| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইশতিয়াক ফাহাদ চৌধুরী
আমি সংগ্রামের কবি,
আমি কথা বলি তাদের হয়ে
যাদের জীবনের আকাশে
রোদ উঠতে উঠতেই মেঘ জমে।
হারানো প্রিয়ার ভালোবাসা
যাদের ঠেলে দেয়
পানশালার নিঃশ্বাসে,
নারীর সাময়িক উষ্ণতায়
ভুলে থাকার এক ক্ষণিক আশ্রয়ে।
তবুও রাত নামলে
সব মিথ্যে সাহস ভেঙে পড়ে,
দিন শেষে আড়ালে বসে
তারা কাঁদে চুপচাপ
একটা নাম ধরে,
একটা স্মৃতি বুকে চেপে।
বাইরে তারা শক্ত মানুষ,
ভেতরে ক্ষয়ে যাওয়া দেয়াল,
হাসি তাদের মুখোশ মাত্র
ব্যথা থাকে হৃদয়ের গোপন ঘরে তালাবদ্ধ।
আমি তাদের কবি,
যারা ভালোবাসা হারিয়েও
ভালোবাসতে জানে,
যাদের নীরব কান্নায়
আজও কবিতা জন্ম নেয়।
আমি সংগ্রামের কবি,
আমি কথা বলি তাদের হয়ে
যাদের জীবনের আকাশে
রোদ উঠতে উঠতেই মেঘ জমে।
হারানো প্রিয়ার ভালোবাসা
যাদের ঠেলে দেয়
পানশালার নিঃশ্বাসে,
নারীর সাময়িক উষ্ণতায়
ভুলে থাকার এক ক্ষণিক আশ্রয়ে।
তবুও রাত নামলে
সব মিথ্যে সাহস ভেঙে পড়ে,
দিন শেষে আড়ালে বসে
তারা কাঁদে চুপচাপ
একটা নাম ধরে,
একটা স্মৃতি বুকে চেপে।
বাইরে তারা শক্ত মানুষ,
ভেতরে ক্ষয়ে যাওয়া দেয়াল,
হাসি তাদের মুখোশ মাত্র
ব্যথা থাকে হৃদয়ের গোপন ঘরে তালাবদ্ধ।
আমি তাদের কবি,
যারা ভালোবাসা হারিয়েও
ভালোবাসতে জানে,
যাদের নীরব কান্নায়
আজও কবিতা জন্ম নেয়।
©somewhere in net ltd.