নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ব্লগ লেখার চাইতে ব্লগ পড়তে ভাল বাসি।

ইশতে আশিক

সব সময় সামুতে বসা হয়না। তাই মাঝে মাঝে একটি দুইটি পোষ্ট দিয়ে লাপাত্তা হয়ে যাই, তাই অনেক পোষ্টের জবাব দিতে পারিনা।

ইশতে আশিক › বিস্তারিত পোস্টঃ

সাউন্ডবক্স , , , , , কোনটি? ক্রিয়েটিভ নাকি মাইক্রোল্যাব

১৪ ই নভেম্বর, ২০১০ রাত ১২:২৮

বিগত একসপ্তাহ ধরে চোখ মুখে ঘুমনাই। সারাদিন খালি ইন্টারনেটে সার্চ দেই কোন স্পিকার টি ভাল। বারবার একই রেজাল্ট আসে, তাও আবার গুগল করি। গুগল করা বর্তমানে মুদ্রাদোষে পরিনত হয়েছে। মাথা চুল ছিড়ে ফেলতে ইচ্ছা করাতাসে। বুঝতাসিনা কোন স্পিকারটা কিনব। বাজেট চার হাজার ৪০০০ টাকা। স্পিকারে গান শোন এবং গিটারের Amp হিসেবে দুইভাবেই ব্যাবহার করা হবে। দুইটা চয়েস আছে-

১। ক্রিয়েটিভ এল৩৮০০



Tk.4,200

Model - Creative I-Trigue L-3800

Type - 2 Pcs

Channel - 2

RMS/Channel (Watt) - 9

RMS/Subwoofer (Watt) - 30

Signal to Noise Ratio (dB) - 80

Frequency (Hz - KHz) - 30 - 20

Remote Control - Yes



2. মাইক্রোল্যাব এফ সি ৬৬১



দামঃ ৪৫০০





Amplifier specification

Power output 24W+15Wx2 RMS

Frequency response 35 Hz-20K Hz

Sensitivity Input 300mV

Distortion <0.3%(1W 1KHz)

Separation >50 dB

S/N >80 dB

• Driver unit: (Woofer)5.25" (magnetically shielded)

(Satellite)2.5" x2(magnetically shielded)

• Audio input: (Input 1) 3.5mm stereo jack

(Input 2) RCA jack

• Audio output: RCA jack

• Product size(DxWxH): (Amplifier)210x77x200mm

(Woofer Speaker) 248x222x228mm

(Satellite Speaker) 180x180x342mm



যেভাবে গুগলাইতাসে আর মাথার চুল ছিরতাসি এখন পাগল হবার দশা কেউ একটু হেল্প করেন। কোনটা কিনলে ভাল হয়।



আপডেটঃ আবশেষে কিনলাম মাইক্রোল্যাবের এফসি ৬৬১। ৪৬০০ টাকা নিয়েছে। ঈদের ঠিক দুইদিনের আগে রাত আটটায় আইডিবির শেষ দিনের শেষ কাষ্টমার আমিই ছিলাম।

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১০ রাত ১২:৩৮

পুংটা বলেছেন: BOSE valo...

১৪ ই নভেম্বর, ২০১০ রাত ১২:৪০

ইশতে আশিক বলেছেন: গরীব মানুষ ,এত দামী ব্রান্ড পাব কোথায়?

২| ১৪ ই নভেম্বর, ২০১০ রাত ১২:৩৮

বংশী নদীর পাড়ে বলেছেন: আমি হলে ক্রিয়েটিভ কিনতাম। কারণ, ক্রিয়েটিভ এর পাফরম্যান্স ভাল।

১৪ ই নভেম্বর, ২০১০ রাত ১২:৪৪

ইশতে আশিক বলেছেন: ক্রিয়েটিভের টায় উফার ৩০ স্পিকার ৯
মাইক্রোল্যাবেরটায় উফার ২৪ স্পিকার ১৫

এখানেই কনফিউসন লাগিয়ে দিয়েছে।

৩| ১৪ ই নভেম্বর, ২০১০ রাত ১২:৪১

কিছুক্ষণ বলেছেন: বোস ত সবচেয়ে দামী এবং বেস্ট!!

এলটেক লেনসিং কিনতে পারেন। যদি কোয়ালিটি ভাল চান।

মুটামুটির মধ্যে চাইলে ক্রিয়েটিভ ভাল!

১৪ ই নভেম্বর, ২০১০ রাত ১২:৫০

ইশতে আশিক বলেছেন: বোস এর সাউন্ড বক্স কোথায় পাওয়া যায়? দাম কি রকমের হতে পারে? বাজেটে কুলাবেনা তাও জানতে দোষ কি।

এলটেক লেন্সিং এর সাউন্ড অনেক কম। আর অদের বেস আর হাই পিচের মাঝ খানে একটা বিশাল গ্যাপ থাকে।

ক্রিয়েটিভ ২
মাইক্রোল্যাব ০

৪| ১৪ ই নভেম্বর, ২০১০ রাত ১২:৪৫

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: আপনার সাধ্যের মধ্যে হলে এলটেক টা ট্রাই করতে পারেন...

১৪ ই নভেম্বর, ২০১০ রাত ১২:৫৯

ইশতে আশিক বলেছেন:

এই স্পিকারটা সাধ্যের মধ্য, কিন্তু উফার ২০ আর স্পিকার ৬। বলতে গেলে উপরের দেওয়া স্পিকার গুলোর অর্ধেক সাউন্ড। জোরে সাউন্ড দিলে বাজিং আসবে।আর অলটেকের স্পিকার আর উফার এর মাঝে একটা বিশাল গ্যাপ থাকে।

৫| ১৪ ই নভেম্বর, ২০১০ রাত ১২:৪৮

মানুষ হীন কেউ বলেছেন: আপনি মাইক্রোল্যাব এর যে মডেলটা দিছেন ঐটা জটিল সাউন্ড দেয়।আমি শুনছি। বাজেট এরকম হলে ঐটাই ভালো।তবে বাজেট ১১ হাজার করতে পারলে ক্রিয়েটিভ এর একটা স্পিকার আছে পুরাই মাথা নস্ট সাউন্ড দেয়।তবে আমি শুনছিলাম প্রায় ৭ হাজার টাকা দামের সাউন্ড কার্ড এর সাথে।

১৪ ই নভেম্বর, ২০১০ রাত ১:০৬

ইশতে আশিক বলেছেন: বলেন কি? আমার বাস্তবে শুনার সৌভাগ্য হয়নাই। ইন্টারনেট এর মাধ্যমে কনফিগারেশন আর দাম দেখে চয়েস করেছি।

আর ১১+৭=১৮!!!

১০ থিংস আই হেট এবাউট ইউ নামের একটি ছবিতে দেখেছিলাম নায়ক সাউন্ড বক্স কিনার জন্য তার একটা কিডনি বেচে দেয়। ভাই আমি নায়ক ও না পাগল ও না। আমি গরীব মানুষ।

ক্রিয়েটিভ ২
মাইক্রো ল্যাব ১

৬| ১৪ ই নভেম্বর, ২০১০ রাত ১২:৫১

নষ্ট ছেলে বলেছেন: Altec

১৪ ই নভেম্বর, ২০১০ রাত ১:০৭

ইশতে আশিক বলেছেন: এলটেক আমার কাছে কেন জানি ভাল লাগেনা।

৭| ১৪ ই নভেম্বর, ২০১০ রাত ১২:৫২

অয়ন আহমেদ বলেছেন: এলটেক ল্যান্সিং এর বেস সাউন্ড খুবই স্পষ্ট যেটা ক্রিয়েটিভ কিংবা মাইক্রোল্যাবে পাওয়া যাবে না। তবে সাধ্যের মধ্যে সবেচেয়ে ভালো ক্রিয়েটিভ । মাইক্রোল্যাবের দাম স্বল্প দাম হলেও পারফর্মেন্স তেমন ভালো না।

১৪ ই নভেম্বর, ২০১০ রাত ১:১০

ইশতে আশিক বলেছেন: এলটেকে ল্যান্সিং এ যারা সফট গান শুনেছে তারাই এর ভক্ত হয়েছে। অনেক স্পষ্ট আর ক্লিয়ার সাউন্ড। সিম্পল সিম্পল ব্যাকগ্রাউন্ড কি খুব স্পষ্ট শোনা যায়। কিন্ত হাই ভলিওমে সাউন্ড দিয়ে শোনা কিংবা গিটারের এম্প হিসেবে ব্যাবহার করা জন্য খুব একটা ভাল হবে বলে মনে হয়না।

মাইক্রোল্যবের এই মডেল টার সম্পর্কে অনেক কে ভাল বলতে শুনে ছি। বাস্তবে জানি না কত টুকো ভাল।

৮| ১৪ ই নভেম্বর, ২০১০ রাত ১:০৮

লাবিব ইত্তিহাদুল বলেছেন: সাউন্ডবক্স , , , , , কোনটি? ক্রিয়েটিভ নাকি মাইক্রোল্যাব



বিশ্বাস করেন ভাই, ২ টাই সাউন্ডবক্স।

১৪ ই নভেম্বর, ২০১০ রাত ১:১২

ইশতে আশিক বলেছেন: কোনটার বংশ অতীব উচ্চ।

খান্দানি বংশের সাউন্ড বস্ক কোনটাকে বলা যায়।

৯| ১৪ ই নভেম্বর, ২০১০ রাত ১:২৭

কুন্তল_এ বলেছেন: ক্রিয়েটিভ। আমি গত ৮ বছর ধরে একটা ২পিস ক্রিয়েটিভ ক্যামব্রিজ সাউন্ডওয়ার্কস (এফিলিয়েট প্রোগ্রাম) ব্যবহার করছি। দুর্দান্ত সাউন্ড দেয় এখনও।

তবে বোস কিনতে মুঞ্চায়। :P

১০| ১৪ ই নভেম্বর, ২০১০ রাত ২:৩৫

কঠিনলজিক বলেছেন: হারমন কার্ডন এখন সেরা সাউন্ড সিস্টেম তবে ৬০ /৭০ হাজারের নিচে পাবেন না এটাই দুঃখজনক।
তবে সস্তার মধ্যে আজকাল নাকি GEEPAS বেশ ভালো (শুনা কথা) ।

১১| ১৪ ই নভেম্বর, ২০১০ সকাল ১১:২৫

শিবলী বলেছেন: মাইক্রোল্যাব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.