নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিকুঞ্জ পাগল এক আলোর সন্ন্যাসী

ইশতিয়াক ফাহাদ

ইশতিয়াক ফাহাদ › বিস্তারিত পোস্টঃ

আরব বসন্তের মত ব্যর্থ হচ্ছে আমাদের জুলাই বিপ্লব

২৩ শে মে, ২০২৫ রাত ১:৫১

স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ধারাকে বিশ্লেষণ করলে দেখা যায়, দেশের স্বৈরশাসনের একটি নিদারুণ চক্র যেন ক্রমাগত ফিরে এসেছে। প্রতিটি স্বৈরশাসকের শাসনকাল যেন পূর্বসূরির তুলনায় দ্বিগুণ সময় ছিল ।
শেখ মুজিবুর রহমানের একদলীয় শাসনব্যবস্থা স্থায়ী হয়েছিল প্রায় ৪ বছর। এরপর ক্ষমতায় আসেন হুসেইন মুহম্মদ এরশাদ, যিনি প্রায় ৮ বছর ধরে সামরিক শাসনের মাধ্যমে দেশ পরিচালনা করেন। এর পরবর্তী সময়ে শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘ ১৬ বছরের একচ্ছত্র ক্ষমতার বাস্তবতা আমাদের সামনে উপস্থিত। এই ধারাবাহিকতা থেকে অনুমান করা যায়, ভবিষ্যতের একনায়কতন্ত্র হয়তো ৩২ বছরের একটানা শাসন নিয়ে আসতে চলেছে!
এই পরিস্থিতি আমাদের ভাবিয়ে তোলে—আমাদের স্বপ্নের "জুলাই বিপ্লব" কি তবে ব্যর্থ হয়ে গেল? আরব বসন্তের মতো আমাদের গণতন্ত্রের আকাঙ্ক্ষাও কি নিভে যেতে বসেছে? হয়তো আমরা আবারও একনায়কত্বের অন্ধকারে প্রবেশ করছি।
আফসোস! আরব বসন্তের মত ব্যর্থ হচ্ছে আমাদের জুলাই বিপ্লব , আবার হয়ত ফিরছে একনায়কত্ব!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০২৫ রাত ২:১৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মাঝখান থেকে জিয়াকে বাদ দিলেন কেন? নাকি ভাসুরের নাম মুখে নিতে মানা?

২৩ শে মে, ২০২৫ সকাল ৯:২৬

ইশতিয়াক ফাহাদ বলেছেন: জিয়া অসাংবিধানিক শাসক ছিলেন, তবে তিনি ব্যক্তিগতভাবে সৎ ছিলেন । জিয়া ছাত্র-তরুণদের একাংশে জায়গা করে নিয়েছিলেন। সাধারণেও তিনি অর্জন করেছিলেন জনপ্রিয়তা। তাই তার ব্যাপারে আমার মতামত ভিন্ন ।

২| ২৩ শে মে, ২০২৫ ভোর ৫:০৬

কামাল১৮ বলেছেন: দ্রুত নির্বাচন দিলে স্বপ্ন পুরনের একটা সম্ভাবনা ছিলো।ক্ষমতার লোভে আম ছালা দুটোই হারাতে হবে।

২৩ শে মে, ২০২৫ সকাল ৯:৩২

ইশতিয়াক ফাহাদ বলেছেন: একটি সত্যিকার অর্থে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হলে, পুরনো প্রশাসনিক কাঠামো, পুলিশ বিভাগ, আমলাতন্ত্র এবং বিদ্যমান রাজনৈতিক দলগুলোর পূর্বের প্রভাব ও কার্যক্রম থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে আসতে হবে। এ ধরনের রূপান্তরের জন্য সময় দরকার—কমপক্ষে এক থেকে দের বছর। সব কয়টা হুট করে চাকরি থেকে চিনহিত করে বের করে দিলে আবার এই দেশের ছুতিয়া শ্রেনি বলবে ইউনুস স্বৈরশাসক হয়ে গেছে

বর্তমান প্রশাসনে এখনো প্রায় ৭০ জন উচ্চপর্যায়ের কর্মকর্তা রয়েছেন, যারা সরাসরি বা পরোক্ষভাবে আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত। এদের অপসারণ বা পুনর্বিন্যাস ছাড়া নিরপেক্ষ নির্বাচন আয়োজন অত্যন্ত দুরূহ হয়ে দাঁড়াবে।

৩| ২৩ শে মে, ২০২৫ সকাল ৯:০৮

সৈয়দ কুতুব বলেছেন: জুলাই ঐক্য নষ্ট করেছে শুধু ছাত্রদের ক্রেডিট দিয়ে।

২৩ শে মে, ২০২৫ সকাল ৯:৩৮

ইশতিয়াক ফাহাদ বলেছেন: যেহেতু ছাত্রদের অবদান বেশি ছিল ছাত্ররা ক্রেডিট পাবে এইটা স্বাভাবিক । বাংলাদেশের সব আন্দলনের ক্রেডিট ছাত্রদের এইটা অস্বীকার করবেন কিভাবে । ব্যাপার টা তখন ই সমস্যা হয় এই ছাত্র দের মদ্ধ্যে দেশের কতিপয় মুরুব্বিরা যখন বাম হাত ঢুকিয়ে নিজেদের ফায়দা লূটতে চায়

৪| ২৩ শে মে, ২০২৫ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: জুলাই আন্দোলনটা মূলত প্রতারনা ছিলো।

২৩ শে মে, ২০২৫ সকাল ৯:৩৪

ইশতিয়াক ফাহাদ বলেছেন: যেহেতু বিষয়টি আওয়ামী লীগের বিরুদ্ধে গেছে, তাই তাদের দৃষ্টিতে এটি একটি প্রতারণা। কিন্তু দেশের প্রায় ৮০% মানুষ এটি গ্রহণ করেছে—অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ জনগণের কাছে এটি একটি বিজয়। আমি নিজেও এই সংখ্যাগরিষ্ঠের পক্ষেই আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.