![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিবনে প্রতিটা মুহূর্তে যা দেখি তা ই লিখার চেষ্টা করি.............
অনেকেই তো qubee postpaid modem ব্যাবহার করেন ...
এই শেষের ২ বছর citycell postpaid Zoom 2 gb ব্যাবহার করতাম
এখন qubee postpaid modem কিনতে চাই ....
কিনা কি ঠিক হবে ???
কত রকম ভোগান্তি'র স্বীকার হতে হয়, কেও কি জানাবেন ???
২| ০৯ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৫৬
রুসাফী আলম বলেছেন: যদি আনলিমিটেড ব্যাবহার করেন তাইলে মুই কমু না!
কিন্তু যদি লিমিটেড কোন প্যাকেজ ব্যাবহার করেন, তাইলে কইলাম কিনেন
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:০৪
বাংলাকে ভালবাসি বলেছেন:
Qubee এর প্রিপেড আগে চালাইতাম কিন্তু এখন পোষায় না। আর Qubee এর আনলিমিটেড যেটা আছে সেটা কি আসলেই আনলিমিটেড নাকি ৩০ গিগা হইলে ফেয়ার ইউজেসের চিপা্য় পইরা লাইনের স্পীড কমাইয়া দেয় সেটা ভালো করে জেনে নিবেন কেনার আগে।
আমি Banglalion এর 512 kbps এর আনলিমিটেড ব্যবহার করছি প্রায় ৪/৫ ধরে। কোনো মাসে ৩০ গিগা, ৩৫ গিগা এমনকি ৪০ গিগাও ক্রস হয়েছে তবে স্পীড কখনো কমেনি।
তাই আমার মতে Banglalion আনলিমিটেডই ভালো।
৪| ০৯ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৩৪
ভদ্র পোলা বলেছেন: qubee 5gb package ( 3gb package টা এক্ষণ ৫ জিবি ) নিয়া ভাল ই আছি
৫| ০৯ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:২০
নিলজিসান বলেছেন: লাগলে আওয়াজ দেন
০১৯১২৪০১৪৬৮
৬| ০৯ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৪৪
হাসিব বিন লিয়াকত (হিমেল) বলেছেন: ৩ দিন আগে 1mbps 12gb নিলাম.. সর্বোচ্চ পেয়েছি 0.63mbps.. রাতেরবেলা তা 0.1mbps এ নেমে আসে তাহলে 1mbps নিয়ে কি লাভ হইসে বুঝতেসিনা..
৭| ০৯ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৫০
মোটামানুষ বলেছেন: কিউবি নিয়ে আমার অভিজ্ঞতা
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৩১
সাইফুল ইসলাম নিপু বলেছেন: ollo আসছে