![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কয়েকটি পোষা মেঘ আছে।
শরতে যখন বৃষ্টি থাকে না,
আকাশে ছেড়ে দেই, খেলা করে।
ছুটোছুটি ভারী পছন্দ তাদের।
হেমন্তের শেষে শীতের সময়
ঠান্ডা মোটেও ভালবাসে না।
ঘরেই থাকে
শীতনিদ্রায়।
বসন্তের নতুন সবুজে
ফিরে পায় জীবন।
গ্রীষ্মকে বড় ভয় আমার,
বর্ষাকে আরো।
উন্মাতাল বাতাসে কালো কালো
বন্য মেঘগুলো
নিচে নেমে আসে
কখন আবার ছোঁ দেয় কে জানে?
২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৮
ইসমত বলেছেন: আবহাওয়া অফিস বলেছিল মে মাসের আগে আর বৃষ্টি নয়। মানুষের কষ্ট সহ্য করতে না পেরে পোষা মেঘগুলোকেই বললাম বৃষ্টি হয়ে ঝরার জন্য। তাই তো গতকাল কিছু বৃষ্টি হলো এখানে।
২| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৫
শংখনীল কারাগার বলেছেন: এত সিনিয়র ব্লগার মাত্র একটি পোস্ট !!!!
আপনার লেখনী অসাধারণ। এখন থেকে নিয়মিত লিখবেন আশা করি।
৩| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৮
ৎঁৎঁৎঁ বলেছেন: বাহ! চমৎকার!
২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৪
ইসমত বলেছেন: চমৎকার লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ।
৪| ২৭ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+
২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৬
ইসমত বলেছেন: আপনার পছন্দ হয়েছে, খুশি হলাম।
৫| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৫
ফা হিম বলেছেন: তাই তো বলি, বৃষ্টি হয় না কেন?!!
২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫০
ইসমত বলেছেন: ভয় খাইলাম! বাংলাদেশের দন্ডবিধিতে মেঘ পোষা মানা আছে কি?
৬| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০৫
বটবৃক্ষ~ বলেছেন:
ওয়াও!! খুবি অন্যরকম লাগলো!
মেঘগুলো বুঝি অনেক আদরের??
৭| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১:২১
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ভাল্লাগসে,বটবৃক্ষের শেয়ার থেকে পড়লাম
৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৪
এক্স সাগা মিউটেন্ট নেক্সট জেনারেশন বলেছেন: কয়জনে মেঘ পুষতে পারে
৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৫
খায়রুল আহসান বলেছেন: লক্ষ্য করলাম, আপনি সামুর প্রায় জন্মলগ্ন থেকেই একজন ব্লগার হিসেবে এখানে আছেন। কিন্তু আপনার পোস্ট মাত্র দু'টি। আরো বেশী করে লিখেন না কেন?
মেঘ পোষার বা পোষা মেঘের ভাবনাটা বেশ চমকপ্রদ। একটা বিশেষ সময়ের ভাবনা হয়তো বা।
কবিতা ভাল লেগেছে। প্লাস দিয়ে গেলাম।
১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪১
বিজন রয় বলেছেন: ইনি আমার চেয়েও পুরানো ব্লগার??
নতুন পোস্ট দিন।
১১| ১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১৫
বজ্রকুমার বলেছেন: দারুণ লিখলেন আপনি মেঘ পোষার কথা এই প্রথমবার জানলাম।
১২| ১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২৩
নক্ষত্র নীড় বলেছেন: সুন্দর।
১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:০১
মোঃ মাজেদুল হাসান তপু বলেছেন: খুব ভালো
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
ইসমত বলেছেন: ভালো লেগেছে জেনে খুশী হলাম।
১৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমাকে এক টুকরো মেঘ দিন। পোষ মানবো।
লেখা ভালো লাগলো।
শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪২
শংখনীল কারাগার বলেছেন: এই মুহুর্তে মেঘের বড়ই প্রয়োজন। আপনার পোষা মেঘগুলোকে বলুন বৃষ্টি হওয়ার জন্য।
সুন্দর কবিতা।