নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লাইফটা ব্যলান্স এর উপরে। তাই নিত্য চেষ্টা করে যাই ব্যলান্স করতে।...

দিল ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা।

ইশতিয়াক মাহমুদ

নিতান্তই সাধারণ একজন মানুষ। মাঝে মাঝে বুকের ভেতরে জলোচ্ছাসের মত কিছু আবেগ অনুভব করি। কিন্তু প্রকাশ করার অভ্যাসটাই সেভাবে করে উঠতে পারলাম না।

ইশতিয়াক মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

সাদা-কালো ফোটোগ্রাফি: আবেদন রাখে এখনও।

২২ শে মার্চ, ২০১১ সকাল ১০:৪৮

আজকালকার রঙ্গিন ফোটোগ্রাফির সাথে যদি সাদা-কালো ফোটোগ্রাফির তুলনা করতে যাই, হাসবেন অনেকে। কিসের সাথে কি! কিন্তু তাই বলে কি সাদা-কালো ছবির আবেদন কমেছে?















মনে করে দেখুন তো, ছবির একজিবশন অথবা কোন ছবির বই অথবা কারও বাড়ির ড্রয়িং রুমে কোন সাদাকালো ছবি দেখে আপনার মুখ থেকে অজান্তেই বের হয়ে আসেনি, অসাধারণ ! ??



আসা উচিত। কারণ সাদা কালোতে এমন কিছূ কাজ করা যায়, রঙ্গিন ছবিতে করা বেশ অনেকটাই কঠিন।



কারণ?

সাদাকালো ছবিতে রং থাকে মাত্র দুটি। সাদা আর কালো। এর বাইরে থাকে সাদাকালোর কিছু শেড। ধুসর। গ্রে।



তাই সাদা কালো ছবিতে রং নিয়ন্ত্রন করা রঙ্গিন ছবির তুলনায় অনেক সহজ। একজন দক্ষ ফোটোগ্রাফার ক্যামেরার মাধ্যমে হোক আর ফোটোশপের কারিগরি ব্যবহার করেই হোক, রং নিয়ন্ত্রন করে একটি অসাধারণ ছবি বের করে নিয়ে আসতে পারেন। রং এর আধিক্য না থাকার কারণে বিষয়-বস্তুকে মনোযোগের কেন্দ্রে আনা তুলনামুলক সহজ।



ছবিগুলো দেখুন।

































রঙ্গিন ছবিতে যে এটা করা যায় না, তা নয, তবে কাজটা অনেকটাই কঠিন হয়ে যায়। কারন এতগুলো কালার এর ব্যালান্স করে ছবি তোল বেশ কঠিন এবং তাতে দক্ষ হাত ও দীর্ঘদিনের অভিজ্ঞতা লাগে। রং নিয়ন্ত্রন করার কাজটি বাইরের পরিবেশে করা বেশ কঠিন। তাই ইনডোর ফোটোগ্রাফীতেই এর ব্যবহার বেশি।







উপরের ছবিতে বিষয়বস্তু এবং ব্যাকগ্রাউন্ড কালার এর মিল আছে। তাই এটা চোখে বারি না খেয়ে একটা আরাম তৈরি করছে। আমার ব্যক্তিগত মত হল, কালার ছবিতে ব্যালান্স করার একটা উপায় হতে পারে, কাছাকাছি রং এর শেড গুলো ব্যবহার করা। রং এর পরিবর্তন গুলো যেন চোখে হিট না করে।



ফোটোগ্রাফি বিষয়ে আমার জ্ঞান সামান্য। যেটুকু জানি তা শুনে শেখা। তবে আপনারা যদি সাদাকালো ফোটোগ্রাফি টুকটাক এক্সপেরিমেন্ট করতে চান তবে একটি ভাল বই এর সন্ধান দিতে পারি।







এ বিগিনার্স গাইড টু ব্ল্যাক এন্ড হোয়াইট ফোটোগ্রাফি।








বইটিতে সাদাকালো ফোটোগ্রাফি বিষয়ে অনেক কিছু আলোচনা করা হয়েছে। আশা করছি আগ্রহী কেউ এটা থেকে কিছু ট্রিকস জেনে কিছু এক্সপেরিমেন্ট করবেন।



মিডিয়াফায়ার লিংক

মন্তব্য ২১ টি রেটিং +৫/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১১ সকাল ১১:০৪

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: অসাধারন সব ফটো,

ভাল লাগল।

২২ শে মার্চ, ২০১১ রাত ৯:১৬

ইশতিয়াক মাহমুদ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ২২ শে মার্চ, ২০১১ সকাল ১১:১৬

সত্যাশ্রয়ী বলেছেন:

কোন সন্দেহ নেই যে সাদাকালো ছবিরও ক্ষেত্র বিশেষে এমন কিছু সৌন্দর্য আর আবেদন আছে যেটা কালারে হারিয়ে যায়।

+

২২ শে মার্চ, ২০১১ রাত ৯:১৫

ইশতিয়াক মাহমুদ বলেছেন: একমত।

৩| ২২ শে মার্চ, ২০১১ সকাল ১১:৩০

কদমা বলেছেন: সাদা-কালো ছবি আসলে ভিন্ন ১ টা মাধ্যমের সৃস্টি করেছে । আমরা দৃশ্য গুলো কালারে দেখে অভ্যস্ত বলে শুধু ২টো কালারের ছবি আমাদের দৃশ্য দেখায় ভিন্নতা এনে তাকে আর্টিস্টিক (অনেক ক্ষেত্রেই কালার ছবির মতো এমন স্পষ্ট বাস্তব নয় ) করে তোলে ।

২২ শে মার্চ, ২০১১ রাত ৯:১৪

ইশতিয়াক মাহমুদ বলেছেন: তাই কি? রং এর ব্যালান্সটা কিন্তু সাদাকালো তে বেশি আনা যায়। এটাও একটা কারন হতে পারে।

৪| ২২ শে মার্চ, ২০১১ সকাল ১১:৪২

আমিনুল ইসলাম বলেছেন: চার নং ছবির মেয়েটার ছবি অনেক সুন্দর এসেছে। এফেক্টটা বোধহয় সেপিয়া তাই না? আমি এখনও কনফিউজড হয়ে যাই সাদা কালো আর অরিজিনালের মধ্যে। তবে অনেকেই দেখি ছবি অরিজিনালই তোলেন পরে প্রয়োজনবোধে ফটোশপে সাদাকালো করে নেন। কোনো পার্থক্য নেই মনে হয়। একই রেজাল্ট আসে।

২২ শে মার্চ, ২০১১ রাত ৯:১১

ইশতিয়াক মাহমুদ বলেছেন: আমারও তাই মনে হয়।

৫| ২২ শে মার্চ, ২০১১ দুপুর ১:০৩

টিয়া ময়না বলেছেন: অসাধারণ

২২ শে মার্চ, ২০১১ রাত ৯:১০

ইশতিয়াক মাহমুদ বলেছেন: ;) ;) ;) ;) ;) B-) B-)

৬| ২২ শে মার্চ, ২০১১ দুপুর ১:২৭

সহ্চর বলেছেন: ভয়ঙ্কর সুন্দর।
পোস্টে +

২২ শে মার্চ, ২০১১ রাত ৯:০৯

ইশতিয়াক মাহমুদ বলেছেন: ;) ;) ;) ;) ;) B-) B-)

৭| ২২ শে মার্চ, ২০১১ বিকাল ৩:৪৬

kaisar360 বলেছেন: অসাধারণ

৮| ২২ শে মার্চ, ২০১১ বিকাল ৩:৪৬

kaisar360 বলেছেন: অসাধারণ

২২ শে মার্চ, ২০১১ রাত ৯:০৯

ইশতিয়াক মাহমুদ বলেছেন: ;) ;) ;) ;) ;) B-) B-)

৯| ২২ শে মার্চ, ২০১১ বিকাল ৪:৩১

ই য়া দ বলেছেন: When you photograph people in color you photograph their clothes. But when you photograph people in B&W, you photograph their souls! - Ted Grant

২২ শে মার্চ, ২০১১ রাত ৯:০৮

ইশতিয়াক মাহমুদ বলেছেন: একমত।

১০| ২২ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:০১

বাদ দেন বলেছেন: এই গুলা কি সাদা কালোতে তুলা হয়েছে না পরে গ্রেস্কেলে কনভা্ট করা হয়ছে?

২২ শে মার্চ, ২০১১ রাত ৯:০৬

ইশতিয়াক মাহমুদ বলেছেন: সেইটা তো বলতে পারি না ভাই... এইগুলা নেট থেকে নেয়া গুগল মামার সৌজন্যে.... তবে তাই হবার সুম্ভাবনা বেশি্ কারন কালার থেকে সাদাকালো করা দুই মিনিটের কাজ। কিন্তু সাদাকাঅের থেকে কালার করা ..

সবাই তো আমার ধারনা আগে কালারই তোলে। তারপরে দরকারে সাদাকালো করে নেয়।

১১| ২২ শে মার্চ, ২০১১ রাত ৮:০২

সাব্বির শাহরিয়ার বলেছেন: ভালো লাগলো। ধন্যবাদ

২২ শে মার্চ, ২০১১ রাত ৯:০৩

ইশতিয়াক মাহমুদ বলেছেন: ;) ;) ;) ;) ;) B-) B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.