![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেদনার নীলটূকু লুকিয়ে যত তোমাকে পেয়েছি কাছে তত জোছনা ছুঁইয়েছ পৃথিবী আমার বিষাদ বিধুর।
আজ আমার মনটা খুব খারাপ।
কেন?বলবো কী?
বলে ফেলি........
আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারছিনা ।আর ,শোশমিতা আমাকে মনে করিয়ে দিলো, কি ভাবে জানেন .......।যখনই শোশমিতার লিখা [আজ আমার মন খারাপ]পড়লাম তখনমনে পড়ে গেলো আমার মন খারাপের কথাগুলো ,তাই ব্লগের কবিদের সাথে শেয়ার না করে পারলাম না ।আমার এক বোন ছিল,বোন ছিল ভালোই ছিল।সে কখন যে কি ভাবে ফ্রেন্ড হয়ে গেলো তা ভাবতেই পারিনি।আজ আমার মন খারাপের কারনটা হলো সে ফ্রেন্ড তিন-চার মাসের জন্য সাত সমুদ্র তের নদীর ওপাড়ে চলে যাচ্ছে আমাকে ছেরে।সে আর আমি একই সুতোয় গাথা।সব সময় দুজন একি সাথে বেড়াতে যেতাম।যেখানে যেতাম সবাই বলতো জমজ বোন নাকি আমরা। সবার কথা শুনতে খুব খুব ভালোলাগতো।আসলে আমরা জমজ না।
কিন্ত আজ আমি ওর সাথে যেতে পারছিনা তাই আমার খুব মন খারাপ।খুব কাদঁতে ইচ্ছে করছে।
কয়েক দিন আগে আমার জীবনে এক অনেক দিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছিলো এবং আমার স্বপ্নের সাথে ও খুব আনন্দে উল্লাসিত ছিলো।হটাৎ করে এক দিন এসে বললো সে টিকেট করেছে বেড়াতে যাওয়ার জন্য।শুনা মাত্র আমার মনটা খুব খারাপ হয়ে গেলো।যখনই বলতো চলে যাচ্ছে তখনই আমি ভাবতাম আমার স্বপ্নের সুখ থাকে ছারা কি ভাবে সইবো।আমি থাকে বলতাম না ভাবতাম যদি সে মন খারাপ করে ফেলে।আমি সুখে-দুখে তাকে শেয়ার না করে তাকতে পানিনা।
যাই হোক আমার স্বপ্নটা সত্যি হলোনা।হটাৎ করে ভেন্গে চুরমার হয়ে গেলো।জানি ও যাচ্ছে বেড়াতে স্বামীর সাথে।আনন্দে থাকার কথা কিন্ত আমাদের কে ছাড়া আনন্দের চাইতে কষ্ট টা বেশি ওর বুকে।মানুষের যখন কষ্ট আর আনন্দ এক সাথে আসে তখন কষ্টের উজন হয়ে যায় ভারি তখন আনন্দ আর আনন্দ থাকে না হয়ে যায় অন্য কিছু ........।তাকে খুব ভালোবাসি ,চলে গেলে খুব মিস করবো।কিছু সুখ আর কিছু কষ্টের স্মৃতি যা কখনো একাকীত্বে আনন্দ দেয়,কখনো অশ্রু ঝড়ায়,কখনো কাউকে বলা যায় আবার কখনো কাউকে বলা যায় না।
তবে দোয়া করি তার ভ্রমন যেনো আনন্দময় হয়।
০১ লা জুলাই, ২০১০ রাত ১২:৫৮
ইসরা০০৭ বলেছেন: আপনাকে স্বাগতম আমার ব্লগে আসার জন্য।
ইসসসসসসসসস আপনি বুঝবেন না ভাই আমি কোন অবস্তায় আছি ।
২| ৩০ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:৫৫
নিমা বলেছেন: দোয়া করি তার ভ্রমন যেনো আনন্দময় হ.
মন ছুঁয়ে গেলো
০১ লা জুলাই, ২০১০ রাত ১২:৫৯
ইসরা০০৭ বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
৩| ৩০ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:০৫
বাবুল হোসেইন বলেছেন: ইসসসসসসসসসসসসসসসসসসসসরে
০১ লা জুলাই, ২০১০ রাত ১:০৪
ইসরা০০৭ বলেছেন: তাকে খুব ভালোবাসি তো তাই মনের অনুভব গুলো আপনাদের সাথে শেয়ার করেছি। ভালো করিনি।
ধন্যবাদ আপনাকে ।
৪| ৩০ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:২১
কাকপাখি ২ বলেছেন: ধুরো, এইটা কোন ব্যাপার হইল? ডেইলি মেইল করবেন, ফোনে কথা বলবেন, মেসেন্জার আছে..... মন ভাল কইরা ফেলেন।
০১ লা জুলাই, ২০১০ রাত ১:১২
ইসরা০০৭ বলেছেন: থ্যুকো আফনের ফরামস্যর জন্য ।আফনের মন্তব্য শুইনাই আমার মনডা ভালা হইয়া গেছে।
সে চোখের আরাল হলে আমার চোখের জলে হয় নদি।তাই আমি তাকে আরাল করতে চাইনা।
ধন্যাপাতা।
৫| ৩০ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩৪
টুন্টু কুমার নাথ বলেছেন: কষ্টের মত এমন পরশ পাথর আর নেই। সহ্য করুন।
০১ লা জুলাই, ২০১০ রাত ১:১৬
ইসরা০০৭ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কষ্ট টা বুঝার জন্য।আমি ওকে খুব ভালোবাসি তো তাই।
৬| ৩০ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩৬
টুন্টু কুমার নাথ বলেছেন: এত কষ্ট মেনে নেওয়া যায় না.............................
০১ লা জুলাই, ২০১০ রাত ১:১৮
ইসরা০০৭ বলেছেন: এত কষ্ট কেনো ভালোবাসায়.................
ধন্যবাদ আপনাকে।
৭| ৩০ শে জুন, ২০১০ রাত ৮:৪৮
সুরঞ্জনা বলেছেন: অনেক সময়ই কষ্টের মাঝেও সুখ লুকিয়ে থাকে। দেখতে দেখতে এই কটি মাস কেটে যাক।
শুভকামনা।
০১ লা জুলাই, ২০১০ রাত ১:২০
ইসরা০০৭ বলেছেন: কিছু সুখ আর কিছু কষ্টের স্মৃতি যা কখনো একাকীত্বে আনন্দ দেয়,কখনো অশ্রু ঝড়ায়,কখনো কাউকে বলা যায় আবার কখনো কাউকে বলা যায় না
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
৮| ০১ লা জুলাই, ২০১০ সকাল ৭:২২
স্বপ্নশহর বলেছেন: বাবুল হোসেইন বলেছেন: ইসসসসসসসসসসসসসসসসসসসসরে
০২ রা জুলাই, ২০১০ রাত ৮:৩৭
ইসরা০০৭ বলেছেন: আপনাকে স্বাগতম আমার ব্লগে আসার জন্য।
৯| ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ১০:০২
সত্যবাদী মনোবট বলেছেন: খাস দিলে দোয়া করলাম। আমার ব্লগে যদি যেতেন খুব খুশী হতাম
১০| ০৫ ই জুলাই, ২০১০ ভোর ৪:০৩
ইসরা০০৭ বলেছেন: আপনাকে স্বাগতম আমার ব্লগে আসার জন্য।
১১| ০৫ ই জুলাই, ২০১০ ভোর ৪:১০
রাজসোহান বলেছেন: চারিদিকে খালি মন খারাপের পোস্ট , কি অবস্থা !
০৫ ই জুলাই, ২০১০ ভোর ৪:২৫
ইসরা০০৭ বলেছেন: মানুষের যখন কষ্ট আর আনন্দ এক সাথে আসে তখন কষ্টের উজন হয়ে যায় ভারি তখন আনন্দ আর আনন্দ থাকে না হয়ে যায় অন্য কিছু .......
আসলে ভাইয়া কি যে দুনিয়া টায় হইলো সুখের কথা মানুষ তেমন বলেনা সুদু দুখের কথাই বলে বেড়ায়।
১২| ০৫ ই জুলাই, ২০১০ ভোর ৪:২১
মিরাজ is বলেছেন: দোয়া করি তাদের ভ্রমন যেনো আনন্দময় হয়।
@রাজসোহানঃ আর মন খারাপ করুম না ।
০৫ ই জুলাই, ২০১০ ভোর ৪:৩১
ইসরা০০৭ বলেছেন: ধন্যবাদ ভাইয়া, আর মন খারাপ করবেন না সুনে শান্তি পাইলাম।রাজসোহান কেও বলোন আর যেনো মন খারাপ না করে চারিদিকে মন খারাপ দেখে।
আপনাকে ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য।
১৩| ১৩ ই জুলাই, ২০১০ ভোর ৫:২৭
সাকিরা জাননাত বলেছেন: আমার চোখে পানি এনে দিলে আপু।
ভালো থেকো।
১৩ ই জুলাই, ২০১০ ভোর ৬:২৫
ইসরা০০৭ বলেছেন:
আসলে বোন,কিছু সুখ আর কিছু কষ্টের স্মৃতি যা কখনো একাকীত্বে আনন্দ দেয়,কখনো অশ্রু ঝড়ায়,কখনো কাউকে বলা যায় আবার কখনো কাউকে বলা যায় না।
আপনাকে ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য।
১৪| ১৩ ই জুলাই, ২০১০ সকাল ৮:০৬
করবি বলেছেন: কষ্টের দিন শেষ হোক তারাতারি।
শুভকামনা।
১৬ ই জুলাই, ২০১০ ভোর ৬:০৪
ইসরা০০৭ বলেছেন: ধন্যবাদ করবি,এই তো বোন দু'সপ্তাহ হয়ে গেল তাকে দেখিনি ।সময় তো আর থেমে তাকেনা।
১৫| ১৩ ই জুলাই, ২০১০ দুপুর ১২:১২
শূণ্য উপত্যকা বলেছেন: কষ্ট কেটে সুখ আসুক দ্রুত। রইল এ কামনা।
১৬ ই জুলাই, ২০১০ ভোর ৬:০৬
ইসরা০০৭ বলেছেন: দোয়া করবেন।
আপনাকে ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য।
১৬| ১৪ ই জুলাই, ২০১০ সকাল ১০:২৭
নীলপরি বলেছেন: আপনার মেনর অবস্থা বুঝেত পারিছ ।তারাতাির কষ্ত েকেট যাক ।শুভকামনা ।
১৬ ই জুলাই, ২০১০ ভোর ৬:০৭
ইসরা০০৭ বলেছেন: ধন্যবাদ নীলপরি।
১৭| ১৬ ই জুলাই, ২০১০ ভোর ৬:০৭
রাজসোহান বলেছেন: নতুন কিসু দেবেন না ?
১৯ শে জুলাই, ২০১০ ভোর ৫:৪৭
ইসরা০০৭ বলেছেন: আসলে খুব ব্যস্ত, মনে মনে কত্ত লেখা লিখি বাস্তবে সময় পাইনা।কি করি বল।
তবে মাঝে মাঝে এসে আপনাদের লেখা পরে যাই ।খুব ভাল লাগে।
১৮| ১৯ শে জুলাই, ২০১০ ভোর ৫:৫১
নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: কষ্টগুলো কেটে যাক তাড়াতাড়ি ....... পরবর্তী মুহুর্তগুলো সুখের হোক এই প্রার্থনা .....
১৯ শে জুলাই, ২০১০ ভোর ৫:৫৯
ইসরা০০৭ বলেছেন: দোয়া করবেন তা যেন হয়।
ধন্যবাদ আপনাকে
১৯| ২১ শে জুলাই, ২০১০ বিকাল ৪:৪৭
শ।মসীর বলেছেন: আশা করি আপনিও একদিন ভ্রমনে বের হবেন....
২১ শে জুলাই, ২০১০ বিকাল ৪:৫৭
ইসরা০০৭ বলেছেন: ইনসাআল্লাহ হবো।দোয়া রাখবেন।
২০| ২৪ শে জুলাই, ২০১০ রাত ১১:০৮
সীমানা পেরিয়ে বলেছেন: মন থাকাটাই বিপদ। পদে পদে খারাপ হয়
২৫ শে জুলাই, ২০১০ ভোর ৫:০৬
ইসরা০০৭ বলেছেন: এতো দিনে আজ আপনি একটা সত্যি কথা বললেন।আচ্ছা ভাই এতো দিন কোথায় ছিলেন।
২১| ২০ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:১০
ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: সব গুলা মন খারাপ করা পোষ্ট।
২২ শে আগস্ট, ২০১০ ভোর ৫:৪০
ইসরা০০৭ বলেছেন: (
২২| ০৮ ই মে, ২০১১ রাত ৯:১৫
রিয়েল ডেমোন বলেছেন: বন্ধু মার্কা পোষ্ট ভালো লাগে।
০৯ ই মে, ২০১১ সকাল ৭:৪৮
ইসরা০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া আপনি যে কষ্ট করে আমার পুরোনো লেখা দেখতে এলেন।
বন্ধু পাগল তো তাই .......
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:৫৪
রাজা হাবিব বলেছেন: ইসসসসসসসস