ্তির হয়। আনন্দের হয়। বিদায়তে যেন ভৎসনা না থাকে। তিরস্কার না থা কে। সব শেষ হয়ে যাওয়াতে ধ্বংসের ইঙ্গিত থাকে।

সকল বন্ধুকে নতুন বছরের শুভেচ্ছা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৩

চাঁদগাজী বলেছেন:


আপনার উচিত, কবরের যায়গা খরিদ করা।

৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৭

ইসমাঈল আযহার বলেছেন: দোয়া করবেন।

২| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১:১৬

রাজীব নুর বলেছেন: সকল মহামারির অবসান ঘটুক। ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা !

৩| ০১ লা জানুয়ারি, ২০২১ রাত ১:৩০

কালো যাদুকর বলেছেন: নতুন বছর আপনার জীবনে আশা ও আনন্দ নিয়ে আসুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.